নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

নামহীন গল্প

১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

কিছু মানুষকে আমরা স্বেচ্ছাই জীবন থেকে হারিয়ে যেতে দিই।
মানুষগুলো জীবন থেকে হারিয়ে যাওয়ার আগমূহুর্ত পর্যন্ত আশা করে এই বুঝি কাঙ্খিত মানুষটা তাকে থামাবে।

কিন্তু রঙ্গীন স্বপ্নে বিভোর "আমরা" নামক মানুষগুলো তখন অনেক নির্মমপ্রাণ!আশাহত মানুষগুলো হারিয়ে যায়।

হারিয়ে যাওয়ার সময় শুধু বলে যায়," একদিন তুমি আমাকে অনেক মিস করবে। কিন্তু সেদিন আমাকে আর খুঁজে পাবেনা।"

আমরা শুনি!অনুভব করি!
কিন্তু হৃদয়ে ঠাঁই দিই না!
আরো ভালো কিছুর আশাই চোখ-কান বুঁজে সামনে এগিয়ে যায়।

বিধাতা তখন হয়তো রঙ্গীন স্বপ্নের ঠুঁলি পরা "আমরা" নামক মানুষগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসেন।

আমরা অন্ধের মতো হাতড়ে ভবিষ্যতের পানে এগিয়ে যায়।নতুন মানুষ আসে আমাদের জীবনে নতুন নতুন রঙ্গীন স্বপ্নের ডাঁলি সাজিয়ে।কিছুদিন স্বপ্নের ফানুস উড়িয়ে আবার একসময় হারিয়ে যায়।

এভাবে ভেসে চলতে চলতে জীবনের এক পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারি হারিয়ে যাওয়া মানুষটার জন্যে আমাদের হৃদয়ের কোথাই যেনো একটা শূন্যতা!ভীষন একটা বিরহ!
তখন আমরা বুঝতে পারি তাদের হারিয়ে যেতে দিয়ে আমরা কতো বড়ো ভুল করেছি।

তারপর শুরু হয় বিরহের পালা!
তখন আমরা পাগলের মতো হারানো মানুষটিকে খুঁজে ফিরি।
কিন্তু অনেক দেরীতে!

এক্ষেত্রে দুইটি নির্মম পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের।
হয় মানুষটি ততোদিনে আমাদের ছাড়াই বেঁচে থাকতে শিখে গেছে অথবা মানুষটির জীবনে অন্য কেউ চলে এসেছে।

তখন রঙ্গীন স্বপ্নের ঠুঁলিটা আমাদের চোখ থেকে খসে পড়ে।আর আমরা প্রবেশ করি বাস্তব দুনিয়াই।
কষ্টের প্রহরগুলো হয়ে যায় অনেক দীর্ঘ।

রাতের আকাশ আর মাথার বালিশ আমাদের সেই কষ্টের স্বাক্ষী হয়!

তবুও আমরা মিথ্যা বলি!মিথ্যা করেই বলি,কাউকে মিস করার মতো অবসর আমাদের নেই।
নিজের কষ্টটাকে আড়াল করার কাজে আমরা ব্যাস্ত!ভীষণ ব্যাস্ত!!

মানুষ ঠকে শিখে!
এটাই মানুষের ধর্ম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.