নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

অামাদের প্রথম মিনার;

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৯



২৩ ফেব্রুয়ারীর রাত, ১৯৫২;
ঢাকা মেডিকেল কলেজ সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইট বালু নিয়ে টানা হেচড়া করছে তিনজন ছাত্র, সাথে রয়েছে দুইজন রাজমিস্ত্রী। তৈরী হচ্ছে প্রথম মিনার- শহীদ মিনার। সিমেন্ট ছাড়া মিনার জমবেনা। পুরান ঢাকার পিয়ারু সর্দারের গুদাম থেকে সিমেন্ট পাওয়া গেলে সারা রাত ধরে বদিউল অালমের করা নকশাটি সকালের কিছু অাগে একটি কাঠামো পেয়ে গেলো। ঢামেক-এর ৬ নং ছাউনীর এমন এক জায়গায় মিনারটি দাড় করানো হলো যাতে রাস্তা এবং মেডিকেলের সকলের চোখে খুব সহজেই চলতে ফিরতে মিনারটি চোখে পড়ে। কাগজের উপর হাতে লেখা ' শহীদ স্মৃতি স্তম্ভ ' ভেজা সিমেন্ট শুকিয়ে যাবার অাগেই সেটে বসিয়ে দেওয়া হলো। তখন ভোর ও হয়ে এসেছে; অালো ফোটা নগরীর এক ঝাক মানুষ ওদের মিনার ঘিরে রেখেছিলো- সেটা প্রভাত ফেরী নয়, ভয়ংকর ক্ষোভের স্তব্ধতা...

কালো কাপড়ে ২৫ ফেব্রুয়ারীরর পুরো দিনটি মিনারটি ঢাকা রইলো। ২৬ ফেব্রুয়ারী ভোরে তৎকালীন প্রচলিত জাতীয় পত্রিকা দৈনিক অাজাদে মিনারের ছবি সহ বড় বড় শিরোনামে ' শহীদ মিনারের ' খবর পৌছে গেলো বাংলার অলি গলিতে..

ওই দিনই তিনজন ভাষা শহীদের কোন একজনের পিতা/মাতা এবং দৈনিক অাজাদের সম্পাদক হাজার হাজার ছাত্র-জনতার সামনে বাংলার প্রথম শহীদ মিনারটি উন্মোচন করেছিলেন। চারপাশে পাকিস্তানী মিলিটারী এবং পুলিশ ঘিরে রেখেছিলো পুরোটা সময়।
মনে হচ্ছিলো উত্তপ্ত মিনার ছেড়ে ওরা সরে গেলে মিনারের সমস্ত উত্তাপ ছড়িয়ে যাবে পুরো বাংলায়।
সেই দিন দুপুর, বিকেল ফুরোনো রাতেই মিনারটি ওরা ভেঙে ফেললো।
ততক্ষণে ২১ এর এই ফেব্রুয়ারী ঢুকে গেছে প্রতিটি বাঙ্গালীর হৃদয়ে, সেই মিনার ভাঙ্গবে কিসে?


পরে ঢাকা কলেজের ভিতর ৫২ সালেই অারো একটা শহীদ মিনার তৈরী করা হলো তা ও গুড়িয়ে দেওয়া হলো সেই রাতেই।
অবশেষে বাংলাকে ১৯৫৬ সালে অফিসিয়ালী পাক সরকার রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দিলে, জাতীয় শহীদ মিনারটি তৈরী এবং উদ্ভোদন করা হলো।

সেই ২১শে ফেব্রুয়ারী এখন অান্তর্জাতিক মাতৃভাষা দিবস ♥
অাপনার শিশুকে ২১শে ফেব্রুয়ারীর সবটুকু জানতে সাহায্য করুন; কখনো ভেতরটা পচবেনা; কথা দিচ্ছি...


মায়ের ভাষায় কথা বলাতে,
স্বাধীন অাশায় পথ চলাতে;

অামাদের অনেক জীবন তো বিপন্ন হলো তবু প্রসঙ্গ যখন বাংলা তখন সমস্ত বাঙ্গালীর একাত্বতা পুরো পৃথিবী জোড়া অতুলনীয়। ভাষার জন্যে বুকের তাজা রক্তের সম্মান কেউ যে দেখাতে পারেনি! বিশ্ব যে একুশের এই ফেব্রুয়ারীতে অাপ্লুত হবেই।
তবু ও অামাদের'ই কিছু স্বজাতী খেয়াল করবেন ফেব্রুয়ারীকে মূর্তি পূজা বলবে, ধর্মের দোহাই দিয়ে পাপ করা থেকে বিরত থাকতে ফতোয়া জারী করবে; শুধু শুনবেন, কিছু বলবেন না, তবে অাঙ্গুল তুলে সবাইকে সতর্ক করবেন, বেজন্মাদের গড়ন হুবহু ওর মতন...

ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী,
অামি কি ভুলিতে পারি...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫০

হুমায়ূন রেজা বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো...
ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৬

আসিফুজ্জামান জিকো বলেছেন: ধন্যবাদ হুমায়ুন রেজা ভাই ♥

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭

কলাবাগান১ বলেছেন: তবু ও অামাদের'ই কিছু স্বজাতী খেয়াল করবেন ফেব্রুয়ারীকে মূর্তি পূজা বলবে, ধর্মের দোহাই দিয়ে পাপ করা থেকে বিরত থাকতে ফতোয়া জারী করবে; শুধু শুনবেন, কিছু বলবেন না, তবে অাঙ্গুল তুলে সবাইকে সতর্ক করবেন, বেজন্মাদের গড়ন হুবহু ওর মতন...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৭

আসিফুজ্জামান জিকো বলেছেন: ভাই এটুকু তুলে তো দিলেন তবে এর পক্ষে না বিপক্ষে তা বোঝা গেলোনা?

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

খাঁজা বাবা বলেছেন: সুন্দর লিখেছেন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

আসিফুজ্জামান জিকো বলেছেন: ধন্যবাদ ভাই..

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: আপনি প্রথম পাতাতে একই সময় কয়টা পোষ্ট করলেন?

ব্লগের নিয়ম মেনে চলতে হবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

আসিফুজ্জামান জিকো বলেছেন: সত্যি বলতে আমি নিয়ম জানিনা; জেনে শুধরানোর চেষ্টা করবো রাজীব ভাই

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

পলক শাহরিয়ার বলেছেন: আমার জানামতে দেশের প্রথম শহীদ মিনার স্থাপিত হয়, রাজশাহী কলেজ চত্বরে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩০

আসিফুজ্জামান জিকো বলেছেন: অামার জানামতে ২৩ ফেব্রুয়ারীতেই প্রথম ঢামেক এর ৬নং ছাউনীতে উপরের মিনারটি অামাদের প্রথম মিনার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.