নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন একটা মানুষ …………পৃথীবির প্রতিটি মানুষের কিছু আশা-আকাঙ্কা থাকে, থাকে সীমাহিন স্বপ্ন। যেখানে সে তার জীবনকে সাজায় একিবারে নিজের মত করে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।

অপূর্ব আহমেদ জুয়েল

ছোট্ট এই জীবনে অজানার অনেক কিছুই থাকে । তাই নিত্য দিনই জানার ক্ষদ্র চেষ্টা করি।

অপূর্ব আহমেদ জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধ চেতনার অপব্যবহার করছে সরকার

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ২:৪৭

এখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আর যারা রাতের আঁধারে ভোট করে তারা হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সরকারের বিরুদ্ধে কিছু বললেই গায়ে লেগে যায় রাজাকারের তকমা।

ভুয়া মুক্তিযোদ্ধার গর্জন এখন তীব্র। আর তাদের মুক্তিযুদ্ধের চেতনার ভুয়া গর্জন এখন কান পাতলেই শোনা যায়। মুক্তিযুদ্ধের মহান ইতিহাস এবং বিভিন্ন সত্য ঘটনার ভুয়া ব্যাখ্যা দেওয়া হচ্ছে। পুরো দেশটাকে যেন দুই ভাগে ভাগ করা হয়েছে। আর এই বিভক্তিকরণের অন্যতম অস্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের বলা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। আর যারা কারণে অকারণে সরকারের মন জুগিয়ে চলছে, প্রতিনিয়ত তাদের গোলামি করে চলেছে, স্বার্থের কাছে নিজের আত্নসন্মান বিসর্জন দিয়েছে তারাই ঘুরছে এখন বীরদর্পে। তারাই নাকি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

আর এই মুক্তিযুদ্ধের ঘেরাটোপে আবদ্ধ ব্যক্তিবর্গরাই সুযোগ বুঝে ব্যাংক লুট করছে, দেশের মুদ্রা বিদেশে পাচার করছে। দুর্নীতি আজ জাতির রন্ধ্রে রন্ধ্রে। আর তা হবেই বা না কেন? কারা রুখবে সব ধরনের দুর্নীতি? যাদের হাতে এই অধিকার ন্যস্ত তারাইতো রাতের আধারে ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে। আর এখন সেই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করছে। তারা দিনকে রাত রাতকে দিন বলছে। দেশব্যাপি মানুষ হত্যা চলছে। নিজেদের প্রয়োজনে যখন তখন মানুষ গুম করে ফেলছে। এদের আস্কারা পেয়ে শেয়ারবাজার লুট করা হয়েছে। দেশের মানুষ আজ তাদের এই অপশক্তির কাছে জিম্মি। সাধারণ মানুষের অধিকার নেই নিজের মতো বাচার। দেশের মানুষের সব অধিকার হরণ করে তারা কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয় আমার জানা নেই।

গণতন্ত্রকে এই সরকার গলাটিপে হত্যা করেছে। দেশের সম্পদ লুটপাট করে নিজেদের সম্পদের পাহাড় বানিয়েছে এই লুটেরা সরকার। এরপরেও নির্লজ্জতার শেষ নেই। নিজেদের তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে। আসলে তারাই চেতনার বিপক্ষের শক্তি। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় বিরোধী শক্তি বর্তমানে ক্ষমতায় আছে।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতা গ্রহণ করবে। তারা দেশ শাসন করবে। দেশে সুশাসন কায়েম করবে। দলমত নির্বিশেষে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে। এইতো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলমন্ত্র। এই স্বাধীনতা পাবার আশাতেই ১৯৭১ সালে জীবন দিয়েছিল লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধারা। কিন্ত কোথায় এখন সেই স্বাধীনতা? স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নাম ভাঙিয়ে খাচ্ছে এই সরকার আর তাদের দোসররা।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের মালিক জনগন হলেও প্রকৃতপক্ষে এখন দেশের মালিক আওয়ামী লীগ। তারা যেভাবে দেশ চালাবে সেভাবে জনগনকে চলতে হবে। থাকবেনা কোন বিরুদ্ধ শক্তি। এই ঘৃন্য পরিকল্পনায় তারা এগিয়ে চলেছে। বিরোধী দলকে ধংস করার সব ধরনের ব্যবস্থা তারা করে চলেছে। জনগন যে ভোটের মাধ্যমে তাদের পছন্দের দলকে বেছে নেবে সেই সুযোগই তাদের দেওয়া হচ্ছে না। ভোটের অধিকার থেকে জাতিকে বঞ্চিত করা হচ্ছে। দেশজুড়ে আওয়ামী নেতাকর্মীদের অরাজকতা, লুটপাট। তারা এমন একটা ভাব নিয়ে বসে আছে যেন মুক্তিযুদ্ধ তারা কিনে এনেছে। তারাই এর কর্তাধর্তা। মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে তাদের অত্যাচার অনাচার বেড়েই চলেছে। তবে তাদের এটাও মনে রাখতে হবে সবকিছুই একটা শেষ আছে। জনগণ যেদিন গর্জে উঠবে হুংকার দিয়ে উঠবে সেদিন তারা পালানোর পথ খুঁজে পাবেনা। অতীত ভুলে গেলে চলবে না। তাদের এই স্বৈরস্বাসন, দুঃস্বাসনের পতন নিশ্চিত

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০০

সোনাগাজী বলেছেন:



আজকে যেই অরাজকতা দেখছেন, ইহা শুরুর তারিখটা বলতে পারবেন?

২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৫৯

অনল চৌধুরী বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধা কারা ?
ভূয়া মুক্তিযোদ্ধা ফখরুল, চোর সাদেক, আমান, ফাুল নাকি খুনী ডাকাত লম্পট তারেক?
তারেকে ১৫ বছর লন্ডনের মতো বায়বহুল শহরে কি নিজের বাপের টাকায় পরিবার নিয়ে ফূর্তি করছে না দেশ থেকে পাচার করা টাকায় ???
সাদেক চোরার ছেলে দুদদের সবচেয়ে কম বয়সী চার্জশিটভূক্ত আসামী ইশরাক বাপের দুর্নীতির কতো হাজার কোটি টাকার মালিক সেটা জানা আছে ?
এক পক্ষের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে কিন্ত সেজন্য খূনী-ডাকাত-চোর-লক্ষকোটি টাকা পাচারকারী বিএনপি’র লোকজন ভালো !!!
বিএনপি আর কোনোদিনও বাংলাদেশের ক্ষমতায় অসতে পারবে না, এটাই চূড়ান্ত সত্য ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: বিএনপির কোমর ভেঙ্গে গেছে। তাঁরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১২

অক্পটে বলেছেন: চরম সত্য বলেদিলেন। এর চেয়ে সত্য আর কি হতে পারে। ধন্যবাদ। এই ব্লগে এমন করে লেখার সাহস কারো নেই। সত্য শোনার মতো অবস্থায় এরা নেই। ৭ বছরে ১৩টা লেখা লিখেছেন। খুবই কম। আরো লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.