নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তান কি "গিফটেড চাইল্ড"

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩


আপনার সন্তানের মেধা কি ঈশ্বর প্রদত্ত। সব বাবা মায়ের মনেই এ প্রশ্ন উঁকি দেয়। যে শিশুদের বুদ্ধিমত্তা অন্যদের থেকে অনেক এগিয়ে তাদের বলাহয় "গিফটেড চাইল্ড"।
আপনার সন্তান "গিফটেড" কিনা তা বুঝতে ২০টি লক্ষণের কথা তুলে ধরেছে 'দ্যা ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর গিফটেড চিলড্রেন(এন এ জি সি) আপনিও জেনে নিন লক্ষণগুলো আর মিলিয়ে নিন আপনার সন্তানের সঙ্গে..
১। খুব দ্রুত, সহজে এবং দক্ষতার সঙ্গে শিখতে পারে।
২। বয়সের তুলনায় অনেক বেশি শব্দ বা কথা শিখে ফেলে।
৩। সাধারণ নিয়মে শিখে অসাধারণ কিছু করে ফেলে।
৪। স্মৃতিশক্তি দারুন প্রখর, কিন্তু শেখা ও জানান বিষয়ে আগ্রহ নেই।
৫। নিজেই সবকিছু গুছিয়ে নিতে পারে, এর জন্য বাইরের সাহায্য সামান্য প্রয়োজন হয়।
৬। কাঠামো, ধারাবাহিকতা এবং সমন্বয়ের প্রতি ব্যাপক আগ্রহী।
৭। বিভিন্ন ধরনের চিন্তার ক্ষেত্রে নমনীয় আচরণ করে। সীমাবদ্ধ জ্ঞান এলোমেলোভাবে সাজাতে পছন্দ করে।
৮। বস্তু, পরিস্থিতি অথবা ঘটনা সম্পর্কে ব্যাপক আগ্রহী থাকে জানতে উত্তেজনা নিয়ে নানা প্রশ্ন করে।
৯। লেখা পড়ায় অধিকাংশ বিষয়ে ভালো ফল করে।
১০। মনোযোগ ঢেলে দেওয়ার ক্ষেত্রে মারাত্মক সিরিয়াস। এ সময় পৃথিবীর যাবতীয় বিষয় তাকে স্পর্শ করে না।
১১। খুব সাবধানী এবং প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। এলোমেলো প্রশ্নের জবাব জানা থাকলে ঝটপট দিয়ে ফেলে।
১২। নিজস্ব উপায়ে সমাধান বের করতে ওস্তাদ। অপ্রচলিত উপায়ে ঠিক সমাধান বের করে ফেলে।
১৩। বিজ্ঞান অথবা সাহিত্যের বিষয়ে অদ্ভুত রকমের আকর্ষণ দেখা যায়।
১৪। কথা বার্তা এবং লেখার ক্ষেত্রে মৌলিক আচরণ দেখা যায়।
১৫। সূত্র বা সমীকরণের সমাধান বের করতে দারুণ আগ্রহী। ভূল হলে তা মুছে ঠিক করা, মাঝখানের ভূল বের করা এবং বিশ্লেষণে খুব চটপটে।
১৬। আবেগগত দিক থেকে তারা নিরাপদ।
১৭। পরিস্থিতি বা বন্ধু মহলে তার নিয়ন্ত্রন হয়।
১৮। সাধারণ জ্ঞানের প্রচুর নমুনা তাদের কাজ কর্মে স্পষ্ট হয়ে ওঠে।
১৯। জটিলতা নিয়ে ঘাঁটাঘাটি করতে আগ্রহী থাকে।
২০। চারপাশের পরিবেশকে ইন্দ্রিয়ের সাহায্যে উপভোগ করার চেষ্টা করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

রক্তিম দিগন্ত বলেছেন: সন্তান নাই তো, লক্ষণগুলোর সাথে নিজেকেই মেলালাম।

পরিশেষে, বলা যায় - আমিও গিফটেড চাইল্ড। :-B

১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

জল ও ছবি বলেছেন: অসাধারন, কামনা করি এগিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.