নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো

দয়া করে বাজারের অল্প দামের বই, ইজতিহাদ কারি মুফতি নয় বা আলেম নয় এমন কারো বই, বা ঢাকা আরিচায় পাওয়া বই পড়ে ইমান নস্ট করবেন না।

জ্বালো ইসলামের আলো › বিস্তারিত পোস্টঃ

রমজান ৩০ দিন ৩ ভাগ নেই..!! এই ভুল আর করবেন না..!!

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:২০

আসসালামু আলাইকুম, রোজাদার দের জন্য একটি মুনকার হাদিস ছবিসহ আলোচনা করতে চাই।
আজকের আলোচনা - রমজানকে ৩ ভাগ করা ভুল। প্রথম ১০ দিন রহমত, মাঝের ১০ দিন মাগফেরাত, শেষ ১০ দিন নাযাত - এটা মুনকার হাদীস যা সর্বদা পরিত্যাক্ত।

হাদীস সংগ্রহে সর্বাধিকারী ইমাম বুখারী (র: ), তার কিতাবে এমন হাদীস আসেনি। অন্য সিহাহ সিত্তা (মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তিরমিজি,ইবনে মাজাহ) তেও আসেনি, অথবা অন্য কোন সহীহ হাদীস কিতাবেও আসেনি।

অথচ বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানী রা ব্যাবসায়ের ক্ষেত্র করে এসব করেছে, এই ৩ ভাগ করা অন্য কোন দেশে নেই।নিচের ছবি ২ টি সঊদী আরবের রিয়াদ থেকে তোলা, কেউ আত্মীয় থাকলে ফোন করে জেনে নিতে পারেন। এদেশে হয়তো অনেকে না বুঝে এসব করছে অথচ যার জন্য রোজা তার কথা খুঁজে দেখেনা তিনি কি বলেছেন। আল্লাহ প্রতি রাত প্রতি দিন ই তিনি বান্দাহদের দুয়া কবুল করেন, ক্ষমা করেন। (আল-হাদীস)
আর রমজানের ৩০ দিন ই, ৩০ রাতই ক্ষমা, রহমত ও নাজাতের।

তাই,
→ বেশি বেশি দান সাদকাহ করুন।
→ বেশি বেশি জিকির করুন।
→ বেশি বেশি তাওবাহ,ইসতিগফার পড়ুন।
আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।

------- ছবি সংগ্রহ - মো: আব্দুল্লাহ ভাই। রিয়াদ,সৌদী আরব থেকে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

আহলান বলেছেন: সিহা সিত্তার বাইরে সব হাদিস বাতিল বা জাল -পালন করা যাবে না - এমন কথা কোন সহিহ হাদিসে আছে একটু জানাবেন!

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

জ্বালো ইসলামের আলো বলেছেন: তার পরের লাইন "....অথবা অন্য কোন সহীহ হাদীস কিতাবেও আসেনি।"

২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০১

জ্বালো ইসলামের আলো বলেছেন: আর সিহা সিত্তার বাইরে সব হাদিস বাতিল বা জাল নয়, সহীহ না হইলে বাতিল ও জাল- আর সহীহ হইতে কিছু শর্ত আছে তার ১ টি কম থাকলে তাকে যয়িফ বলে, যা পালন করা যাবে না -।।

২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৯

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: নবীর কথাই মুনকার, কার কথা মানি!

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

জ্বালো ইসলামের আলো বলেছেন: ভাই আব্দুল্লাহ আল আসিফ, ভুল বুঝবেন না। নবীর কথা না, এখানে লেখা নেই "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেছেন".. এজন্যই মুনকার। লেখা থাকলে ঠিক হতো।
এগুলা করে কিছু সুবিধাবাদী রা, যারা মুসলিম দের ভালো চায়না। অধিকাংশ ভুল ই যুক্ত হয়। খৃস্টান মিশনারি দের কাছ থেকে। তারা মুসলিম দের কিতাব পড়ে, এবং উলটা কথা সমাজে প্রচার করে। ধন্যবাদ আপনার পরিস্কার কমেন্টের জন্য।

৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬

জ্বালো ইসলামের আলো বলেছেন: please see this - দয়া করে এটা দেখুন
please see this - দয়া করে এটা দেখুন

please see this - দয়া করে এটা দেখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.