নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন একটা মানুষ …………পৃথীবির প্রতিটি মানুষের কিছু আশা-আকাঙ্কা থাকে, থাকে সীমাহিন স্বপ্ন। যেখানে সে তার জীবনকে সাজায় একিবারে নিজের মত করে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।

অপূর্ব আহমেদ জুয়েল

ছোট্ট এই জীবনে অজানার অনেক কিছুই থাকে । তাই নিত্য দিনই জানার ক্ষদ্র চেষ্টা করি।

অপূর্ব আহমেদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বোকা মেয়েরা এইভাবেই ঠকে !

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:২৮

মাঝ রাতে হটাৎ করে ঘুম ভেঙে যায়। চোখ দুটা ঝাপসা হয়ে আসে মাথার উপরে থাকা বালিশটাকেও খুজে পাওয়া যায় না! কেমন যেনো একটা অদ্ভুত ধরনের ভয় কাজ করে!!বুকের ভেতরটা হাহাকারে কাঁপতে থাকে। বোকা মেয়েটা এখনো সেলফোন হাতে নিয়ে একটা ফোন কলের অপেক্ষা করছে..

-যে ছেলেটা বলবে ভয় পেও না চলো একটু গল্প করা যাক!!

কল আর আসে না!

মেয়েটা ভাবে হয়ত ছেলেটা ঘুমিয়ে গেছে তাই ঠোটের কোণায় একটা দীর্ঘশ্বাসের হাসি রেখে মেয়েটা ঘুমিয়ে পড়ে!

কোন প্রশ্ন থাকে না মেয়েটার মনে কারন মেয়েরা প্রশ্ন করতে পছন্দ করে না।

অন্ধ বিশ্বাসে টিকে আছে একটা মিথ্যা ভালবাসা(!)

ছেলেটা ঘুমে নয়.. সে অন্য কারো সাথে জোছনা স্লান করছে (!)

বোকা মেয়েরা এইভাবে ঠকে যায় কারন তাদের ভালবাসা থাকে অনেক বেশি। তাদেরকে ছেলেরা বুঝতে চায় না... তাদের অনুভূতি নিয়ে খেলা করা যেন ছেলেদের স্বভাব!

ছেলেরা হয় একটু ইতর টাইপের সুন্দরী রমনী দেখলেই নতুন স্বপ্নবনে!

একটু পর টপ টপ করে বৃষ্টির ফুটা গড়িরে পড়বে মেয়েটার দুচোখ থেকে! রাত বাড়তে থাকে অদ্ভুত ধরনের শুন্যতা মেয়েটাকে ভর করে।

মেয়েটি একটা আলোময় ফকফকে সকাল চায় যে আলো গায়ে মেখে শুরু হবে নতুন পথ চলা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৬

রূপা কর বলেছেন: মেয়েরা আসলেঈ বোকা :(

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: হুম ভাই :প

২| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৩

হামিদ আহসান বলেছেন: হয় তো .....

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৪

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: হুম

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন: মেয়েদের কথা না হয় বুঝলাম । কিনতু ছেলেদের ..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.