নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম দেওয়া হয়নি..

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

প্র্রথম আলু'র শিরোনাম: সাকা চৌধুরী ও মুজাহিদের ফাসি।

রাজাকার সাকা ও মুজাহিদের ফাসি, শিরোনাম টা এমন হলে ক্ষতি কি হতো?


২০১০ সালের ১৬ ই ডিসেম্বর ও ২৯ জুন ক্রমানুসারে রাজাকার সাকা এবং মুজাহিদকে ধরা হয়। বৈচারিক প্রক্রিয়া কি দ্রুত আমাদের দেশে দেখেছেন?
২০১৫ সাল শেষে এসে রায় দেওয়া হয়?


কই সেদিন তো চট্টগ্রামের মধ্য গহিরা, জগৎমল্লপাড়া কিংবা সুলতানপুর বণিক পাড়ায় অথবা উনসত্তর পাড়ায় গণহত্যা চালানোর সময়ে সাকা একটু ও বিলম্ব করেনি?


নূতন চন্দ্র সিংহ কে বাড়ি ঢুকে হত্যা করতে সাকা খুব বেশি সময় নেয়নি?


মোজাফফর, আলমগীর দের প্রকাশ্যে হত্যা করতে কতটুকু সময় লেগেছিলো রাজাকার সাকার?


ওসব করেও দিব্যি বাংলাদেশের ফ্লাগ টানানো গাড়ীতে চড়ে ভি আই পি হয়ে চষে বেড়ালো বাংলার বুক?

মৃতদের আত্বা ক্ষমা করবেনা?

রাজাকার মুজাহিদ!
সুন্দর দাড়ী, বা পাশে সিথি করা চুল, নামাযে কড়া পরা কপালের দাগ এবং বড় কোন রাজনৈতিক দলের পোস্ট থাকলে, চেহারায় আলাদা একটা সৌন্দর্য, ভদ্র ভাবটা চলে আসেই।


তবুও আপনি এই রাজাকার টার চেহারা খেয়াল করবেন, দেখতে পান?

দ্যাখেন, ভয়ংকর এক রক্তখেকো বেজন্মা ড্রাকুলার মত লাগে? ওর একটা চোখ বোধহয় কানা। নীল পাথুরে কিছু বসানো?


এই সেই মুজাহিদ নিজ গ্রামে যে গণহত্যা চালিয়েছিলো। ফরিদপুরের বাকচর গ্রামে আজো বেচে আছে সেই বিধবারা?
বেচে আছে পিতা ছাড়া বেড়ে ওঠা কিছু এতিম সন্তানদের গল্প?
সমাজে ঠোকর খেতে খেতে বেচে থাকা পরিবারের গল্পগুলো?
ওদের সাথেই বেচে আছে ৭১ থেকে ২০১৫ র সেই মুজাহিদ?
কী আশ্চর্য তাইনা?


এটাই সেই মুজাহিদ যে বদি, রুমী, জুয়েল, আলতাফ মাহমুদ দের ধরিয়ে দিয়ে হত্যার নেপথ্যে?
মুজাহিদ রাজাকারের কাছে জানতে ইচ্ছে করে, রুমী-বদী দের লাশ কোথায়, কি করেছিলো?


জননীর বইয়ে মুজাহিদের কথা স্পষ্ট পড়েছিলাম, ওই রাতেই ধরা হয়েছিল ক্রাকেদের, কি অবর্ণণীয় নির্যাতন? আহহ, পড়তে পড়তে কখন যেন আমি নিজেই চলে গেছি সে টর্চার সেলের মধ্যে?

রুমীকে চেনা যায় না, সারা গা রক্তাক্ত, আহারে বাড়ির আদরের ছেলেটা। আজাদের মুখটা ফোলা, ঠোট কেটে ঝুলে আছে অসাড় আর নীল, বদী থেকে থেকে বমি করে, রক্ত আসছে সাথে, ওর আঙ্গুলের ব্যান্ডেজ টা খুলে গিয়েছে, আঙ্গুল গুলো উল্টে আছে, ভেঙ্গে ফেলা হয়েছে, তবে এখনো ঝুলে আছে, আবার ব্যাট ধর্তে চায়? স্বাধীন বাংলার হয়ে ওপেন করতে চায় বদীর সে ভেঙ্গে ঊল্টে থাকা বাংলা আঙ্গুল কটা..

মুজাহিদ রাজাকারের কাছে জানতে চাই, আমার স্বপ্নের ক্রাকেদের লাশ তোরা কোথায় কি করেছিলি?
জননী আমি লজ্জিত, কিছুই করতে পারিনি? ও বেচে ছিলো, সেই ৭১ থেকে আজ ২০১৫?


এটাই সেই রাজাকার, দেশ স্বাধীনের আভাস পেতেই গোলাম আযমের সাথে ভাল ভাল মানুষগুলো হত্যায় মেতেছিলো? ভেবেছিলো ওদের মারলে আমাদের কেউ কিছু করতে পারবে না?
ওরা ভুলেছিল, এদের সন্তানেরা যে বেচেছিলো?


সাকা এবং মুজাহিদের দুই বড় দলের টিকিট ছিলো?
ভাবতে পারেন?
এরাই নাকি এই দেশের ভি আই পি? চোখ থাকতে ও অন্ধত্ব হয়তো এটাই?


আজ নাকি হর্তাল? কিসের জন্যে? কাদের জন্যে? আর কারা করবে?


আজতো উৎসব হবে দেশের প্রত্যান্তরে। মসজিদে মসজিদে ঈমামেরা রুমী বদীদের আত্বার মাগফেরাত কামনা করবেন।
মন্দিরে মন্দিরে পূজার ভোগ চড়ানো হবে, পবিত্র ঢুলী চরম ক্রোধে আজ তার ঢাক বাজাবে? এত্ত দিনের চাপা ক্রোধ ঢুলীটার?


গতকাল দ্বীপ টেক্সট করেছিলো, হেই ব্রো, দুই সালার বাচ্চার ফাসির রাই দিছে। তার ঠিক ত্রিশ পয়ত্রিশ মিনিট পরে আমি বিহারী ক্যাম্পের কাছ দিয়ে ফির্ছিলাম। খেয়াল হলো জনাকীর্ণ ক্যাম্পের প্রতিটি দোকান এই ভরদুপুরেই বন্ধ! মানুষ টানুষ নেই? কেন?


গোটা মোহাম্মদ পুরের আর কোথাও এমনটা নেই? তার মানে এরা হর্তালের মৌন সমর্থনকারী? ওরা তো বিহারী পাক্সতানী দূষিত রক্ত বইছে শিরায়। এটুকু ওরা কর্বেই...


তবে কোন বাংলাদেশী যখর রাজাকার বাচাইতে হর্তালে নামে রাজপথে দেখি,, তখন আমার ভয় হয়না বিশ্বাস করেন? লজ্জা হয়, মাথাটা নীচু হয়ে যায়, কান্না আসে খুব, দুই এক ফোটা শত লোকের মাঝেই হয়তো ঝরে যায়? অভিমান জমাতে জমাতে ফিরে আসি?


দেখলাম চিটাগাং জগৎমল্লাপাড়ায় সাকা'র দলবলের ভয়ে পুলিশি পাহারা বসাইতে হয়েছে?
বাংলাদেশের বয়স কত?
হে বাংলাদেশ তুমি আমায় আর কত লজ্জায় ফেলবে?


মাননীয় প্রধানমন্ত্রী,,

শুভেচ্ছা, পা ছুয়ে ছালাম করতে পারলে ভালো লাগতো। তবে যুদ্ধাপরাধীর বৈচারিক প্রকৃয়া টা আরেক্টু ত্বরাণ্বিত করবেন দয়া করে। এছাড়া রাজাকার বাচাইতে হর্তাল কর্তে আসা মানুষ গুলো এদেশে বসবাসের উপযোগী নয়। এদের কে বাংলা ছাড়তে যদি বাধ্য করানোর কিছু করা যায়? নাহলে ওদের সামনে দেখলে কখন কি করে ফেলি, সে আমার দোষ নয়?

আজকে কেন জানি আপ্নাকে সত্যিই মুজিব কন্যা কিংবা অপুর মায়ের ভাষায় শেখের বেটি র মতই লাগছে। ভালো থাকবেন...


ইতি,
বাংলাদেশ..


দায়মুক্তির স্বাক্ষী,
আরেক্টি ভাল বোধ হওয়া দিন।
জিকো
১৯ নভেম্বর, ২০১৫
তাজমহল রোড, ঢাকা

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.