নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র পরিচালনা ও দায়িত্ববোধ সম্পর্কে হযরত উমর (রাঃ) এর দুটি উক্তি

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

একটি প্রবাদ আছেঃ রাজ্য চলে রাজার চাল এ / যেমন রাজা তেমন প্রজা ||

___

হযরত উমর [রাঃ] যখন অর্ধ পৃথিবীর শাষক হলেন, তার ভেতর অহংকার প্রকাশ তো দুরের কথা, বিশ্বের ইতিহাসে প্রকাশ পেল এক অসাধারণ আল্লাহভীতির ,প্রকাশ পেল এক অসাধারণ দেশপ্রেম আর মহানুভবতা |

___

তিনি যদিও মক্কা বা মদিনা তে অবস্হান রত, এমন সময় তার রাজ্যের অন্তর্ভুক্ত থাকায় ইরাক সম্পর্কে একটি উক্তি করেন "যদি ফোরাৎ এর কুলে একটি ছাগল ও অনাহারে মারা যায়, তবে আমি আশংকা করছি যে কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর নিকট জবাব দিতে হবে" * চিন্তা করুন, এটি ইসলামের একজন শাষকের মনের অনুভূতি | কোথায় ইরাক আর কোথায় সৌদি আরব |

................. তিনি অপর এক জায়গাতে বলেন "রাস্তা উচু নিচু হওয়ার কারণে যদি রাজ্যের কোথাও একটি প্রাণিও হোঁচট খেয়ে পা ভেঙ্গে ফেলে তবুও আমি উমর আল্লাহর কাছ থেকে জবাবদিহী থেকে রেহাই পাবোনা" ....... এমন মানসিকতা আমাদের সমাজে আজ আর নেই | গান এ বলে- আজ ও সেই কুরান আছে হাদীস আছে, সেই আবু বকর উমর নেই |

. . . . . . দীর্ঘ এক বছরে ও হযরত উমর (রাঃ) এর প্রশাষণে একটিও মামলা হয়নি, কত নিখুত নিশ্ছিদ্র শাষণ ব্যবস্হা দিয়েছে ইসলাম ||

____

আজ দু এক বিঘার রাজা বাদশা রা, প্রেসিডেন্ট রা বড় অহংকারী | তারা অপরকে মেরে দিয়ে নিজে টিকে থাকার চিন্তায় মগ্ন | আমাদের দেশ হোক আর যে দেশ হোক, ক্ষমতাসীন হোক বা ক্ষমতাহীন হোক, শাষক গোষ্টির ভেতর যতদিন ত্যাগ এর মন না আসবে, যতদিন ইসলামী চেতনা না আসবে, ততদিন পৃথিবীটা আগুনের মত দাউ দাউ করে জ্বলতে থাকবে | তাই যে সংস্হা যতই শান্তি শান্তি করে বিজ্ঞাপন ছড়াক না কেন? "ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা"

___

হযরত উমর (রাঃ) এর উপোরোক্ত দুটি উক্তি ও অনুভূতি থেকে শিক্ষা নিই, স্বার্থপর না হই | ইসলামের আদর্শছাড়া যদি কেউ একটি জাতির শাষক থাকে, সে জাতি অতি দ্রুত ধ্বংস হয়ে যায় | প্রথমে তো বলেছি, যেমন রাজা তেমন প্রজা | হযরত উমর (রাঃ) এর শাষণকালে যাকাত নেয়ার মত মানুষ খুঁজে পাওয়া যায়নি শুধু রাষ্ট্রপতি উমর (রাঃ) এর ইসলামী শাষণ ব্যবস্হার কারণে |

__

মনে রাখবেন, মানুষ এর উপাদান হলো মানবতা, যার ভেতর মানবতা নাই সে মানুষ রুপে একটা পশু | একথাটি সবার ক্ষেত্রে প্রযোজ্য | তিতা লাগলেও সত্য কথা |

_____

কারো সাথে মিলে গেলে দুঃখিত ....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

আলী খান বলেছেন: মনে রাখবেন, মানুষ এর উপাদান হলো মানবতা, যার ভেতর মানবতা নাই সে মানুষ রুপে একটা পশু | একথাটি সবার ক্ষেত্রে প্রযোজ্য |

২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

জ্বালো ইসলামের আলো বলেছেন: হুম ... মানবতা না থাকলে সে মানুষ ই না | সবার ক্ষেত্রে প্রযোজ্য অর্থ পাঠক, লেখক, মন্ত্রী, কৃষক সবার ক্ষেত্রে পযোজ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.