নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

নেই ছোট বেলার মত আনন্দ, নেই মামাতো বোন, নেই প্রেম তবুও ঈদ....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬


সবাইকে ঈদ এর শুভেচ্ছা "ঈদ মোবারক"। আমার জীবনে ছোট বেলার ঈদ ছিল অন্যরকম। সেই সময়ের ঈদ মানে অন্য রকম এক অনুভূতি, অন্য রকম এক বাঁধ ভাঙ্গা আনন্দ। সেই সময়ের ঈদ আর বর্তমান সময়ের ঈদের মাঝে যেন যোজন যোজন ব্যবধান। এখনও ঈদ এলে মনে পড়ে সেই দশ, এগার বছর বয়সের ঈদের কথা। আমরা তিন ভাই বোন, তিনজনে এক রুমে ঘুমাতাম। এক ঈদে মাঝ রাতে ঘুম থেকে উঠে আমি কেবল বলি 'আব্বু ঈদ', 'আব্বু ঈদ'। আমার চিল্লা চিল্লি দেখে সবাই ঘুম থেকে জেগে উঠে। পরদিন সকালে আমার ছোট বোন রাতের ঘটনা অনেকের কাছে বলে। আমার সমবয়সী পাড়ার সবাই আমাকে দেখলে বলে 'আব্বু ঈদ' আর আমি রেগে যাই। তখন থেকে প্রতি ঈদ এলে 'আব্বু ঈদ' বলে আমাকে রাগায়। এখনও ঈদ এলে কেউ কেউ আমায় দেখে বলে 'আব্বু ঈদ' কিন্তু আমি আর আগের মত রাগ হইনা বরং ভালোই লাগে এবং হাসি পায়। বর্তমান সময়ে সেই অনুভূতি গুলো যেন বর্ণহীন হয়ে গেছে। এখন ঈদ যেন আর সব দিনের মত সাধামাটা একটা দিন। মনে পড়ে যখন আমি টগবগে তরুণ তখনকার দিনের ঈদের সেই আনন্দময় দিনের কথা। কিযেন এক ভালোলাগা সবসময় আমাকে আবিষ্ট করে রাখত। ঈদ এলেই যেন বার্তি এক স্বাধীনতা পেতাম। মামাতো বোনের সঙ্গে প্রেম করতাম, ঈদ এলেই ঈদ আর আমার ভালোবাসা যেন একাকার হয়ে যেত, ফলে ঈদের আনন্দ শত গুন বেড়ে যেত। এখন আর মামাতো বোন নেই, প্রেম নেই, ভালোবাসা নেই কেবল ঈদ আসে ঈদ চলে যায় আর কিছু স্মৃতি হৃদয়কে নাড়া দেয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

হামিদ আহসান বলেছেন: ঈদ মোবারক ......

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: ঈদের প্রাণঢালা শুভেচ্ছা ..... !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.