নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা পড়িয়া রয় অবহেলায়, তাহা সমগ্রই আমার কী-প্যাডের, দূর্দান্ত গতি ছড়ায়। যদি কোন অন্ধ/বদ্ধ মনের দ্বার একবার খোলা যায়?\n

আসিফুজ্জামান জিকো

অাইন বিভাগ..

আসিফুজ্জামান জিকো › বিস্তারিত পোস্টঃ

পোশাক নামা..

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৭


- কিছুক্ষণ অাগের কালো শার্ট পরা ছবি যা এই অমুলক লেখার জন্যে দায়ী..


- গত বছর ইদের দিনে অামি অার ভাই..

সাদা এবং কালো দুটো রংয়ের শার্ট মানুষের লুক একদম পাল্টে দেয়। তবে রং দুটো একই সাথে সব মানুষের গায়ে মানায়না। কেউ ধবধবে সাদায় সুন্দর, কেউ কেউ শুধু কালোতেই সবার চোখে বেধে যায়। অারেক প্রকার অাছে যাদের সাদা-কালো দুটো রংই সমানভাবে হাইলাইটস করে। তবে এদের সংখ্যা অল্প স্বল্প, হরহামেশা এমন চোখে পড়েনা। মাত্রই M Mofizul Alam মুক্তি ভাইয়ের কালো সানগ্লাস চোখে কালো শার্ট গায়ে এক ছবি দেখে আমি রিতিমত অবাক। কারন ভাইকে বুঝতে শেখার পরে অামি সাদা শার্ট পরা নিতান্তই ভালো, বা পাশে সিথি করা, ছোট বড় সবাইকে শ্রদ্ধা ভালোবাসায় বিনয়ী, মার্জিত, বড়দের কথার উত্তর দেবার সময় মাথা নিচু করে বুঝে শুনে অাস্তে অাস্তে উত্তর দিতে দেখেছি। তারে সাদা শার্ট দেখলে একদম অপরিত ও মনে মনে ভাববে, ভদ্রতার প্রতীক। ধারনাটি অমুলক নয় বরং ভীষণ মুলক..

মাত্র লোকটির কালো শার্ট পরা ছবি দেখে আমি থ!.
এই হোয়াইট কলারের নিতান্ত ভদ্র সভ্য মানব সন্তানটির গায়ে থাকা কালো শার্ট হিসেবটাই পাল্টে দিয়েছে। কোন অপিরিচিত এখন ওনাকে দেখলে ভাববে লোকটি ধনী, ( উনি ধনী :)) রক এন্ড রোল টাইপের ব্যাপার, কানের হেডফোনে লেডি গাগা বাজতেছে, লোকটি ক্রিয়েটিভ ধাচের, হয়তো মুভি টুভি তৈরী টৈরী করেন, বা এ জাতীয় অারো অনেক কিছু।

মুল কথা হচ্ছে শাদা এবং কালো রং একই সাথে একজনকে ফুটিয়ে তুলতে পারেনা। যাদের পারে তারা বিরল প্রজাতীর! অামি এবং উপরেউল্লােখিত অামার মামাত ভাই দুজনই এই বিরল প্রজাতীর অন্তর্গত :)

পরিশিষ্ট এক.
অামার পিতা প্রায়ই অামার পোশাক অাশাক নির্বাচন, যত্রতত্র তা ছড়িয়ে ছিটিয়ে রেখে ঘরের পরিবেশ নষ্ট করার দায়ে কথা টথা শোনানোর শেষ পর্যায়ে এসে বলেন, চেষ্টা করবা সবসময় ভালো পোশাক অাশাক পরে ঘোরাফেরা করতে, এতে লাভ দুটো, প্রথমত ভালো পোশাক পরে বেরুলে দেখবা তোমার চিন্তা গুলো সেই রকমই হচ্ছে, অাবার তোমার সাথে ডিলিংস করতে অাসা মানুষ কিংবা অপরিচিতেরা ও তোমাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, সর্বোপরি ভালো পোশাকে ভালো রাখে মানুষের মন মানসিকতা- অামি তখন জ্ঞান মুক্তি পেতে জোরে বলি, ঠিকাছে, বুঝছি তো.. ( অর্থাৎ হইছে তুমি যাও তো! )

এই কথার প্রমান পাই বাড়ি থেকে এসে আবার উচ্ছনে যাওয়া শহুরে ভবগুরে হবার অাগের কয়েকদিন সাদা/কালো শার্টের সাথে কালো/নেভি ব্লু প্যান্ট চাপিয়ে জুতা পরে বাইরে বের হলে।

তারপর অাবার অামি হন্টক হয়ে যাই, হিমু ও অতোটা রাত জাগেনি শহুরে ল্যাম্পপোস্টের অালোতে,
কখনো মনে হয় ওই হোয়াইট কলার জীবন ই ভালো,
কখনো মনে হয় ভালো অাছি এই এলোমেলোতে..

ইদানীং একাকীত্ব রক্ষে নয়,
মনে হয় করাবন্দীর কন্ঠে যক্ষা।
সব জমে ভুলে যাই,
বলা হয়না কিছু!
এ সময়ের নাম কি যে দিই,
ভাবেন কিছু..?

পরিশিষ্ট দুই.
ঢাকার পার্শ্ববর্তী কোথাও তুমুল বৃষ্টি হচ্ছে অনেক্ষণ, টানা বাতাস প্রথমে মন ভালো করে দিলো এখন শীত শীত লাগে। ভালো অথবা খারাপ সব কিছুরই সীমাবদ্ধতা থাকতে হয়, নাহলে তা বৈচিত্রহীন অথবা ক্ষতিকারক হয়ে যায়।

অামি বৃষ্টি চাই.. :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


না পড়লেও চলতো; পড়লে মন্তব্য করতে হয়; আপনার কথাগুলোর তেমন কোন মুল্য নেই; আপনার বাবার কথাগুলো ওকে।

২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: খুব উন্নত মানের পোষ্ট বলা যাবে না।

৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৫

আসিফুজ্জামান জিকো বলেছেন: সবকিছুই গুরুত্বপূর্ণ হতে হয়না। অাবার হতে ও পারে বর্তমানের কাছে।
অমি অাছি তে বর্তমানে, যা অামার সময় নয,
গুহা, পাহাড় আর সমুদ্রের উত্তাল ঢেউ পেরিয়ে বসতি গেড়ে,
মানুষের সভ্যতার যে নিদর্শন প্রায়ই এরা এরা যে পায়,
ওটাই অামার সহ। ধন্যবাদ পর থেকে গুরুত্ব ছাড়া মুখ খুলবোনা, এমননকি হসি অথবা কান্নাতে ও সীমাবদ্ধ থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.