নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

রিকশাওয়ালা মামাটারে ডাক দিচ্ছি, অই মাম্মা, যাইবা? - ধুরো, যান না মামাহ, আইজকা আমাগোর নিতা মাশরাফী আগেই নামিসে ব্যাড ( ব্যাট) নিয়া, আই যাইতাম নাহ, অন্য রিকশাত যানগা... সোজা উত্তর। এই রকম কিছু মুহুর্তে আমার।মনে হয়,, ক্রিকেট শুধুই খেলা নয়রে পাগ্লা..

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩



( ডি জে ব্রাভোর চ্যাম্পিয়ন ভিডিও টা দেখছেন? )


আমার ইচ্ছে হচ্ছিলো ইংলিশরা জিতুক।
পারেনা, আসলে এটা ওদের ভাগ্য, কিংবা পূর্বপুরুষদের নষ্টামীর সাজা। যেটা ক্রিকেটে ভর করে প্রায়শই গোটা ইংলিশ জাতিকে লজ্জা দিয়ে যায়। সাদা সাদা মুখগুলো রাঙ্গা দেখায়।
প্রকৃতির চেয়ে বড় কিছুই নেই।

তাই, নষ্টামীর আগে চিন্তা করুন, ভাবুন এবং ভাবুন? - প্রকৃতি ছাড় দেয়না, পেতেই হবে সাজা, আপনি নয়তো পরবর্তী প্রজন্ম! ...

( অযাচিত,,

যেটা চিত)

ক্যারিবীয়দের একটা জিনিস খেয়াল করেছেন কেউ, এই আসরে যে যে ব্যাটসম্যান ই ম্যান অফ দি ম্যাচ হয়েছেন কিংবা ম্যাচের সেরা বোলার গুলো, বার বার বাদ পড়া ব্রাভো, কাইরন পোলার্ড ও আরো অন্যান্য দের নাম বলেছেন, ভোলেন নি।

ক্যাপ্টেন বলেছিলেন, আমার খুব আফসোস হয়, এই দলে ব্রাভো, পোলার্ডরা নেই! আমার দলের সবকটা খেলোয়ার ই ম্যাচ উইনার, শেষের জন ও ম্যাচ জিতায়ে দিতে পারে। এদের সাথে ব্রাভোরা থাকলে.. ( মুখে ক্যাপ্টেনের অতৃপ্তির আভা)

সেঞ্চুরিয়ানটা প্রথম দিন অকাতরেই বললো, এটা ব্রাভো কে উৎস্বর্গ কর্লাম।

পোলার্ড, ব্রাভোরা দলে নেই কেন জানেন?
- ওয়েস্ট ইন্ডিজ বোর্ড টানা পাচ, ছয় মাস করে ওদের বেতন দেয়না! ট্যুরে আসলে স্টেডিয়ামের টিকিট বিক্রী করা টাকার সিমীত বাজেট এ গুণে গুণে চলতে হয় ওদের! হঠাৎ ইনজুরীতে প্লেন ভাড়া করে ফিরে গিয়ে আরেকজনকে স্কোয়াডে পাঠাতে পারেনি বহুবার...
দ্যাটস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট..

( সত্যিগুলো কেমন যেন হয়, তাইনা? রস নেই..)

বাদ দেন, সেলিব্রেশন দেখতেছিলাম চেয়ে চেয়ে।
নারী ক্রিকেটার গুলো কাপ হাতে চেয়ে ছিল দৃড়, কখন ছেলেরা জিতবে, আসবে কাঙ্খিত মুহুর্ত?

জিতলেই নেমে আসলো, এক সাথে সেই চির চেনা দুই এক জনের রেড ইনন্ডিয়ান ড্যান্স, সাথে মেয়ে গুলোর মুক্ত জ্ব্রলা দাত...

( প্রতিটি সফলতার পেছনে একটা নারী থাকেন।
কথাটা প্রাক্টিকালী জানিনে, তবে রেড ইন্ডিয়ানদের প্রায় হেরে যাওয়া একপেশে ফাইনালে মেয়ে দলের উপস্থিতি কারো চোখে না পড়লেও, ওটাই বড় অস্ত্র.. ) [ স্মাইল্লী ]

ক্রিকেট খেলা আমি যখন বুঝতে শিখি, তার আগে থেকেই ওয়েস্ট ইনন্ডিজের ধ্বস। মাঝে মাঝে ব্রায়ান লারা বড় স্কোর করতো, স্যারওয়ানের ব্যাট ও দূর্দান্ত চলতো।
তবে ট্রফি কাপ টূর্ণামেন্টের শেষ চারে পৌছাইতে দেখেছি বলে মনে পড়েনা।

অথচো তখন কার সমস্ত রেকর্ডের লিস্ট টিভিতে আসলে, এ্যাম্রুস, ট্যাম্ব্রুজ কেউ না কেউ ইন্ডিজদের থাকবে, যেমন ব্যাটিং এ টেন্ডুল কার থাকবে ই, সেরকম ব্যাপার...

তখন আমার কিশোর মনে খটকা,
আইলা এদের কেউ না কেউ এক নম্বরে থাকেই, তবে এরা প্রতিদিন ই কেন হারে?

পরিচর্যা না থাকলে যেরকম হয় আর কি?

ওয়েস্ট ইন্ডিজের যুবা দল অপেক্ষা করবে এয়ারপোর্টে। তিন তিনটে বিশকাপ যাচ্ছে ২০১৬ তে। মানুষের ঢল নামবে, সেদিন কালো ভূমির সবকটা রাস্তা মিশবে এয়ার পোর্টে। ছেলে বুড়ো, তরুন, কিশোরী, বাবা, বাউন্ডুলে টু চাকুরে কর্মজিবি টু অলস, সব্বাই....

আমি আশা করতেই পারি মানুষের সে ঢলে ইন্ডিজ সরকারের উপলব্ধি আসবে,

Cricket is just not a game.
Sometimes it burn everything.
Sometimes it say fluently.
it can make Laugh n Cry A huge.
Sometimes cricket increase your respect.
It can show your breaking bondage.

I hope, The cricket lover of West indies Shown like the biggest crowd of their memory, Mr president reaalize the mistek.

জানেন, রেড ইন্ডিয়ানস গো ক্রিকেট টিকে আছে এখনো সাধারন মানুষের জন্যে। ওরা সারাদিনেনের পারিশ্রমিক দিয়ে টিকিট কিনে নিয়ে, কাজ থাকলে চলে যাবে.. তবুও কিনবে।
এটা ওদের পরিচায়ক বিশ্বদরবারে।
ক্রিকেট থাকবে ওয়েস্ট ইন্ডিজে।

#Beauty_Black_Tonight
#T20_World_Cup_2016
#Gayles_Westindies

What a year for West Indies.
Congratulations Dears.
মনে রাখবে সবাই..

পুনশ্চ একটাই হবেঃ

তামিমভাইয়ে বিশ্বাস করেনা বাংলাদেশ।
ঠিক তেমনি,
গেইলে অাস্থা আসেনা রেড ইন্ডিয়ানায়।

( তানার মাঝে মইধ্যে এক্টু টর্ণেডো চালায়,
যদি মুড ভালো থাকে, মনে চায়।
তবুও বোথ অব দেম ইজ এ্য রিয়েল ড্যাম )

ইম্মো টার নাম হবেঃ নগদ টীনের চশমা পরলাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

আসিফুজ্জামান জিকো বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ইম্মোহ

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্রাভো নেই বলতে আপনি বোধহয় ড্যারেন ব্রাভোর কথা বুঝিয়েছেন। ওর ভাই ডুয়াইন ব্রাভো তো খেলেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

আসিফুজ্জামান জিকো বলেছেন: ামি ড্যারেনের কথা বলিনি, সাম্রি, গেইল এরাই বলছিলো বারবার

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন: ভাইটু দারুন

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩

আসিফুজ্জামান জিকো বলেছেন: বিখ্যাত অপুদা..।
আহহ, ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.