নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

অমুসলিমদের কোন উৎসবে মুসলিমদের যাওয়ার বিধান কি?

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯

উমার ইবনে খাত্তাব (রাঃ) বলেছেনঃ
"তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের
উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না।
কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গযব
নাযিল হতে থাকে।"
--- ইবনুল ক্বাইয়্যিম (রাহিঃ) তাঁর 'আহকামুল জিম্মাহ
১/৭২৩-৭২৪ এ সহীহ সনদে বায়হাক্বী
থেকে এই রেওয়ায়েত বর্ণনা করেছেন।

★ প্রশ্ন: কাফিরদের উৎসবে, লালন মেলায় বা পূজায় মুসলিমদের অংশ গ্রহন জায়েয কিনা?

উত্তর: শাইখ আবদুল আযীয ইবন বায র: সহ অসংখ্য
আলেম বলেছেন, কাফিরদের উৎসবে অংশ গ্রহন
করা ও তাদেরকে সহযোগিতা করাকে হারাম ও কবিরা
গুনাহ।
ﻗﺎﻝ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ : ﻭﺗﻌﺎﻭﻧﻮﺍ ﻋﻠﻲ ﺍﻟﺒﺮ ﻭﺍﻟﺘﻘﻮﻯ ﻭﻻ ﺗﻌﺎﻭﻧﻮﺍ
ﻋﻠﻲ ﺍﻹﺛﻢ ﻭﺍﻟﻌﺪﻭﺍﻥ ﻭﺍﺗﻘﻮﺍ ﺍﻟﻠﻪ .
আল্লাহ তাআলা বলেন: পূণ্যের কাজে বা তাকওয়ার
কাজে তোমরা পরস্পর সহযোগিতা কর আর,পাপ
কাজ ও শত্রুতামূলক কাজে পরস্পর সহযোগিতা
করো না, আর আল্লাহ কে ভয় কর। (সূরা মায়েদাহ
2 )
আল্লাহ তাআলা আরও বলেন:
ﻭﻣﻦ ﻳﺘﻮﻟﻬﻢ ﻣﻨﻜﻢ ﻓﺈﻧﻪ ﻣﻨﻬﻢ ( ﺳﻮﺭﺓ ﺍﻟﻤﺎﺋﺪﺓ 51 )
তোমাদের যে কেউ কাফিরদের সাথে বন্ধুত্ব
করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।
তাই কাফিরদের উৎসবে যোগ দান মূলত তাদের
কুফুরি কাজকে সমর্থন করা ও সহযোগিতার শামিল।
রাসুল সা বলেছেন:
ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ ( ﺍﺑﻮﺩﺍﻭﺩ )
যে বিজাতির অনুসরণ করে সে তাদের
অন্তর্ভুক্ত।
রাসুল সা. আরও বলেছেন:
ﺧﺎﻟﻔﻮﺍ ﺍﻟﻤﺸﺮﻛﻴﻦ (ﺑﺨﺎﺭﻱ )
তোমরা মুশরিকদের বিরোধিতা কর। (বোখারী)

তাই একজন সত্যিকার মুসলমান কখনও কাফিরদের
উৎসবে অংশ গ্রহণ করতে পারে না ও কাফিরদের
সাথে বন্ধুত্ব করতে পারেনা। কিভাবে একজন
মুসলমান মসজিদে একক আললাহর সেজদা করবে
আবার কাফিরদের উৎসবে যোগ দিয়ে মূর্তি পূজা
করবে ও মূর্তির সম্মান প্রদর্শনে দাঁড়াবে? মূলত তা
কুফুরি কাজ ছাড়া কিছুই নয়।
সুতরাং সকল মুসলিমদের জন্য, কাফিরদের পূজা, মন্দির, গির্জা , চার্চ ইত্যাদি কুফুরি জায়গা পরিত্যাগ করা ও তাদের অনুষ্ঠান বা গানবাজনায় অংশ গ্রহণ না করা আবশ্যক।
From------
‪#‎Abubakar_Muhammad_Zakaria‬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.