নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

একেই বলে সততা, আপনি তো আমাদের গর্ব স্যালুট আপনাকে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮


বাংলাদেশের আরিফুল করিম দুবাইয়ে ২বছর ধরে ট্যাক্সি চালান। গত বছর রোজা মাস এক ইরানের যাত্রী উঠেন তার ট্যাক্সিতে। ঐ যাত্রী ট্যাক্সি থেকে নামার সময় ভূল করে একটি প্যাকেট ফেলে যান। ২৮ বছরের আরিফ প্যাকেট খুলে দেখেন নগদ ২ লাখ ৩৫ হাজার দিরহাম (বাংলাদেশের প্রায় ৫০ লক্ষ টাকা) চাইলে আরিফ টাকা গুলো নিয়ে বাংলাদেশে চলে আসতে পারতেন। তবে এই পথে পা বাড়াননি তিনি। কর্তৃপক্ষের সহায়তায় সব টাকাই তিনি যাত্রীকে ফেরত দেন। ৫০ লাখ টাকা ফেরত দেওয়ার সততার পুরস্কার হিসাবে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের তাকে সম্মাননা স্বরুপ একটি ব্যাজ ও সনদ দেন। ইরানের নাগরিক পুরস্কার হিসাবে ৩০০ দিরহাম দেন। আমাদের পঁচে যাওয়া যুবসমাজের অনেক কিছু শেখার আছে আরিফুলের কাছ থেকে। আরিফুলের মত যুবকের বড়ই অভাব আমাদের পঁচা, গলা, রংলেপা সমাজে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করে এখানে বিকশিত হবে এই সততা?

যেখানে দরবেশরা সমাজের মাথা
যেকানে হলমার্কেরা সমাজপতি!
যেখানে দুষে্টর পালন আর শিষ্টের হয়রানী সার!
যেখানে সততা মানে বোকামো!
যেখানে অন্যায় কারী কোটিপতি দশ তলার মালিকের কাছে জিম্মি বাকী সবাই!
যেখানে পিয়ন হয়ে পড়ে ৫-৬টি বাড়ীর মালীক!
যেখানে সততার পুরস্কার কেবলই অনাহারে থাকা!
বাচ্চার স্কুল ফি দিতে না পারায় স্কুল থেকে বহিস্কার!
কিংবা সময়মত চিকিৎসা না করাতে পেরে স্ত্রী অথবা নিজে মৃতূমূখে পতিত হওয়া!

বদলাতে হবে! কিভাবে????

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেল্যূট আরিফুল করিম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.