নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

প্রেম এর বিয়ে কি ভাগ্যের লিখন? (সংকলিত)

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

Abu Huzaifa
এক পেজে এক বোনের প্রশ্নঃ বিয়ে কি
ভাগ্যের লিখন! তাহলে প্রেমের বিয়েগুলোও
কি লেখা থাকে? প্রেম তো পাপ। প্রেম না
থাকলেও ঐ একই মানুষের সাথে কি বিয়ে
হত !? প্লিজ জানান।
একজনের উত্তরঃ
আসুন একটা গল্প শুনি। ধরুন এবারের
কোরবানী ঈদে দু'জন যে করেই হোক কিছু
একটা জবাই দিবে বলে সীদ্ধান্ত নিয়েছিল।
তাদের মধ্যে একজন একারনে অতিরিক্ত
অনেক খরচ কম করে আল্লাহর কাছে মনে
প্রাণে দোয়া করছেন তার নিয়্যতটা যেন
কবুল হয়, আশা যেন পূর্ন হয়। ঈদের আগের দিন
সে তার জমানো টাকা নিয়ে হাটে গিয়ে
কোনক্রমে একটা ছাগল কিনলো। মনের
অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো
"আলহামদুলিল্লাহ"।
আর ২য় জন তিন মাস ধরে অফিসে তার হাতে
থাকা একটা ফাইলকে আটকে রেখে
প্রাপকের কাছ থেকে বিভিন্ন ছুতায়
কয়েকদফা বেশকিছু টাকা হাতিয়ে নিল।
ঈদের দু'দিন আগে সে ঐ টাকা দিয়ে
গাবতলী হাটের সবচেয়ে দামী গরুটা
কিনলো। গরুটা দেখতেও অসাধারন। রাস্তা
ভরে মানুষ দেখাতে দেখাতে বাড়ি নিয়ে
এলো। সবাই মনে করলো লোকটা কি
ভাগ্যবান।
জবাই হল। দুজনই খুশি। যাক, যা আশা
করেছিলাম তা পেরেছি। গরিবদের দান
করা হল। রান্না হল; বেশ ভালো রান্না
হয়েছে।
খেতে খেতে দু'জন ভাবছেন-
১ম জন ভাবলেন, "আল্লাহ যদি না চাইতেন
কিভাবে পারতাম!"
২য় জন ভাবলেন, "ভাগ্যিস ঐ সময়ে ফাইলটা
হাতে ছিল, তা না হলে কিভাবে পারতাম!"
নিজের বুদ্ধিমত্তায় তৃপ্তির ঢেকুর বেড়িয়ে
এলো।
আর আল্লাহ বললেন, "কোরবানী পশুর
গোশতও আল্লাহর কাছে পৌঁছে না, তাদের
রক্তও না। কিন্তু তাঁর কাছে পৌঁছে যায়
তোমাদের তাকওয়া।" (২২ঃ৩৭)
বিশ্বাসীরা মনে করেন, দুজনেই কিন্তু
তাদের নির্ধারিত রিজিক অনুযায়ীই সব
পেয়েছে। কিন্তু কে কিভাবে পাওয়ার
ব্যবস্থা করলো? আল্লাহ কাউকে কোন কিছু
সেভাবেই দেন যেভাবে সে আশা করে; তা
পাওয়ার জন্য চেষ্টা করে। সব জানানোর পর,
সেটা উপলব্ধির জ্ঞান দেওয়ার পরও কাউকে
ঘাড় ধরে ঠিক কাজ করানো আল্লাহর
কর্মপন্থার পদ্ধতি কি!
মুসলিমদের জন্য বিয়ে করাটাও অনেক
গুরুত্বপূর্ণ একটা ইবাদাত। বলা হয়েছে
"দ্বীনের অর্ধেক"। নাপাক অবস্থায় মানুষের
সামনে নামাজ পড়ে পড়ে কপালে দাগ
ফেললে; হয়তো সবাই আপনাকে 'সেইরাম
নামাজী' মনে করবেন। বলবেন কি, এই
নামাজটা ইবাদাত হল কিনা!
আশা করি, কি বুঝাতে চেয়েছি, বুঝেছেন ।
এরপর যদি প্রশ্ন করেন ঘুষ খাওয়াটা ভাগ্যে
লেখা ছিল কিনা! তাহলে আপনাকে সালাম।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

obakami বলেছেন: আমার কাছে মনে হয় উত্তর টা আরও ভালো ভাবে দেয়া যাবে ।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো উত্তর।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

মানবী বলেছেন: কুরবানী নিয়ে যে বক্তব্য তা ভালো লাগলো।

প্রেমের বিয়ের শিরোনাম, প্রসঙ্গ এবং বক্তব্য অস্পষ্ট মনে হলো।

পোস্টের জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১

মামুন তালুকদার বলেছেন: ভাল লাগল,,, ইসলামিক পোষ্ট লেখার জন্য ধন্যবাদ

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৯

ইকরাম বাপ্পী বলেছেন: একটা প্রশ্ন করি... ... সম্ভব হলে রেফারেন্স সহ উত্তর দেন। খুশি হব।

অজু করার সময় আমার হাফপ্যান্ট পরা( অর্থাৎ হাঁটুর উপরে ছিলো কাপড়) তাহলে কি অজু হবে?

যদিও আমি নামায পড়ার সময়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকেও নামাজ পড়েছি।

২১ শে জুন, ২০১৬ রাত ১২:১০

জ্বালো ইসলামের আলো বলেছেন: আপনাকে লিংক বা বইয়ের নাম টা বলি শুধু, তাহলেই দেখে নিতে।পারবেন।ভাই।

২১ শে জুন, ২০১৬ ভোর ৬:৪৪

জ্বালো ইসলামের আলো বলেছেন: সতর ঢাকা ফরজ। সমস্যা হইলে, না থাকলে, আলাদা কথা।

৬| ২১ শে জুন, ২০১৬ রাত ১২:১৫

জ্বালো ইসলামের আলো বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ -------#বিচার,.... মামুন,....... obakami,....,manobi...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.