নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

দন্ডিত

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

"আমি সেদিন অন্য সবার সাথে পাহাড়ে গিয়েছিলাম গাছ কাটতে।কুঠার দিয়ে গাছ কাটতেছিলাম আমি।গাছ কাটার আওয়াজের কারণেই হয়তো আমি বনরক্ষীদের আসার কোন শব্দ পাইনি।যখন টের পাই তখন অনেক দেরী হয়ে গেছে।বনরক্ষীদের ছোড়া গুলি লাগে আমার ডান পায়ে লাগে।তবুও ছুটতে থাকি।একসময় হোঁচট খেয়ে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়।একদিন পর আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে।আমি বেঁচে গেলেও আমার পা টা কেটে বাদ দিয়ে দিতে হয়।
এখন আমাকে ভিক্ষা করে পরিবারের ভরণপোষণ করতে হয়।কি পাপ আমি করেছিলাম জানিনা।যে পাপের শাস্তি আমি ভোগ করতেছি।" বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলেন ভিক্ষুক সামাদ আলী।

সামাদ আলীকে কেন জানি ভিক্ষুক হিসেবে মানাচ্ছিলোনা।মানুষের কাছ থেকে ভিক্ষা নেওয়ার সময় একটা জড়তা চলে আসতেছে মানুষটার মধ্যে।মুখে অসহায় একটা ভাব।যেন একটা মুখোশ পরে আছে।
তাই আগ্রহের কারণেই সামাদ আলীর কাহিনীটা শুনতে বসে পড়লাম।

সত্যিই হয়তো কোন পাপ করেছিলো সামাদ আলী।মানুষের মনের খবর সৃষ্টিকর্তা ছাড়া আর কে বলতে পারে?

আমি একজনকে চিনি যে তার মাকে একদিন রাগাম্বিত অবস্থায় ডান পা দিয়ে লাথি মেরেছিল।
পরে ক্ষমা চেয়ে নিয়েছিল অবশ্য।মা তাকে ক্ষমা করে দিয়েছিল।
কিন্তু আল্লাহ যে তাকে ক্ষমা করেনি তা বুঝা যায় তিন বছর পর।
মানুষটির ওই ডান পা টার রক্ত সন্ঞ্ঝালন বন্ধ হয়ে যায়।ধীরে ধীরে ডান পাটা শুকিয়ে চর্মসার হয়ে যায়।
তাকেও এই সামাদ আলীর ভাগ্য বরণ করতে হয়।

পাপ করে আপনি ভুলে যেতে পারেন।কিন্তু সৃষ্টিকর্তা কখনো ভুলেনা।এই প্রকৃতি কখনো ভুলেনা।
পাপের দেনা পাওনা যখন চুকানোর সময় হবে তখন হয়তো বুঝতেও পারবেন না কোন অপরাধে আপনি দন্ডিত!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



অনেককিছু ঘটে, যা হয়তো পুরোপুরি লজিক্যাল নয়।

২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৫

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: সত্যিই।মন্তব্যের জন্যে ধন্যবাদ আপনাকে।

৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

প্রামানিক বলেছেন: আমি একজনকে চিনি যে তার মাকে একদিন রাগাম্বিত অবস্থায় ডান পা দিয়ে লাথি মেরেছিল।
পরে ক্ষমা চেয়ে নিয়েছিল অবশ্য।মা তাকে ক্ষমা করে দিয়েছিল।
কিন্তু আল্লাহ যে তাকে ক্ষমা করেনি তা বুঝা যায় তিন বছর পর।
মানুষটির ওই ডান পা টার রক্ত সন্ঞ্ঝালন বন্ধ হয়ে যায়।ধীরে ধীরে ডান পাটা শুকিয়ে চর্মসার হয়ে যায়।


এটাকে বলে ন্যাচারাল জাজমেন্ট। ধন্যবাদ আপনার কাহিনীর জন্য।

৪| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আপনার মতামত আমার জন্যে গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.