নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

বাকের ভাইদের অভাব বোধ করি; অবশ্য প্রত্যেকের মনের সুপ্ত বাকের ভাইটাকে জাগালে সে অভাব থাকবে না আমার...

১৯ শে মে, ২০১৭ রাত ১:১৫



হুনছেন বাকের ভাই? ও বাকের ভাই..?
সবকটা ধর্ষণের খবর দেখে শুনে আমার মনে হইতাছে এই দ্যাশে ধর্ষণের উৎসব চলতাছে! আপনার মেজাজ কি ঠিক চলতাছে ?

( বাকের ভাই তখন আরাম কেদারায় বসে চেয়ারে দোল খাচ্ছিলো; বদির বক বকে অন্য দিন মনে হয় ব্যাটারে ধরে পুষ্কনীতে ১ লক্ষ্য ডুবের সাজা দেওয়া হবে, সারা রাত মতি পাগলার ডিউটি থাকবে বদি যেনো পুষ্কনী থেকে উঠতে না পারে! তবে আজ ভাই না রেগে পাশ ফিরে বদির দিকে চেয়ে রইলেন। বদির কপালে একটা চুমু খেতে ইচ্ছে করলেও তিনি দিলেন নাহ, বদিকে লাই দিয়ে মাথার তোলারর কোন মানে হয়না! এত শাসন, সাজা বকা ঝকার পরে ও বদির যা করার, বলার, তা সে করেই যায়।)

বদির কথায় বাকের ভাই সাধারণত কখনই চোখ মেলে তাকান না; আজকের এই হঠাৎ চাউনীতে বদি প্রথমটায় হচকচিয়ে গেলেও এখন আর ভয় পাচ্ছেনা। বাকের ভাইয়ের চোখের ভাষা ওর চেনা, প্রথমে মায়া এসে জড় হয়েছিলো চোখের মণিতে, ক্রমেই তা পাল্টে গিয়ে আগুনের মত জ্বলে উঠছে। বদি মনে মনে সূরা ইয়াসীন পাঠ করে যাচ্ছে অনবরত, ইয়া মাবুদ বাকের ভাই বলুক- চল তো বদি লিস্ট ধরে ধরে শহরের সবকটা ধর্ষকের বিচার হবে আজ রাতে আমার আদালতে?

( বদি'র মুখে সূরা ইয়াসীন অসমাপ্ত, আর মনে করতে পারছে না, ও কল্পনাতেই দেখতে পাচ্ছে কালো সানগ্লাস আর কোটে বাকের ভাই চেইন ঘোয়াতে ঘোরাতে আগে হাটছে, পিছু পিছু কলার উচিয়ে পুরা বাকের এন্ড কোং... ওদের মুখে প্রচণ্ড রাগ, বদির হাতে ছোট্ট একটা লিস্টি, তার নাম ঠিকানা ধরে ওরা পৌছে যাচ্ছে প্রতিটি ধর্ষকের ঘরে?
পরদিন ভোরের দৈনিক ইত্তেফাকের শিরোনামে, ' কে বা কাহারা চলমান ধর্ষণের সাথে জড়িত সমস্তের লিঙ্গ কর্তন করে দিয়েছে সারা রাত ধরে '!
- অবচেতনায় ও বদির মুখে এক চিলতে হাসি বেরিয়ে রয়েছে... )

হঠাৎ বাকের ভাইয়ের গলা, এই বদি ঘুমাচ্ছিস নাকি?
সবাইকে ডাক, বেরুতে হবে..?
মুহুর্তেই বদির দেহে বিদ্যুৎ খেলে গেলো!
এই নষ্ট নির্মুল অভিযানে মোঃ বদিউজ্জামান ওরফে বদির মতন সুখী চিত্ত আমার এই চোখে আর কেউ পড়েনি।

বাকের এন্ড কোং রাস্তায় বেরিয়ে পড়েছে, কি হয় কে জানে?
চোখ রাখুন এই ধর্ষিত দেশের, অাগামীকালের দৈনিকে?

( ব্যাকগ্রাউন্ডে ফুল ভলিউমে বাকের ভাইয়ের প্রিয় গান বাজে,

হাওয়া মে উড়তা যায়ে,
মেরা লাল দো পাট্টা মল মল কা হোজী.. )

পুনশ্চঃ নীরব পাঠকের কিছুই যখন করার সাধ্যি থাকেনা তখন এটাই ক্ষোভনামা...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ রাত ১:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেয়ালে পিঠ ঠেকে গেলে এক সময় হয়তো এভাবেই বাকের ভাইরা জেগে উঠবে...

২| ১৯ শে মে, ২০১৭ রাত ১:৩১

আসিফুজ্জামান জিকো বলেছেন: ভালো বলেছেন ভাই..

৩| ১৯ শে মে, ২০১৭ রাত ২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো।

শুভকামনা ভাই , আপনার অভাব মিটুক প্রত্যাশা আমিও রেখে গেলাম।

৪| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪২

ধ্রুবক আলো বলেছেন: ক্ষোভনামাইয় + দারুন লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.