নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

সালাম তোমাকে "মা ইরানি"

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬


ভ্যাট বিরোধী আন্দোলনের এক আলোচিত নাম "মা মঞ্জুরা ইরানি"। ১৩ সেপ্টেমবর ২০১৫ ধানমন্ডী অঞ্চলের অবরোধে হঠাত এক মোটরসাইকেল আরোহী বাঁধার মুখে পড়েন, বাধ্য হন মোটরসাইকেল আরোহী হেঁটে যেতে আর এ কাজটি করেছেন এক মধ্য বয়সী নারী। ভ্যাট বিরোধী আন্দোনের এক আলোচিত নাম "মা মঞ্জুরা ইরানি"। স্টেট ইউনিভারসিটিতে পড়ুয়া ছাত্র আমিনুলের মা মঞ্জুরা ইরানি ছাত্রদের সমর্থন জানাতে রাস্তায় নেমেছেন, দাঁড়িয়েছেন জলকামানের সামনে। অবরোধের তিনদিন পায়ে হেঁটে ছাত্রদের সমর্থন যুগিয়েছেন। প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী তিনি। তাঁর তিন সন্তানের মধ্যে দুজন প্রতিবন্ধী। দুই প্রতিবন্ধধী সন্তানকে ঘরে রেখে তিনি রাস্তায় নেমেছেন ভ্যাট বিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়াতে। ছাত্ররা এখন তাকে "মা ইরানি" বলে চেনে। বেসরকারী বিশ্বদ্যালয়ে কেবল ধনীর ছেলে মেয়েরা পড়েন অর্থমন্ত্রীর এ দাবী ভিত্তিহীন। সকল ন্যায় সংগত দাবীতে ইরানির মত মায়েরা রাস্তায় নামলে শাসকের হাত শোষকের হাতে পরিণত হতে পারত না। তাইতো সরকার লেজ গুটিয়ে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হন।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকল ন্যায় সংগত দাবীতে ইরানির মত মায়েরা রাস্তায় নামলে শাসকের হাত শোষকের হাতে পরিণত হতে পারত না। তাইতো সরকার লেজ গুটিয়ে ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হন।

আমাদের সকল মায়েরা জাগ্রত হবেন উনাকে দেখে এই প্রত্যাশা!

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জানাই।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

আমি আবুলের বাপ বলেছেন: সাবাস মা।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

অবুঝ১ বলেছেন: লক্ষ সালাম তোমায় মা

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: আমাদের সকল মায়েরা জাগ্রত হবেন উনাকে দেখে এই প্রত্যাশা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.