নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখ কিংবা দুঃখ!হাসি কিংবা কান্না!জীবনের এপিঠ-অপিঠ!আমি সেই জীবন নামক খেলায় পরাজিত একজন।

আংশিক ভগ্নাংশ জামান

আমি মানুষটার পরিচয় নিয়ে বলার খুব বেশী কিছু নেই। পরিবারের জন্যে উৎসর্গীত বড়ো ছেলে। একজন প্রবাসী।

আংশিক ভগ্নাংশ জামান › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরের কাছে পুরাতনের খসড়া

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

অবশেষে দেখতে দেখতে ২০১৮ বিদায় নিলো।প্রতি বছরের মত এই বছরটিও ছিল 'বিশেষ'।সবথেকে বড় কথা হাসি কান্নার মাঝে যখন ভেবেছিলাম হয়তো আর বাঁচব না!
কিন্তু বেঁচে গিয়েছি।অনেক ভুল করা আর বিচিত্র অভিজ্ঞতার মাঝে!এই বছর থেকে শেখা আমার সেরা ১০ টা শিক্ষা:

১। সময় সবকিছু পরিবর্তন করে দিবেই।জানুয়ারিতে আমি যখন ভাবতাম শুধু কিভাবে নিজের ক্ষতি করা যায়।রাতের পর রাত যখন আমার কাটত নির্ঘুমে সে আমি এখন স্রষ্টার কাছে কৃতজ্ঞ থাকি বেঁচে থাকার জন্য।

২। কোন কাজের ফলাফলের থেকে জরুরী সে কাজটা উপভোগ করা।উপভোগ করতে পারলে আমি বিশ্বাস করি ফলাফল ভালো হবেই।

৩। মাঝেমধ্যে 'এক্সাইটেড' হওয়া দোষের কিছু না।আমি একটু আনন্দ করতেই পারি আমার জন্মদিনে।বিশেষ মানুষের সাথে কথা বলতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলাও দোষের কিছু না। হতেই পারে।

৪। প্রতিটা দিন কমপক্ষে একটা করে ছবি
তোলাটা জরুরী।এক পৃষ্ঠা করে ডায়রিতে
লেখাটা জরুরী।মানুষকে ভালোবাসা জরুরী।কারো উপর অভিমান করার থেকে তাকে সরাসরি বলে দেওয়াটাও জরুরী।কারো কাছ থেকে বিনিময়ে কিছু পাওয়ার আশা শূন্যে যত দ্রুত নামিয়ে আনা যায় তত দ্রুত আত্নার শান্তি আসে।

৫। যতই মানুষ বলুক, 'সারাজীবন থাকব','সবসময় পাশে আছি'!দিনশেষে আসলে আমিই একমাত্র ব্যক্তি যে আমাকে রক্ষা
করতে পারে।নিজের যত্ন নেওটা জরুরী,নিজের সাথে নিজের সময় কাটানোটা জরুরী।অতিরিক্ত চিন্তার অভ্যাস যত দ্রুত বাদ দিতে পারব সুখও তত দ্রুত খুঁজে পাবো।

৬। 'স্থায়ী সুখ' বলে আসলেই কিছুই নেই।প্রতিটা দিন কখনওই ভালো যাবে না।যত সঠিক ভাবে আমি কোণ কাজ করিনা কেন!আমার ভুল হবেই।নিজের জীবন নিয়ে অভিযোগ করাটা একপ্রকার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।

৭। মানুষ যেমন তোমার জীবনে আসবে খুব আচমকা,চলেও যাবে আচমকা।প্রস্তুত থাকতে হবে সেই সময়ের জন্য।কেউ আমাকে ছেড়ে চলে গেল!কিন্তু তখন তাকে নিয়ে মন্দ কথা রটানোর মত নিন্দনীয় কাজ আর কিছুই নেই। মানুষকে ভালবাসতে হবে।তাদের ভাল খারাপ সবদিককে।ক্ষমা করে দেওয়াটা জরুরী।কিন্তু ভুলে যাওয়াটা নয়।

৮। তাড়াহুড়ো করলে ভুল হবেই।হা হুতাশ
করে কখনওই ভাল কিছু হয়নি।হবেও না।অপেক্ষা করতে শেখাটা জরুরী।

৯। নিজের সাথে নিজের সময় কাটানো
জরুরী।সপ্তাহে অন্তত একদিন করে।প্রতি সপ্তাহে বন্ধুদের সাথে কিছু সময় কাটানোটা জরুরী।নিজের ক্ষুদ্র গন্ডি থেকে বের হলেই বুঝতে পারবো দুনিয়াটা কতটা বিচিত্র।

১০। সবশেষে বন্ধুদের যতটা সম্ভব সময় দিতে হবে।অনেক কিছুই পরিবর্তন হবে জীবনে!কিন্তু 'বন্ধুরা' যাতে হারিয়ে না যায় কড়া নজর রাখতে হবে। দিনশেষে একমাত্র ওরাই আমাকে আবারো বাঁচিয়ে তুলতে পারে।দুঃখ,কষ্ট গুলো এক নিমিষেই ওরা হাওয়া করে দেয়। আর বইয়ের থেকে ভাল বন্ধু আর কি হতে পারে?

সবশেষে এই বছর আমাকে শিখিয়েছিল সুখটা আসলে সবসময় দাম দিয়ে কিনতে হয় না।মায়ের সামান্য এক টুকরো হাসি,বাবার মুখের কয়েকটা স্নেহমাখা কথা কিংবা ছোট্ট ভাইগুলোর সাথে একটু খুনসুটি অনেক বেশি আনন্দ এনে দিতে পারে।তাদেরকে সময় দেওয়াটা খুব বেশি জরুরী।
পরিবার থেকে আপন আর কিছুই হতে পারে না।
সবার ভালো কাটুক ২০১৯।
ভালো থেকো আর ভালো রেখো।
আল্লাহ সবাইকে ভালো রাখুক।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালোবাসা রইলো।

২| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

যাযাবর চখা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.