নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

হারেনা কৌশিক দা, আমি পাগ্লা, বাংলা কভু হারেনা রে...

১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

হেলমেট পরে ব্যাটের অপেক্ষায় একটাই মাশরাফী।

বাংলাদেশ হেরে যায়।
হতাশায় ছেয়ে যায় জনপদ, মাঠ, পথ ঘাট।
কত কথা কানে আসে,
ওগুলো কোন সংগঠিত বাক্য হয়ে আমারে পূর্ণাঙ্গ কোন অর্থ দিতে পারেনা।
আমার কষ্ট হয়।
প্রথমবার প্রেমিকা হারিয়ে পথ চলতে চলতে কেদে দেবার কষ্ট।
হঠাৎ বুকটা শূণ্য হবার কষ্ট।
শিশুবস্থায় কোন অপরাধ করে ধরা পড়ে,
বাবা আসলেই সাজা পাবার অপেক্ষা মাখা কষ্ট।
আমি মানতে পারিনা, হেরে যাচ্ছে কৌশিক দা?

আচ্ছা, আপনি কখনো ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে নিজের হাটুর ভেতর জমে থাকা পানি বের করতে দেখেছেন মাশরাফী কে?

উঠেই দৌড়ায়, বল চায়, বাংলাদেশের হয়ে টাস টাস কথা বলে যায়।

একটা মাশরাফী কোনদিন হারেনা।
কাদবে হয়তো, অভিমান হয়,
যা সামনের দিনে ফুয়েল হয়ে ছেলেগুলোর দেহ ইঞ্জিনে ঢুকে যায়।

চারপাশের ছোড়া শব্দ গুলো আমার জীবনের মতই অগোছালো আর এলোমেলো।
যা কোন অর্থ প্রকাশ করেনা।

আমি শুধুই শুনি সামনের সন্ধ্যার অজস্র ভুভুজেলার আওয়াজ...

ঠিক তখন ই খোড়া ছেলেটার হার না মানার গল্পে লং অন এর উপরের ছয়টা, আমি আর খেলা দেখিনা.. সামনের টা..

হেই ক্যাপ্টেন, আছি ভাই, পুরো বাংলাদেশটায়..

#Rise_of_tigers

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.