নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

কুরআন পড়ার ব্যপারে ১ ৪টি ক্ষেত্রে সাবধান হওয়া জরুরী

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

কুরআন পড়ার বেপারে সতর্ক হোন

--- --- ---

কুরআন পড়ার সময় যেকোন ভাষায় যদি তেলাওয়াতে সেজদা পড়া হয় তবে যে পড়ে ও যে শোনে উভয়কে একেকবার পড়া বা শুনার জন্য একেকটা সেজদা দেয়া ওয়াজিব হয়ে যায় |



কুরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে |



* নিয়মঃ আয়াত পড়া বা শুনা মাত্র অযু করে পশ্চিম দিকে ফিরে দাড়িয়ে তাকবিরে তাহরীমা বলতে হয় তার পর আল্লাহু আকবার বলে সেজদাতে গিয়ে ৩ তাসবিহ পড়বেন তারপর সোজা ঊঠে দাড়িয়ে শেষ



* ব্যতিক্রমঃ যদি একসাথে কয়েকটি তেলাওয়াতে সেজদা পড়া হয় তবে এক তাকবীরে আলাদা সেজদা দিবে.

# তেলাওয়াতে সিজদার ১৪ টি আয়াত (সুরা ও আয়াত ও পারা নাম্বার সহ) দেয়া হলোঃ



সূরা আরাফ ২০৬ {পারা ৯}



সূরা রাদ ১৫ {পারা ১৩}



সুরা নাহল ৫০ {পারা ১৪}



সুরা বণী-

ইসরাঈল ১০৯ {পারা ১৫}



সুরা মারইয়াম ৫৮ {পারা ১৬}



সুরা হজ্জ ১৮ (ইমাম শাফেয়ীর মতে ৭৭) {পারা ১৭}



সুরা ফুরকান ৬০ {পারা ১৯}



সুরা নামল ২৬ {পারা ১৯}



সুরা সাজদাহ ১৫ {পারা ২১}



সুরা সোয়াদ ২৪ {পারা ২৩}



সুরা হা মীম

সেজদাহ ৩৮ {পারা ২৪}



সুরা নাজম ৬২ {পারা ২৭}



সুরা ইনশিকাক ২১ {পারা ৩০}



সূরা আলাক্ব ১৯ {পারা ৩০}

....... .................. ........

কিছু এলাকাতে দেখা যায় আজান দেয়ার মাইকে কুরআন তেলাওয়াত করে থাকেন | এটা মোটেও উচিৎ কাজ নয় | একটা কারণ হলো তেলাওয়াতে সিজদার আয়াত, আরেকটা কারণ যখন মাইকে কুরআন তেলাওয়াত করা হয় তখন অনেক মানুষ কাজে ব্যাস্ত থাকতে পারে , আর কুরআন তেলাওয়াতের সময় চুপ করে তা শুনা ওয়াজিব,কারো মতে ফরজ (সুরা আরাফ ২০৮) | সবাই কাজ বাকি রেখে আপনার তেলাওয়াত শুনবে এটা সম্ভব না | আপনার জন্য কেন পুরো এলাকাবাসীকে গুনাহগার করবেন?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২১

দুঃখ হীন পৃথিবী বলেছেন: সুন্দর একটা লেখা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

২| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:১২

সত্য৭৮৬ বলেছেন: পোষ্টের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সুত্র উল্লেখ থাকলে আরও ভাল হত- এখানে আমন্ত্রন

৩| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১০:১২

জ্বালো ইসলামের আলো বলেছেন: সুত্র কুরআন, হাদীস, রিয়াদুস সালেহীন, বুখারী,মুসলিম | তেলাওয়াতে সেজদা যে দিতে হয় এটা জানলে হবে আর এটা শিখতে পারেন রমজান মাসে খতমে তারাবীহ পড়লে |

৪| ২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:১৪

জ্বালো ইসলামের আলো বলেছেন: Hollo sotto, je ayat gulo likha ache Quran a a pni oi ayat gulor pashe lekha paben : sejda :

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.