নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

কালের ঘূর্ণি

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৯

অনেকদিন হলো প্রাণভরে হাসতে পারিনা।হাসি আসেনা।
গল্পোচ্ছলে এখন আর আড্ডায় মেতে উঠার সময় হয়না।কিংবা সেই গলা ছেড়ে গান গাওয়ার ক্ষন।কিংবা সেই বড় বড় চোখওয়ালা লাস্যময়ী শ্যামলা মেয়েটির অস্থির প্রাণভোলানো হাসি।

সময় আর হয়না।কিংবা ক্ষনগুলো হারিয়ে গেছে ব্যস্ততাই।
ভীষণ রকমের ব্যস্ততা।

প্রতিরাতে এখন আর স্বপ্নগুলো চোখে ধরা দেইনা।চাঁদটাও এখন আর ফিসফিস সুরে গল্প বলেনা।
যান্ত্রিক এই শহরে অকৃত্রিম জ্যোৎস্না বড়ই দুর্লভ।

অফুরন্ত অবসর এখন শুধু আমার কল্পনাতেই জীবন্ত।
সেই তালে আর ছন্দ বাজে না।নাকি শোনার সময় হয়না।
শুধরে গেছি আমি অকালে!নাকি বিগড়ে গেছি অসময়ে!জীবন্ত আমি নাকি মৃত কল্পনা।
আমি বেঁচে আছি এই শিরোনামে।

এইতো......তবু সুখী...আমি সুখেই আছি...।
অদ্ভুত সুখ ঘিরে আছে আমার চারপাশে।আমি অতিষ্ট সেই সুখের মহিমাই...!
আমি ক্লান্ত সেই সুখের পরশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.