নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

মানুষ থেকে ছাগল অতঃপর মানুষ এবং কর্তা ব্যক্তিদের পকেট ভারি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

কিছুদিন আগে আমাদের এলাকায় সার্কাস এসেছিল। বর্তমান সময়ে সার্কাস মানে গানা বাজনা কিছু অশ্লিলতা এবং জমজমাট ব্যবসা। কিন্তু আমাদের এলাকায় ধার্মিক অনুশ্বাসন কঠোর হওয়ায় এখানে সার্কাস কর্তৃপক্ষ ফায়দা করতে পারছিলেন না। একদিন সার্কাস চলাকালিন আমার পাশের বাড়ির আলফাজ নামে এক যুবক সর্কাস বুথে চিল্লা চিল্লি করে। তাকে তৎক্ষনাত একটা বাক্সের ভিতর ঢুকিয়ে ছাগলে পরিনত করে এবং ঘোষণা করে যতদিন সর্কাস শেষ হবেনা ততদিন সে ছাগল অবস্থায় থাকবে। এর পরদিন থেকে সার্কাসে উপচে পড়া ভীড়, যেন তিল ঠাই ধরার মত জায়গা ফাঁকা থাকেনা সার্কাস বুথে। প্রতিদিন বাইরে মাইকে প্রচারনা চালানো হয় মানুষ থেকে ছাগল এক অবিশ্বাস্ব ঘটনা, দেখতে চাইলে আজই চলে আসুন সার্কাসে। রাতারাতি সর্কাস হয়ে উঠে এক জমজমাট ব্যবসা ক্ষেত্র। কিন্তু মজান ব্যপার হচ্ছে আলফাজ ছাগল পরিণত হওয়ার পরও তার পরিবারের তেমন প্রতিক্রিয়া নেই। অবশেষে ১৫ দিন পর আলফাজকে আবার ছাগল থেকে মানুষে পরিণত করা হয়। সর্কাস শেষে জানাজায় আলফাজের ছাগলে পরিণত হওয়ার আসল রহস্য। সার্কাস বুথে আলফাজের চিল্লা চিল্লি এবং ছাগেল পরিণত হওয়া সবই ছিল সাজানো নাটক। এর বিনিময়ে আলফাজ থাকবে এক নিরাপদ স্থানে, খাবার ফ্রি এবং প্রতিদিন পাবেন ১০০০ টাকা করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

মিমমা সুলতানা মিতা বলেছেন: হেহেহেহেহেহেহেহেহেহেহেহেহেহেহেহে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.