নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

নামাজের ভেতরে আমরা নিজের অজান্তে যে মাকরুহ কাজগুলো বেশি করে ফেলি

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

আসুন জেনে নিই নামাজে আমাদের কিছু কাজ যার কারণে সাহু সেজদা ওয়াজিব হতে পারে ও নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে,

................

1. নামাজ অবস্হায় কাপড় সামলানো .

................

2. নামাজে মুড়ামুড়ি করা

................

3. নামাজে হেলাদোলা করা

................

4. সেজদার জায়গা থেকে পাথরের টুকরা বার বার সরানোর চেষ্টা

................

5. ইচ্চাকৃত চোখ বন্ধ করে রাখা

................

6. মুসল্লী কম থাকার পরও ইমাম মেহরাবে দাড়ানো

................

7. কপালের ধুলাবালি বা ঘাম মুছা

................

8. দাড়ানো অবস্হায় দুই পায়ে ইচ্ছাকৃত সমান ভর না রাখা

................

9. সেজদার যায়গাতে চোখ দৃস্টি স্হির না রাখা ও এদিক সেদিক তাকানো বা আকাশের দিক তাকানো

................

10. নামাজের ভেতর আংগুল ফোটানো

................

# উপোরোক্ত কাজগুলো করা মাকরুহ , আর উপরের কাজগুলো করতে গিয়েই একটা সমস্যা হয় কত রাকাত নামাজ পড়া হয়েছে তা ভুলে যেতে হয়, এটা হলে সাহু সেজদাদিতে হয়, না দিলে নামাজ বাতিল হয়ে যায়. আল্লাহ আমাদের তাওফিক দিন.

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

জ্বালো ইসলামের আলো বলেছেন: আরেকটি আছে তা হলো , সেজদা থেকে উঠে দাড়ানোর সময় মাটিতে ভর দিয়ে দাড়ানো মাকরূহ.| পা এর হাটুর উপর হাত রেখে তাতে ভর দিয়ে সোজা হতে হবে | | | | | | |

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

ডার্ক ম্যান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

নেবুলাস বলেছেন: জেনে ভালো লাগলো।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৯

দুষ্টু ছেলেটি বলেছেন: ভাল লাগলো জেনে, এইসব ছোটখাট ভুলই নামাজকে হালকা করে দেয়

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৮

জ্বালো ইসলামের আলো বলেছেন: আলহামদুলিল্লাহ, কারো যদি একটু উপকার হয় তবে আমার শ্রম সার্থক হবে | আল্লাহ কবুল করুন |

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০২

জ্বালো ইসলামের আলো বলেছেন: বই নাম:: সালাতুর রাসুল (স:),

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:০৬

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ভাই আপনি এইগুলার রেফারেন্স লিঙ্ক দেন!! অথবা কোন বইয়ের কোন পাতায় আছে তা বলুন!!

৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৪

দ্যা লায়ন বলেছেন: ৬ নং এ মেহরাব লিখেছেন, এই মেহেরাব কি?

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৯

জ্বালো ইসলামের আলো বলেছেন: মেহেরাব হলো মসজিদের ভেতর যে ছোট জায়গাতে দাড়িয়ে ইমাম নামাজ পড়ান | আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, যেখানে বসে ইমাম খুতবা পড়ান তাকে মেম্বর বলে |@ দ্যা লায়ন ভাইয়া

৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১

জ্বালো ইসলামের আলো বলেছেন: মেহেরাব হলো মসজিদের ভেতর যে ছোট জায়গাতে দাড়িয়ে ইমাম নামাজ পড়ান | আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, যেখানে বসে ইমাম খুতবা পড়ান তাকে মেম্বর বলে |@ দ্যা লায়ন ভাইয়া

৯| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:০১

সত্য৭৮৬ বলেছেন: এখানে আমন্ত্রণ- আল-কোরআন অনুসারে সালাতের ওয়াক্ত?

১০| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৪

মরণের আগে বলেছেন: ধন্যবাদ পোস্ট এর জন্য (আমি জানি এগুল মাক্রুহ কিন্তু জানিনা এগুলোর রেফারেন্স , দিলে উপক্রিত হতাম )

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০১

জ্বালো ইসলামের আলো বলেছেন: বই নাম:: সালাতুর রাসুল (স:),

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.