নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী বিলাস

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

ক্যাফে বসেই ভাবছিলাম কিছু লিখা যায় কিনা!
কি লিখবো ভাবতে ভাবতেই মনে হলো বর্তমানে যে অবস্থাই আছি সেটা নিয়ে লিখলেই তো পারি।
আমার জীবন নিয়েই লিখার অনেক উপকরণ আছে।

আমি প্রবাসী।
উহু!না হলোনা!
আমি একজন কামলা।
আপনারা তো সেটাই জানেন আমাদেরকে তাইনা?
মধ্যপ্রাচ্যে গায়ের ঘাম ঝরিয়ে রক্ত পানি করে দেশে রেমিট্যান্স পাঠানো একজন কামলা আমি।

সারা মাস জুড়েই ব্যস্ততার জীবন।মাসে দুইদিন ছুটি।
সারা মাস জুড়েই অপেক্ষাই থাকি কবে সেই দুইদিন আসবে।আর একটু নিঃশ্বাস নিয়ে বাঁচবো।
হ্যা!এটাকে বাঁচার সাথেই তুলনা করবো আমি।কারণ সারা মাস জুড়ে যে অবস্থার মধ্যে থাকি সেটাকে বেঁচে থাকা বলেনা।
একটা রোবটকে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম সেট করে কাজে লাগিয়ে দিলে যে অবস্থা হবে অনেকটাই ওরকম জীবন আমার।প্রতিদিন নির্দিষ্ট প্রোগ্রাম বা রুটিনের ধরাবাঁধা জীবন।
এটাকে কি বেঁচে থাকা বলে?
নিঃশ্বাস নিচ্ছি।হাঁটাচলা করছি বলেই কি আমি বেঁচে আছি?
আমার তো মনে হয়না!

সারা মাস অপেক্ষা শেষে আসে সেই দুইটা দিন।ছুটির দিন।নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার দিন।
সেই দিন বাইরে কোথাও ঘুরতে যায়।আমি তখন সম্পূর্ণ অন্য মানুষ।
মুক্ত মানুষ।
সারা মাস জুড়ে কিছু টাকা আলাদা করে রাখি এই দিনটাতে খরচ করার জন্যে।
ভালো কোনো জায়গাই যায়।ভালো কোনো রেষ্টুরেন্টে খাওয়া।একাকী কিছুটা সময় কাটানো।নিজের সাথে সময় কাটানো।
জীবন তো এটাকেই বলে।

তারপর সেই দুইটা দিনও চোখের পলকে ফুরিয়ে যায়।
এইজন্যেই হয়তো বলে ভালো সময়গুলো মানুষের জীবনে আসে খুব অল্প সময়ের জন্যে।
খারাপ সময়টাই দীর্ঘস্থায়ী।
আমরা এই খারাপ সময়টার পুরোটা জুড়েই সংগ্রাম করি ক্ষনস্থায়ী ভালো সময়টার জন্যে।

একটু নিঃশ্বাস নেওয়ার জন্যে।
একটু ভালোভাবে বাঁচার জন্যে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪

আখেনাটেন বলেছেন: আপনাদের রক্ত পানি করা টাকাতে দেশের অর্থনীতির চাকা সচল। অথচ সবচেয়ে অবহেলিত গোষ্ঠীই হচ্ছেন আপনারা। আর সেই কষ্টের টাকা পকেটে ভরে মহান দেশপ্রেমিকের ছড়াছড়ি দেশে।

অদ্ভুত এক সমাজের নাগরিক আমরা।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আপনাদের কিছু মানুষ অন্তত বুঝতেছে।পাশে আছে।এটুকু জেনেই সুখী আমরা।ধন্যবাদ দাদা।শুভকামনা।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রবাস জীবন অনেক কষ্টের, বেদনার, ত্যাগের...
প্রবাসীরা নিজের সুখ,আহ্লাদ, চাওয়া সব ফ্যামিলির সদস্যদের জন্য উৎসর্গ করে দেন। ভূমিকা রাখেন, দেশের অর্থনীতিতে।

শ্রদ্ধা সব প্রবাসীদদের।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ ভাইয়া বুঝার জন্যে।শুভকামনা।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

ফেনা বলেছেন: ভাই আমি আপনার মত কামলা। সকাল ছয়টায় ঘুম থেকে উঠে শুরু শেষ রাত ৯ টায়। তার রুম এবং ঘুম। এ ছাড়া আমাদের আর কিছু নাই। শুক্রবার যা একটু মাঝে মঝে ছুটি পাই তাও ঘুমায়ে কাটাতে হয়। কারণ আমরা বন্দী একটা জায়গাতে আছে। এখান থেকে বাহিরে কেউ যাতে পারে না। বলতে পারেন কয়েদ খানাতে আছি।
যটুকু শুনেছি সরকার হয়ত জানেই না আমরা প্রবাসে আছি।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: জ্বি ভাই।এটা একটা কয়েদ খানাই।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

চাঙ্কু বলেছেন: আখেনাটেন বলেছেন: আপনাদের রক্ত পানি করা টাকাতে দেশের অর্থনীতির চাকা সচল। অথচ সবচেয়ে অবহেলিত গোষ্ঠীই হচ্ছেন আপনারা। আর সেই কষ্টের টাকা পকেটে ভরে মহান দেশপ্রেমিকের ছড়াছড়ি দেশে।

অদ্ভুত এক সমাজের নাগরিক আমরা।


আমার কথাগুলোই আখেনাটেন জেডা বলে দিছে।
মাসে মাত্র ২ দিন ছুটি কেন? আমিতো ভেবেছিলাম অন্তত প্রতি শুক্রবারে ছুটি পান।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২১

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: রিটেইল সেক্টরে ছুটি থাকেনা শুক্রবারে।কারণ শুক্রবারেও মল খোলা থাকে এখানে।তাই মাসের যেকোনো দুইদিন সুপারভাইজারের অনুমতি সাপেক্ষে ছুটি থাকে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

সনেট কবি বলেছেন: আপনাদের জন্য শুভ কামনা থাকল।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২১

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ধন্যবাদ দাদা।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

ওমেরা বলেছেন: প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না, না পরিবার না রাষ্ট্র।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: যারা ভোগে শুধু তারাই বুঝে।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: মাসে মাত্র দুই দিন ছুটি !!!
আহারে---
প্রবাসীরা দেশের আসল সোনার সন্তান। ক্রিকেট খেলোয়াড়রা না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ক্রিকেটারদের সাথে প্রবাসীদের তুলনা হয়না ভাই।ক্রিকেটাররা নিজেদের জায়গা থেকে সেরা।আমাদের দেশের মানুষ একমাত্র ক্রিকেটটা নিয়েই ঐক্যবদ্ধ।বাকি সবকিছুতে বিভাজিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.