নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সাধ্যমত অসহায়দের সাহায্য করা

জল ও ছবি

এসো মহৎ হতে চেষ্টা করি, সাধু হই কিন্তু সাধু সেজে না থাকি। অপদার্থ মানুষকে অনুসরণ করে নিজের মনুষত্বকে বিকিয়ে না দেই। অর্থ আর বড় বড় অট্টালিকার সামনে মাথা নত না করি, জন্মেছি যখন লড়াই করেই বাঁচবো।

জল ও ছবি › বিস্তারিত পোস্টঃ

কারণ ছাড়াই চলে গেছ, কিন্তু ---------------

২৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

হঠাৎ শেষ রাতে ঘুম ভেঙ্গে গেল তোমায় স্বপ্নে দেখে। শীতের রাত সমস্ত বিচানা ঠান্ডা হয়ে আছে। অনেক চেষ্টা করেও আর ঘুমাতে পারলাম না। তোমার আমার জীবনের সেই দিনগুলি খুব করে মনে পড়তেছে। তুমি বিনা কারনে যখন সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিলে তখন আমি পাগলের মত তোমায় বোঝাতে চেয়েছি, তোমাকে ধরে রাখতে চেয়েছি কিন্তু তুমি কোন কথাই শুননি। আমি তোমায় মোবাইল করে কত অনুরোদ করেছিলাম এভাবে ভুলে না যেতে, তুমি বলেছিলে আমায় ভুলতে না পাড়লে মদ, ফেন্সিডাইল খেতে। ভেবেছিলাম এ জীবন শেষ করে দিব কিন্তু পাড়ি নি। কিছুদিন আগে তোমার স্বামীর সঙ্গে দেখা তিনি নাকি প্রতিদিন নেশা করে, আরও অনেক খারাপ অভ্যাস আছে তার। তোমার সাথে ৬ বছর থেকে কোন যোগাযোগ নেই, আজ তোমায় মোবাইল করে বলতে ইচ্ছা করতেছে, আমি মদ বা ফেন্সিডাইল খাই না। শুনেছি তুমি শুখি না, টাকা থাকলেই ভালোবাসা থাকে না শুখি হওয়া যায় না। এখন আমি অনেক ভালো আছি, মনে প্রাণে চাই তুমি আমার চাইতে অনেক ভালো থাকো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

জল ও ছবি বলেছেন: জীবনের বাস্তব একটা দিক

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

স্টিক্স অ্যাকিলিস বলেছেন: ইয়েস+

০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১

জল ও ছবি বলেছেন: আমার জীবনের বাস্তবতার সাথে আর এক জনের মিল থাকায় একাকিত্ব কম অনুভূত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.