নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

রক্তের গ্রুপ জেনে সহজেই জেনে নেই প্রিয়জনের পার্সোনালেটি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭


A-গ্রুপ
A-অ্যান্টিজেন, B-অ্যান্টিবডি থাকে। এই গ্রুপের রক্ত যাদের শরীরে তারা A এবং AB গ্রুপকে রক্ত দিতে পারে। A- গ্রুপের রক্ত যাদের শরীরে থাকে তারা সংবেদনশীল এবং সৃজনশীল প্রকৃতির মানুষ হয়ে থাকে। তারা অত্যন্ত ধৈর্যশীল এবং যে কোন বিষয়ে দায়িত্ব নিতে পিছুপা হন না।

B-গ্রুপ
A-অ্যান্টিজেন, B-অ্যান্টিবডি থাকে। এই গ্রুপের রক্ত যাদের শরীরে তারা B এবং AB গ্রুপকে রক্ত দিতে পারে। B- গ্রুপের রক্ত যাদের শরীরে থাকে তারা সবসময় খুশি থাকেন। অন্যদিকে তারা আবার স্বার্থপর, এক ঘেয়ে স্বভাবের এবং দায়িত্ব এড়িয়ে চলতে ভালোবাসেন। পুরনো কথা তারা মনের মধ্যে অনেকদিন জিয়ে রাখেন।

AB- গ্রুপ
A এবং B উভয় অ্যান্টিজেন, কোন অ্যান্টিবডি থাকে না। এই গ্রুপের রক্ত যাদের তারা সর্বজনিন গ্রহিতা AB- গ্রুপের রক্ত যাদের শরীরে থাকে তারা শান্ত সভাবের মানিয়ে চলতে পারে। তারা খুবই যুক্তিবাদী এবং দায়িত্ব এড়িয়ে চলতে পছন্দ করে।

O- গ্রুপ
O-গ্রুপের শরীরে অ্যান্টিজেন থাকে না তবে অ্যান্টিবডি থাকে। এ জন্য এই গ্রুপের রক্তকে সর্বজনিন দাতা বলা হয়। O-গ্রুপের রক্ত যাদের শরীরে থাকে তারা দৃঢ় আত্ন বিশ্বাসী, চরিত্রবান, এবং খুব সহজে অন্যের মন কেড়ে নিতে পারে। তারা আত্নকেন্দ্রিক, শান্ত সভাবের হয়ে থাকে। এদের মন সহজে বোঝা যায় না। এরা সাধারন্ত কাজ প্রিয় মানুষ হয়ে থাকে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০

জল ও ছবি বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকেন

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

অগ্নি সারথি বলেছেন: আমাড় ব্লয়াদ গ্রুপ A- সংবেদনশীল এবং সৃজনশীল প্রকৃতির মানুষ কিনা আমি জানিনা তবে কোনভাবেই ধৈর্যশীল নই।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

জল ও ছবি বলেছেন: বেতিক্রম থাকতে পারে

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

আহমেদ জী এস বলেছেন: জল ও ছবি



বি - গ্রুপটা ভুল হয়েছে । শুধরে দিলে ভালো হয় ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

জল ও ছবি বলেছেন: ভাই, চাইলে কি সবকিছু পরিবর্তন করা যায়।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

অন্ধবিন্দু বলেছেন:
হাইপোথিসিস। খুবই দুর্বল থিউরি।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

জল ও ছবি বলেছেন: আমারও তাই মনে হয়

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালই তো! কারো সাথে পরিচিত হওয়ার সময় তার রক্তের গ্রুপটা জেনে নেব!

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

জল ও ছবি বলেছেন: নিলে তো ভালই হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.