নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯


"মানুষ মানুষের জন্য" এ রকম বাণী কেবল বই এ লিপিবদ্ধ থাকে বাস্তবে তা দেখা যায় খুব কমই। আজ ২০ সেপ্টেম্বর সকালে কমলাপুর রেলস্টেশনে কাজের ফাঁকে পুলিশ অফিসার সামসুল আলম এক পথ শিশুকে নখ কেটে দিচ্ছেন। আমাদের সমাজে এ রকম দৃশ্য সত্যি বিরল। পুলিশ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারনা খুব একটা ভালো না। পুলিশ মানেতো সমাজের একটা খারাপ অংশ, তারা অন্যায় দমন করার চাইতে অন্যায় করতেই বেশি পছন্দ করেন। তারাতো সরকারের লাইসেন্স ধারী বৈধ ক্যাডার। কিন্তু সামসুল আলমের মত পুলিশ অফিসার আছে বলে আমাদের সমাজে আজও ভালো মন্দের ভারসাম্য টিকে রয়েছে। এখনও মহান হৃদয়ের মানুষেরা দারিদ্রের সেবায় হাত বাড়িয়ে দেন সামসুল আলম তার একটি নমুনা মাত্র। ইচ্ছা থাকলে সমাজের যে কোন অবস্থান থেকে মানুষের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া যায়।
তাই আসুন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সমাজের জন্য দেশের জন্য কিছু করি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

চলন বিল বলেছেন: ও ফটোশুটিং করেছে

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: জল ও ছবি ,




পুলিশ বললেই মূর্তিমান আতঙ্ক ভর করে এদেশের মানুষের মনে । কারন ও আছে ।
এরকম একটি দু'টি উদাহরন সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা । এতে পুলিশের সামগ্রিক চরিত্র মোটেও পাল্টে যাবেনা ।

তবুও এই পুলিশ অফিসারটিকে ধন্যবাদ দিতেই হয় কারন নোংরার মধ্যে থেকেও তিনি হয়তো কোনও নোংরা কিছু গায়ে লাগতে দেন নি ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

নতুন বলেছেন: পুলিশ অফিসারটিকে ধন্যবাদ।

আমাদের পুলিশের অনেক ট্রেনিং দরকার। তাদের জনগনের বিপক্ষে লাঠিয়াল হিসেবে রাজনিতিক ব্যবহার বন্ধ করতে হবে। দূনিতি বন্ধ করতে হবে।

তার জন্য দরকার রাজনিতিক সদ্বইচ্ছা।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

অন্ধবিন্দু বলেছেন: একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.