নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী। facebook.com/Lucky.Jayed.Husain

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

যে শহরে আমার স্বেচ্ছানির্বাসন

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

আমি এখন তোমার শহরে থাকি
অথচ তুমি আমার কোনো খোঁজ রাখো না
আমার শহরে যখন তুমি ছিলে
তখন তোমাকে বুকে আগলে রেখেছি।

আমি সামান্য কাঁচের টুকরোও ভাঙ্গতে পারি না
যদি সেটা অন্যের হয়।

কতটা পাথর হলে হয়ে উঠলে তোমার মন;
আমার তুলোর মতো মনটাকে ভেঙ্গে
টুকরো করতে পারো?

কতটা ভালো না বাসলে আমাকে
ভুলে থাকতে পারো, অরুন্ধতী?

আর কতটুকু ভালোবাসলে, নিজের শহর ছেড়ে
তোমার শহরে এসে আমি নির্বাসিত হতে পারি,
বলতে পারো?

পৃথিবীর সবকিছু বদলায়, বদলায় না শুধু স্মৃতি

তোমার সকল স্মৃতিস্তম্ভের উপরে আমি কষ্টের
লাল কৃষ্ণচূডার গাছ লাগিয়েছি।

তোমার এ শহরের নাম, দুঃখশহর।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

স্রাঞ্জি সে বলেছেন:

আহা প্রেম।
কবিতায়+++

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: শুকরিয়া

২| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আহা! এত ব্যথা কেন বুকে?

খুব ভালো লাগল।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ছেকা খায়াসি দাদা

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বাকপ্রবাস বলেছেন: যত বিরহ তত কবিতা

ভাল লেগেছে

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

জায়েদ হোসাইন লাকী বলেছেন: শুকরিয়া

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

চাঙ্কু বলেছেন: দুঃখশহর!! নামটাইতো মন খারাপ করে দেয়!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: আমি এখন এ শহরেই আছি !

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

জায়েদ হোসাইন লাকী বলেছেন: লাভ ইউ গুরু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.