নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র এবং আমার ভাবনা (১ম পর্ব)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

বসেছিলাম দেশের চলমান রাজনীতির সম্পর্কে কিছু লিখব সেই আশাতে।
খবরে এবং কাগজে দেশের সম্পর্কে যা কিছু জানতে পারছি তার কোনোটাই আশাব্যন্জক নয়।দেশে কি হচ্ছে তা বলার সাধ্য আমার এই ক্ষুদ্র সামর্থ্যের বাইরে।জীবনের ভয় সবচেয়ে বড় ভয়।সেই ভয় আমারো আছে।

হয়তো বলবেন গণতান্ত্রিক দেশে বাকস্বাধীনতার অধিকার সবারি আছে।
জ্বী!ঠিক বলেছেন। আমি ভুলে যাইনি যে আমি একটি গণতান্ত্রিক দেশের নাগরিক।
কিন্তু আমার সেই গণতান্ত্রিক অধিকারটা কোথাই?

সকালে যখন ঘুম থেকে উঠি তখন শুনি খবরের পাঠক নির্বিকার কন্ঠে একের পর এক মৃত্যুর খবর বলে যাচ্ছে।তাদের নির্বিকার কন্ঠ জানিয়ে দেয় বাংলাদেশে মানুষের মৃত্যু বিষয়টা এখন সম্পূর্ণ স্বাভাবিক একটি ঘটনা।কিন্তু আমার ভয় হয়!
মাথার উপর কম্বলটা মুড়ে দিয়ে আমি সেই ভয় থেকে বাঁচার চেষ্টা করি।

কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার আগে আমার মা-বাবার চিন্তাক্লীষ্ট মুখগুলো আমাকে জানিয়ে দেয় আমি এমন এক গণতান্রিক দেশের নাগরিক যে দেশে সংখ্যার অনুপাতে কুকুর-বিড়ালের চেয়ে মানুষ বেশী মরে।

কথাটি বহুল প্রচলিত, কুকুর বিড়াল স্বজাতির মাংস ভক্ষন করেনা।কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ করে।

কে দিবে সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা????'
আদর্শ রাষ্ট্রনায়ক আমরা পাইনি! অথবা পেলেও তা খুব অল্প সময়ের জন্য।
এটাই হয়তো বাঙ্গালী জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.