নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

আমি কবি নই

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

১৯৯৯ সালে আইএ পড়ি। আমি গ্রামের ছেলে বাড়ি থেকে কলেজ বেশ দূর হওয়ায় আমাকে থাকতে হয় কলেজের কাছে একটা মেসে। কিছুদিন পরেই একটি মেয়ের প্রেমে পরি। হঠাৎ করে আমার খরচ অনেক বেড়ে যায়। বাবা মাসে যে টাকা পাটাতো তা দিয়ে মাসের ১৫দিনও ভালো করে চলত না তখন আত্নিয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন বন্ধুর কাছে টাকার জন্য হাত পাততে হত। একদিন পকেটে টাকা নেই, বসে বসে ভাবতেছি কি করা যায়, তখন জীবনের বাস্তব কিছু কথা একটার পর একটা জোড়া দিয়ে তার নাম দিলাম "প্রিয়ার জন্য"।

ক্ষুধায় ছটফট করতেছি
পকেটে একটাও টাকা নেই,
প্রিয়ার জন্য অনেক দেনা হয়েছে
এক সময় যারা আমার প্রিয় বন্ধু ছিল
তারাও আজ আমায় দেখে এড়িয়ে চলে
পাঁচে টাকা ধার চাই কি না।
একটা সিগারেট ধরা প্রয়োজন
রাস্তায় বের হয়ে দেখি
প্রিয়া আমার জন্য অপেক্ষা করতেছে
ভাবলাম প্রিয়ার সাথে কিছু সময় থাকলে
ক্ষুধার যন্ত্রনা কম অনুভূত হবে।
কিন্তু প্রিয়া বললে সময় নেই
কাল তৈরী থেকো বেড়াতে যাব।
প্রিয়ার কথা শুনে হৃদয়ের কম্পন গেলো বেড়ে
প্রিয়ার সাথে বেড়াতে যাওয়া মানে
পকেটে দু'চারশ টাকা রাখা
আবার বন্ধুদের দাঁড়ে দাঁড়ে যাওয়া টাকা ধারের জন্য।
আজকাল প্রেমের বাজার বড়ই গরম
প্রেম পড়া আর
মামলায় পড়ে উকিলের পিছনে ধর্ণা দেওয়া একই কথা,
তবু প্রেমের নেশা অনেকটা সিগারেটের নেশার মত মনে হয়
তারপরও নিজেকে নিজে প্রশ্ন করি
শেষ পর্যন্ত কি প্রিয়া আমার হবে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.