নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্তির তৃপ্তি এবং আমি

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

মাঝে মাঝে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। :(
মনে হয় লাইফে হয়তো আজও তেমন কিছুই পাইনি।আমার ওর মত এইটা নেই,ঐটা নেই।ওর বেশি কিন্তু আমার কম।
ইশশ!! আমি যদি ওর মত হতে পারতাম।ইশশ!আমি যদি আরেকটু ভালো পজিশনে থাকতে পারতাম।এরকম শত শত নাই নাই হাহাকারে সাতরে হাবুডুবু খাই প্রায়ই।
আচ্ছা, লাইফ তো একটাই, নাকি? মানুষের লাইফতো আর কিং অব ফাইটারস গেমের কিমের লাইফ না যে একটা লাইফ শেষ হলে কয়েন ঢুকালেই নতুন লাইফ পাব।মানুষের লাইফ একটাই।মাঝে মাঝে এটাও চিন্তা করি ওয়ার্ল্ডের যত বড় বড় সেলিব্রেটি আছেন তাদের জীবনটা কত স্বার্থক।
কিন্তু আমি!!
লাইফে তো অনেক খোয়ালাম, কিন্তু এ পর্যন্ত কি এমন করতে পেরেছি?? কজন মানুষই বা আমাকে চেনে।বাকি যতটুক লাইফ বাকি আছে তাতেও আহামরি তেমন কিছু করার খুব সম্ভাবনা নেই।
সুতরাং আমারলাইফ ব্যর্থ।আমি ব্যর্থ! এইসব ভেবে ভেবে হতাশার উনুনে গা পুড়াই।

কিন্তু আমি যখন বাসার নিচে ময়লা-ওয়ালা কে দেখি দাত কেলিয়ে বাঁশি বাজায়;বাইরে গেলে কাঠপোড়া রোদে দেখি দিনমজুরদের খোশগল্প;রিকশার প্যাডেলে দেখি খেটে খাওয়া মানুষের ঘর্মাক্ত পাদুকা;রাস্তার পাশে গড়িয়ে চলা ভিক্ষুক;মার্সিডিজ বেঞ্জের কালো গ্লাসে ভেসে ওঠা ফুল বিক্রির আশায় ছুটে আসা শিশুটার নিষ্পাপ হাসি;যখন দেখি টং দোকানদার মামার মুখে এক গাল পান আর চালু হাতে নাড়িয়ে চলা চা;যখন দেখি অন্ধ নামের দৃষ্টি প্রতিবন্ধির ছড়ি হাতে পথচলা তখন সব ভুলে যাই।
সত্যি নিজেকে তখন অনেক বড় মনে হয়।
কি পেয়েছি জীবনে!এর পরিবর্তে স্থান পায়
কি পাইনি জীবনে?খুব হ্যাপি,খুব সন্তুষ্ট মনে হয় নিজের জীবন নিয়ে।

আসলেই তো!শহরের হাজার লোকের ভুয়া হাসির ভিড়ে এইসব পিওর হাসি আর হ্যাপিনেসগুলো আমরা কেউ কখনোই খুঁজি না।
খুঁজতে চাই না।কারণ আমাদের ছোটবেলা থেকেই এভারেস্ট সমান উচ্চতা দেখিয়ে দেয়া হয়।হাফপ্যান্ট কাল থেকেই রেজাল্ট খারাপ হলে বাবা মার মুখে পাশের বাসার ছেলের সাথে নিজের তুলনা শুনে বড় হয়েছি আমরা।আমাদের চোখে কি আর এইসব ছোটলোকের
হাসি খোঁজার টাইম আছে!!
যাই হোক,লাইফ নিয়ে হতাশা মাথা চাপলে আমি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাই।এতে হতাশার চাপ কমে যায় অনেকখানি।নিজেকে অনেক হ্যাপি মনে হয় তখন।
আসলেই আমার আর কিছু না পেলেও চলবে,আমি আমার লাইফ নিয়ে অনেক
হ্যাপি।
সিরিয়াসলি........ :)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: এমন কিছু করেন যেন নিজেকে আর ক্ষুদ্র মনে না হয়।
লাইফে তেমন কিছু পাননি? লাইফে কাউকে তেমন কিছু দিয়েছেন?

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আমি একজন প্রবাসী।প্রবাসী মানে তো জানেন তাইনা?নিজের পরিবারের জন্যে নিজের পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে দিয়েছি।
ভালো কিছু করার জন্যে চেষ্টা করে যাচ্ছি।ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্যে।

২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

শাহারিয়ার ইমন বলেছেন: রাকীব ভাইয়ের সাথে একমত

৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

মাহমুদুর রহমান বলেছেন: রাজীব ভাইয়ের সাথে সহমত।

৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

মহসিন ৩১ বলেছেন: আপনি কি কি ভালবাসেন সেটা ভুলেও কখনো অন্য কাউকে বলবেন না, বলতে গেলে পরিস্থিতি অনুযায়ী সামাল দিবেন; তবেই পৃথিবীতে কিছু স্থিতি আসবে। পুরা পুরী ফ্লাম্বয়েন্ট হতে পারলে তো পুরাই কাফি।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: নিজে কি পছন্দ করি তা কাউকে বলার কোনো সুযোগই নেই।এগুলো শুধু নিজস্ব ভাবনা।শেয়ার করেছি এটা ভেবেই যে আমার মতো যারা নিজেকে ক্ষুদ্র ভাবে তারা যেনো একটু হলেও আশাবাদি হয়।ধন্যবাদ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ওমেরা বলেছেন: আশাজাগানিয়া লিখাটা পড়ে খুব ভাল লাগল। অনেক কিছু জীবনে হয়ত পাইনি কিন্ত আমি যতটুকু পেয়েছি ততটুকু কয় জনে পেয়েছে এটা মনে করলেই মনে তৃপ্তি আসবে। অনেক ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: আমার লিখাটি তাহলে স্বার্থক।ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্যে।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

সৌরভ সাফওয়ান বলেছেন: আসলেই, জীবনে যা পাই তা নিয়ে আমাদের হ্যাপি থাকা উচিৎ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ঠিকি ভাই।ধন্যবাদ মন্তব্যের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.