নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

সমালোচক দের বলছি, সমালোচক দের শরিয়ত নির্ধারীত শাস্তি?

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

সমালোচক দের বলছি, সমালোচক দের শরিয়ত নির্ধারীত শাস্তি কি?

....... ....... ...... .........

সমালোচনা দুই প্রকারঃ মৃত ব্যক্তির সমালোচনা, জীবিত ব্যক্তির সমালোচনা | প্রথমে মৃত ব্যক্তিরঃ



রাসুলুল্লাহ (সঃ) বহুবার মৃত ব্যক্তির নামে দোষ বলতে নিষেধ করেছেন |

-(বুখারী,মুসলিম, মিশকাত, রিয়াদুস সালেহীন, মুয়াত্তা)



এই নিষেধ অমান্য করে যারা নিজেদের ইসলামী লোক বলে দাবী করে তারা নিশ্চয়ই ভুল করে | সবাই না,

কতিপয় হেফাজত, কতিপয় তাবলীগ, কতিপয় চরমোনাইরা এটা করে |



জীবীত দের সমালোচনা করলে কি হয়ঃ

রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ "তুমি যার সম্পর্কে একটা দোষ বলছো, যদি এটা তার ভেতর থাকে তবে এটা গীবত করলে, আর যদি না থাকে তবে অপবাদ দিলে"

(বুখারী মুসলিম মিশকাত)



আল্লাহ পাক সুরা হুজুরাত এর ১১ ও ১২ আয়াতে বলছেনঃ "তোমরা এক পুরুষ অপর পুরুষকে বিদ্রুপ করোনা, হতে পারে যাকে বিদ্রুপ করা হচ্ছে সে তোমার চেয়ে ভাল, কাউকে খারাপ নামে ডেকোনা, কারো নামে গীবত করোনা"



যারা আল্লাহর একথাকে সরাসরী অমান্য করছে তারা কিভাবে ইসলামের লোক হতে পারে?



যারা জিবীত ও মৃতদের গালি দেয়ঃ

"ধ্বংস তার জন্য যে অপরকে গালি দেয় ও গোপনে নিন্দা রটাতে অভ্যাস্ত''

(সুরা হুমাজাহঃ ১)





আসুন আমরা নিজে ভাল হই, আত্মসমালোচনা করতে শিখি | আগে ইসলাম নিজের দেহরাজ্যে মনরাজ্যে প্রতিষ্ঠা করি | ব্যক্তিগত জীবনে ভূত থেকে অপরকে ইসলামের আলোয় আলোকিত করতে গিয়ে তাকে "আলুকিত" করে ফেলবেন না |



মানুষ ভুলের উর্ধে নয়, আর গবেষণার ভুল ক্ষমার যোগ্য | যাদের নামে সমালোচনা করা হয় তারা তো কুরআন নিয়ে গবেষণা করেছেন | "কতিপয়" দের মতো অপরের কাজ নিয়ে গবেষণা করেনি | তারা চেষ্টা করেছেন ইসলামকে মানুষের দরজায় পৌছে দিতে | আপনি পারলে তাদের মত না হয় তাদের ছোট কিছু বই যেমনঃ নামাজের হাকিকত, রোজার হাকিকত, জীবন্ত নামাজ | এরকম বই লিখে ইসলাম প্রচার করুন, গীবত আর হারাম কাজ করে ইসলাম প্রচার হয়না | কোন রাবী যদি একদিন ও ভুলেও কথা দিয়ে কথা রাখেন নি তবে তার থেকে হাদীস গ্রহন করা হয়নি, আর আপনারা হারাম কাজ করে ইসলাম প্রচার করবেন?





মানুষ ভুল করতেই পারে, তবে কুরআনে যেভাবে সিস্টেম বলে দেয়া আছে সেভাবে তা ঠিক করতে হবে

* সুরা নুরঃ ৫১

নির্জনে ডেকে নিয়ে যে ভুল করেছে শুধু তাকে ভুলটি ধরিয়ে দেয়া সঠিক কাজ|



আর এটা ভাল না লাগলে, নিজের মন যা বলে তাই বললে কি হবে?

"যারা আল্লাহ যা নাযিল করেছেন এ অনুযায়ী ফয়সালা করেনা তারা কাফির"

(সুরা মায়েদাহঃ ২৬ )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

শাহ আলম বাদশাহ বলেছেন: সুন্দর বলেছেন

২| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৩

জ্বালো ইসলামের আলো বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.