নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

ডিজি....."টাল" শিক্ষা ব্যবস্থা

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯



দেশের শিক্ষা ব্যবস্থায় এখন চরম বিশৃঙ্খলা চলছে। বর্তমান সরকারের একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা। কখনো ডিজিটাল শিক্ষা, কখনো সেক্যুলার শিক্ষা আবার কখনো অধিক পাশের মাধ্যমে আনন্দময় শিক্ষা। সত্যি সেলুকাস আমাদের এই শিক্ষা ব্যবস্থা। বর্তমানে যে শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে বিগত ১০ বছরে জিপিএ-৫ (গোল্ডন সহ) পেয়েছে হাজারে হাজারে নয় লাখে লাখে। এরাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পাশ মার্ক তাও পাচ্ছে না। বর্তমান সময়ের পরীক্ষা আর প্রতিযোগিতামূলক থাকছে না। কারণ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ইন্টারনেট, ফেসবুক, কোচিং সেন্টার গুলোতে পাওয়া যাচ্ছে। এ সরকারের প্রশ্নপত্র রাখার যেন ট্রেজারী হচ্ছে ইন্টারনেট ও ফেসবুক। পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়া গেলে ছেলে মেয়েরা কষ্ট করে লেখা পড়া করবে কেন ? এ সরকারের প্রথম দিকে প্রাথমিক পরীক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় প্রশ্নপত্র ফাঁস হত আর এখন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্ন পত্র ফাঁস হয়ে মেধাহীনরা ডাক্তার আর মেধাবীরা কেরাণী হলে সরকারের কোন কিছু আসে যায় না, কেননা তারাইতো সামান্য অসুস্থ্য হলে চিকিৎসার জন্য বিদেশে গমন করেন। সরকার বলতেছে কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি সব ভূয়া কথা অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের দায়ে র্্যাবের হাতে সরকারী কর্মকর্তা সহ অনেকে গ্রেফতার হচ্ছে। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে যারা ডাক্তার হবেন তাদের ওপর মানুষের আস্থা নিয়ে প্রশ্ন দেখা দিবে। ভবিষ্যতে এমন হতে পারে যারা কেবল ছাত্রলীগ করেণ তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে শতভাগ সাফল্যের জন্য শিক্ষা মন্ত্রীকে দেশ রত্ন উপাধী দেয়া হলেও আশ্চার্যের কিছু থাকবে না। সরকারের ডিজি....টাল সময়ে এসে আম জনতার যদি অন্য চিকিৎসা ব্যবস্থা এমন কি ঝারফুক, তাবিজ কবোজ ইত্যাদির ওপর আস্থা বেড়ে যায় তা হলে আশ্চার্য না হয়ে মনেকরতে হবে এটা সরকারের ডিজি....টাল উপহার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫

মানবী বলেছেন: পরীক্ষার নামে এই প্রহসনমূলক ক্রিমিন্যাল এ্যাক্টটি এখনও বাতিল ঘোষিত হয়নি জেনে অবাক হলাম!

২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


ছবিতে যাদের দেখছি, তারা কি সিরিয়া যাচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.