নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকা এবং সত্য মিথ্যা সাহিত্যের এপিঠ ওপিঠ

০২ রা মে, ২০১৮ রাত ৮:১৬

আমার লেখা পড়ে অনেকে মনে করেন আমার অনেক প্রেমিকা আছে! আমিও ঠিক সেভাবেই লিখি। আসলে সব মিথ্যা। লেখার প্রয়োজনে লেখকদের অনেক রকম ভান ধরতে হয়। সব সত্য নিয়ে লিখলে তো লেখকরা লেখক না হয়ে বরং ইতিহাসবিদ হয়ে উঠবেন। সাহিত্যের মধ্যে কিছু ধোঁয়াশা, কিছু অস্পষ্টতা তো থাকবেই।

বন্ধু Marina Nasrin এর মতে, সাহিত্যের মতো আর কোনো জায়গায়ই মিথ্যাকে এত গুছিয়ে সুন্দরভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা যায় না, আমিও তার সাথে খুব একমত পোষণ করি।সাহিত্য করতে গেলে কাউকে না কাউকে প্রেম করতেই হয়, হোক না সেটা বাস্তবে নয়তো মনে মনে। তাতে দোষ নেই কোনো। তবে সাহিত্য সত্যকে কখনো অস্বীকার করতেও পারে না। এই যেমন, আমি কখনোই আমার প্রেমিকাকে অস্বীকার করতে পারিনি।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ রাত ৮:২৭

আবু আফিয়া বলেছেন: সত্যই তাই, ধন্যবাদ

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৩১

কাওসার চৌধুরী বলেছেন: সাহিত্যে প্রেম বিরহগুলো মিছে মিছে কাল্পনিক হলেও, এগুলো সমাজে ঘটে যাওয়া প্রতিনিয়ত ঘটনারই প্রতিনিধিত্ব করে। তবে অনেক লেখক অযথা বিষয়গুলো অতিরঞ্জিত করেন। এটা কিন্তু ঠিক না।

লাকী ভাই, প্রথম পরিচয়। শুভেচ্ছা নেবেন।

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ গুরু

৩| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৩২

শামচুল হক বলেছেন: আমার কাল্পনিক লেখার বাস্তব কলাকৌশলগুলো আপনিই মনে হয় প্রকাশ করে দিলেন। লিখি গল্প অনেকেই মনে করেন আমি বোধ হয় সত্য কাহিনিই লিখছি। অনেক সময় পাঠকের প্রশ্নে বিব্রতবোধ করতে হয়। ধন্যবাদ গল্প লেখার আড়ালের কথাগুলো তুলে ধরার জন্য।

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৭

জায়েদ হোসাইন লাকী বলেছেন: হাহাহাহাহাহাহা আমিও অনেকদিন লুকায়া রাখছিলাম বদ্দা! আর পারলাম না! হাটে হাড়ি ফাটায়া দিলাম!
আমার ব্লগে আসার জন্য আপনাকে লাভ ইউ।

৪| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৫

শাহিন-৯৯ বলেছেন: অনেক সাহিত্যকের বাস্তব জীবন তাঁর ফুটিয়ে তোলা জীবন থেকে ভিন্ন, এই ধরুন লেখক উত্তম পুরুষে গল্প লিখছে সেখানে সে নিজেকে একজন অধুমপায়ী সাধু হিসাবে উল্লেখ করছে কিন্তু বাস্তবে প্রতি ঘন্টায় দুইখানা পাইপ টানে।

০২ রা মে, ২০১৮ রাত ৮:৩৮

জায়েদ হোসাইন লাকী বলেছেন: এক্কেরে ঠিক কয়েছেন বদ্দা !

৫| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৫১

শাহিন-৯৯ বলেছেন: লেখক কি চাটগাঁইয়া? বদ্দা শব্দের জন্য বললাম আর কি।

০২ রা মে, ২০১৮ রাত ৮:৫৭

জায়েদ হোসাইন লাকী বলেছেন: না! আমি মিশ্র প্রজাতির মানুষ বদ্দা! ঢাকা আর ফরিদপুর। বাল্যকাল খুলনা। সম্পর্ক কুমিল্লা! হাহাহাহা

৬| ০২ রা মে, ২০১৮ রাত ৯:০০

শাহিন-৯৯ বলেছেন: খুলনা!!! কন কি!!! আমার জেলা শহর। তয় খুলনা কোথায় কেটেছে আপনার বাল্যকাল।




কুমিল্লাদের কিন্তু ইত--- বলে লোকে, একটু সাবধান থাকবেন। =p~ =p~ =p~ =p~
হালকা দুষ্টামী করলাম, আবার মাইন কইরেন না।

০২ রা মে, ২০১৮ রাত ৯:০৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: কুমিল্লা ক্যান? ফরিদপুরের লোকের কাছে সবাই ফেল!! (ছাতার ইঞ্জিনিয়ার) খুলনায় আমার প্রথম প্রেম। খাবাশপুরে, হাউজিং এবং মুজগুন্নি আমার দুরন্ত কৈশোর ও যৌবনের শুরুটা কেটেছে! আই লাভ ইউ খুলনা । আপনাকে শুভকামনা !

৭| ০২ রা মে, ২০১৮ রাত ৯:১১

শাহিন-৯৯ বলেছেন: আমার নানার শুশুর বাড়ি ফরিদপুর, আমার শুনেই বলল- বি বলিস তুই , এরাতো সারাজীবন আমাদের এলাকায় এসে ধান কাটত, মাটির হাড়ি-কলসি বেঁচত, আর ছাতা সারাইতো।

অবশ্য মাকে পরে আমি ফরিদপুর নিয়ে গিয়েছি, গিয়ে বলেছিল- দেশটা (আমাদের এলাকায় নতুন কোন স্থানকে দেশ বলে আগেরকার মানুষেরা) তো অনেক ভাল দেখতে।

৮| ০২ রা মে, ২০১৮ রাত ৯:১২

শাহিন-৯৯ বলেছেন: আমার নানা শুশুর বাড়ি হবে, মানে আমার বউয়ের নানার বাড়ি।

৯| ০২ রা মে, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: আসলে লেখকদের ভান করা ঠিক না। লেখকরা হবেন সহজ সরল।

০৩ রা মে, ২০১৮ রাত ২:২০

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ভান তো করতেই হয়, নয়তো সাহিত্য হয় না। আপনি যখন আমার বউকে নিয়ে বা নাটোরের বনলতা সেনকে নিয়ে অথবা অন্য কোনো বিষয়কে উপজীব্য করে কবিতা লিখবেন, তখন তো আপনাকে ভান করতেই হবে। সব লেখকই লেখার সাব্জেক্টকে নিয়ে ভান করে। ব্যক্তিজীবনে সে হয়তো ভান করে না বা ভালো মানুষ। লেখা আসলে সত্য এবং মিথ্যাকে মিথ করেই আগায়, সাহিত্যের মতো আর অন্য কোনো জায়গায়ই মিথ্যাকে এত গুছিয়ে সুন্দরভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করা যায় না আবার মিথ্যাকেও সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সাহিত্য হলো মূল যায়গা। আমি বলেছি,সত্যকেও উপেক্ষা করা যায় না। ইতিহাস হতে হবে নির্ভুল আর সত্য। শুভকামনা রাজীব দা

১০| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছোট থেকেই রক্ষণশীল। প্রেম তো দূরের কথা বান্ধবীও ছিল না। কিন্তু আমিই আবার বন্ধুকে প্রেমপত্র লিখে দিয়েছিলাম...

০৩ রা মে, ২০১৮ রাত ২:২১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: এটাই আমি বলতে বা বুঝাতে চেয়েছি। শুভকামনা প্রিয় তালগাছ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.