নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

একলা পথের পথিক

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩২

আমি একলা পথ চলি।

পথ চলাতে আমার ক্লান্তি নেই।পথ চলাতেই আমার স্বস্তি।



আমি একলা পথ চলি।

সঙ্গীবিহীন আমি একলাই পথের দিশা খুজে বেড়াই।পথের সীমারেখা কখনো ফুরোই না।

পথ কখনো আমাকে নিয়ে যায় তেপান্তরের স্বর্গে! আবার কখনো চৌরাস্তার নরকে!



আমি একলাই পথ চলি।

পথ শেষের হদিস আর মিলেনা।

পথ জীবনের দিশা বাতলে দেয়! আমি অন্ধের মত না দেখার ভান করি। বধিরের মত জীবনের ডাক অগ্রাহ্য করি।

আমি ভীতসন্ত্রন্ত পেঁচার ন্যায় অন্ধকারে মুখ লুকাই!



আমি একলাই পথ চলি!!

সঙ্গীবিহীন নই আমি! আমি সঙ্গী পরিত্যাক্ত।

আমি জীবনের আদালতে অন্যায় প্রহসনের বিচারে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি।

তাই পথ চলাতেই আমার তৃপ্তি।

এই পথ চলার কোনো শেষ নেই! কোনো বিরাম নেই!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

এহসান সাবির বলেছেন: বেশতো....!

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

সচেতনহ্যাপী বলেছেন: এই পথ চলার কোনো শেষ নেই! কোনো বিরাম নেই! না ভাই,মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত এর বিরাম নেই।।
সেই '৭৭ থেকে আমার একা চলা।। মাঝে বিয়ে,সন্তানও এসেছে।। তারপরও থেমে থাকে নি আমার পথচলা।। মাঝে মাঝে পিছন ফেরে দেখা কতটুকু এলাম কিন্তু তাও ঝাঁপছা।।
চলতি পথে থেমে গেলে যে,জীবনের স্বার্থকতাই থাকবে না।।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ সাবির ভাইয়া।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩২

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: হাঁটতে থাকুন হ্যাপী আপু।কি পেয়েছি সেই হিসাব নাহয় তোলাই থাকুক।
থামলেই পিছিয়ে পড়তে হবে।
আর দিনশেষে সবাই কেউ কারো নয়।যে যার মতো একা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.