নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

ফিফার ব্যবসা নীতির কাছে ও হারে হয়তো, কিন্তু কোটি কোটি আত্বা-হৃদয়ে ঠিক প্রতিপক্ষের তিন চারজনের প্রচণ্ড মার গুলো টপকে টপকে ঠিকই বল নিয়ে পড়তে পড়তেই আবারো উঠে দৌড়ে বলের দখল নিয়ে নেয়- Leo Messi Never Fall;

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩




#six_hours_ago

সবাই ব্যালেন্স করে ব্যবসাটা জমজমাট করে রাখতে চায়; কিন্তু মাঠের নব্বই মিনিট লিও মেসি ছাড়া আর কে মন্ত্র মুগ্ধের মতো টানে তোমায়?

ফকির লালের Rap গানের সুরের মত পড়বেন এখন যা লিখমু,
কিন্তু লিখতে বইয়া কইতে চাই,
হাচাই আমার লেহার কোন ইচ্ছেই নাই,
তবু শুধু শুধু মাঝ রাত্তিরে ফীড দেইখা মেজাজ যায়,
হাচা কইছি একট লাইন লিখতে আমি ফীডে অহন ঢুকি নাই,
কলম-খাতা কিছু নাই বোতাম টিইপ্পা লিইখ্খা যাই,
টীচার-মাষ্টার কেউ'ই নাই,
তাই ইচ্ছে মত লেখুম ভাই,
ভুল ধরনের কেউই নাই,
উল্টা পাল্টা লিখলে বরং সমর্থকের বাহবা পাই :)

খেলা হয় ঘাসের মাঠে,
পুরষ্কার লণ্ডণে,
ব্যবসা চলে কাওরান বাজার,
অাম্রিকা বা লণ্ডণে :)

সব হালারই ব্যবসা চাই,
গোলাইলেই ব্যবসা হয়?
আমগো কি চোখ নাই?

গোলকটার কোণায় কাণায়,
কোথাও রোদ কোথাও আবার রাত্রিটা গাঢ় হয়,
এই প্রচারে সত্যি নাই,
অনেক ক্ষোভে মিথ্যাটারে গিলতে আমি পারিনাই :(

এই যে ফিফা ব্যালান্স করে,
ব্যবসাটারে চালু রাখতে!

একশো বছর পরে ও ফিফা
মেসির ফটো-ফুটেজ-গল্প,
বেইচা বেইচা ব্যবসা পাবে,
তবু তার ব্যালেন্সিং এ সময়টারে ধরতে হবে!

প্রতিভার মূল্যায়ন নাই,
বাংলার মত বিশ্বে ও ভাই!
লালের একটু শান্তি লাগে,
আমরাই না, দুইন্নাটাই যায় রসাতলে!

সত্যি কথা একটা লাইন লিখতে আমি ফীডের ভিত্রে আসি নাই,
কারা যেনো হীরের পাশে,
ঝলমলে কাচের তুলনা দিচ্ছে,
ওসব দেইখা লালের মাথা হিজিবিজি কয়া যায়;

সত্যি কথা অন্ত্রে ব্যাথা,
চায়না দিতে ফকির লালে কেউকে এক ফোটা,
তবুও ইহা পইড়া ঝাঝরা হবে ওদের মনগুলা,
এ দোষ লালের নয়য়, সত্যিটা ঝামেলা বাধায়।

রাশিয়ার সোনাটুকু পাওয়া গেলে-
ভিডিও ছাড়তো ব্যবসায়ী ফিফা;

None touch messi's skill ever n ever.

এ'রকম শিরোনাম হাজার হাজার লক্ষ্যটা,
ওটা স্রেফ ব্যবসাতেই শেষ নয়,
আয়ের সাথে ভিডিওতে উঠতো ফুটে সত্যতা,
মেসি আর সময়ের যোজন দুরত্ব টা;

ফকির লালে চ্যাতেনি,
কয়জন লাগে মেসিরে ডি-বক্সে আটকাতি?
এসব কোন কথা না,
মিশন এখন রাশিয়া!

ব্যালেন্সিং খেতাব মানে,
পাশে বসা সুশীল পোলা ঘাড় ঘুরালেই,
টুকলি করা পাংশু ভয়ের মুখখানা :)
লালের কথা প্রতিভায় ধারে কাছে ও কেউ নাই :)

:) :) -
Fakir lal er Rap গানের
কথা কিন্তু মিথ্যেনা,
সুর কারো ভালো লাগুক-কেউ বলুক যন্ত্রণা...

ইহা একটি #Bomdia প্রডাকশন,
আমি একটা হেটার বৃদ্ধির কারখানা,
জামাত-শিবির-বিম্পি জোটে ক্ষ্যামতা পাইলে,
ফকির লালে লন্ডণের থন সিলেটে আর আহেনা!

সিলেটী পুয়া ফকির লালে,
আমি খাটি খুলনাইয়া..

#two_hours_ago

মেসির জন্যে এই ফীডে কিংবা ফুটবল মাঠে দৌড়ুতে শেখা উঠতি চঞ্চল কিশোরের মনে যা যা কিছু হয়,

তা'র সবই একা একা নিজের কোন সুখস্মৃতি মনে পড়লে যে মুচকি হাসিতে মুখটা ভরে যায় অমন স্বচ্ছ;
কিংবা কোন প্রিয় মানুষের হাস্যোজ্জল ছবিখানা দেখেই আঙ্গুলের আলতো চাপে যে ভালোবাসার লালচে রিএ্যাক্টটি বসানো হয় তার মতই সত্য..

লিও মেসির জন্যে যা যা করি বা আসে,
তা অনেকের কাছে আধিক্ষেতা লাগলে ও,
শো-আপ নয়; লিও মেসি একটা গতি,
জীবনের সাথে মেলান মিলে যাবে।
খুব সংকটে আটকে পড়েছেন,
সমস্যায় জর্জরিত; লিও কে মনে করুন চোখ মুদে-
its leo, one two three behind so quickly, marcelo n javi alnoso infront him, could he drubbed themm? - yaaa, he passed them, goal keeper running fast for clear the ball, but leo push the ball slowly, five opponent just seeing helplessly how leo make this.. oh ho ho icqar casias looks very angry ;

its world class- 1st commentators,
no no no- its messsi class - 2nd comme.
how could is he- one of them.

মেসি ক্যামনে বল নিয়ে ওই অসম্ভব প্যাচ্যানো জটলা গলে কয়েক সেকেণ্ডেই বেরিয়ে যেতে পারে তা বোঝা যায়না, তবে জীবন খেলার দূর্বোধ্য মোড় গুলো হাল না ছেড়ে লিও'র মত পার করতে হবেই, এমন মনোবল মানেই আপনি গোল পাচ্ছেন-আগে বা পরে।

love means lionel Andress Messi;
সে যাই হোক, তিনটে সাতচল্লিশ রাত্রি,
মশা'ই প্রতি শোধ নিচ্ছে ওদের তরফ থেকে,
এ পড়ে অনেকেই কমেন্টস না করলেও,
বিড় বিড় করতে পারে মনে মনে,
প্রকৃতি ভুল করেনা - মশারা বিশ্রী এবং পচা..


#one_hour_ago

অনেক সময় ম্যান অব দি ম্যাচ/সিরিজ হেরে যাওয়া
দলের খেলোয়ার থেকে নির্বাচিত হয়। যেমন গত বিশ্বকাপ ফাইনাল শেষে মেসিকে দেওয়া হয়েছিলো।

ফিফা বর্ষসেরা ১১ জনের পাচ জনই রিয়াল মাদ্রিদ থেকে হয়েছে। ঠিক আছে, কে কে জানিনা, কয়েকজন টাইটেলটা ডিজার্ভ করে আসলেই - Congratulation RM :)

ফুটবল কে কেমন খেলতে পারে সেটাই মুখ্য হবার কথা সেরা খেলোয়ার বিচারে; ফলাফলের উপর টীমকে জাজ করা যায়, প্লেয়ারকে নয়।

বর্ষ সেরা ফুটবলার আসলে কিসের ভিত্তিতে নির্বাচিত হয় বা হওয়া উচিৎ বলে মনে হয়?

ধরেন লিও যে ম্যাচে বার্সার হয়ে হেরেছে বা ড্র করেছে, সেই ম্যাচেটাতে ও লিও যতগুলো অবিশ্বাস্য ড্রিবলিং, পাস, শট আর ভয়ংকর দৌড়ে এসে করা ট্যাকল গুলো পেরিয়ে যেতে পারে, তার দশ শতাংশ দক্ষতা ফুটবল নিয়ে করতে পারে এই সময়ে এমন একজন নেই টোটাল ফুটবল প্লেয়ারদের মাঝে।

টীম হিসেবে রিয়াল মাদ্রিদের সফলতার কারনে কখনোই সেরা খেলোয়ার লিও মেসি ব্যাতিরেকে অন্য কেউ'ই হতে পারেনা। শুধু এই সীজন'ই নয়, যতদিন লিও খেলবে ততোদিন ওর চেয়ে দক্ষতা শো করতে পারে এমন কেউউ অাছে বা ছিলো ফুটবল মাঠে?

অনেস্টলী চিন্তা করে দেখেন তো সে আপনি যে দলের সাপোর্টার ই হন!
#Fifa means fair play; not fair judgement at all

পুনশ্চঃ এই লেখা শৈশবের মাঠ বিমুখদের জন্যে নয়,
এই লেখা কট্টর মেসি হেটারের মনে ও দাগ কাটবে যদি সে মাঠে দৌড়ে শৈশবের বিকেল গুলো খর্চায়. ..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৫

আবু তালেব শেখ বলেছেন: মেসি ক্যামনে বল নিয়ে ওই অসম্ভব প্যাচ্যানো জটলা গলে কয়েক সেকেণ্ডেই বেরিয়ে যেতে পারে তা বোঝা যায়না
মন্তব্য
কারন মেসিকে আটকাতে গিয়ে যদি মেসি আছাড় খায় তাহলে হয় হলুদ কার্ড না হয় লালকার্ড
সেজন্যই কেউ মেসিকে আটকাতে গিয়ে নিজের বারোটা বাজাতে চায় না

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি ট্রফি দিয়ে বর্ষসেরা নির্বাচিত করা হয় তাহলে আর সেরা খেলোয়াড় বলার কী দরকার? বলা দরকার ছিল সেরা বিজয়ী দলের খেলোয়াড়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.