নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

ফিজিওলজি

০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১১

তোমার হাত ধরবো বলেই-
জ্যোতিষবিদ্যা শিখেছি তিন বছর!

প্রথম যেদিন তোমার হাত ধরতে চেয়েছিলাম
তুমি মুখের উপরে গালমন্দ করেছিলে
সেদিন লজ্জায় মরে যেতে যেতে
বেঁচে উঠেছিলাম কষ্টের ত্রিবেণী মোহনায়।

এখন, আমি জ্যোতিষবিদ্যা রপ্ত করেছি বলেই
আমার স্নায়ুর সামনে এসে গোলাপ হাতে নিয়ে
অপেক্ষমান থাকে কত রমণী



তুমি যার হাত ধরে এখন ন্যুমার্কেটে যাও
ঘুমোও যার হৃদপিণ্ডের কিরো’য়
সে কী আসলেই জ্যোতিষকলা জানে?

আমি শিখে নিয়েছি কী করে নারীকে
ভালোবেসে মুঠোবন্দি করে হাঁটতে হয়
প্রেমময় অন্তরিক্ষের পথে

তোমাকে ছুঁয়ে দেখবো বলে আমি
শরীরবিদ্যা শিখিনি কখনোই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!
অনেক সুন্দর!!!

০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক কৃতজ্ঞতা । সায়মা

২| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

ধূসর সপ্ন বলেছেন: ভাল লাগা রইল

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক কৃতজ্ঞতা

৩| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল হয়েছে।শুভেচ্ছা রইল।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক কৃতজ্ঞতা

৪| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: স্টেটমেন্ট লাগছে খানিকটা।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক কৃতজ্ঞতা

৫| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: অনেক কৃতজ্ঞতা

৬| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ কবি

৭| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

A.Z.M.Julkernine বলেছেন: ভালো বলেছেন...

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.