নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল ছেলে!

জুবায়ের হাসান রাব্বী

পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আমি নিতান্তই অলস একজন মানুষ। লেখালেখি শখ হিসেবে শুরু করলেও এখন সেটা নেশা হয়ে গেছে।

জুবায়ের হাসান রাব্বী › বিস্তারিত পোস্টঃ

নিজের মেধা নিজের কাছে

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২

অন্যের মেধা দেখে নিজে আফছোস করে যাই। কিন্তু নিজের মধ্যে থাকা মেধাকে কখনও দেখার চেষ্টা করি না। নিজের মেধা নিজেকে একদিন তার পর্যায়ে নিয়ে যেতে পারবে, এমনকি তার উপরে।

একজন গায়ককে দেখে আফছোস করার কিছু নাই। তার মধ্যে গায়ক হওয়ার মেধা আছে। আপনি হয়ত আপনার মেধা দিয়ে লেখক হলেন। কিন্তু মুল্য কম নয় কিন্তু।

একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তারকে দেখে আফছোস করার কিছু নেই। আপনার মেধা দিয়ে আপনি শিক্ষক হয়ে যান। তখন আপনি তার মত ইঞ্জিনিয়ার গড়ার কারিগর হবেন।

একজনের চেহারা আছে বলেই যে সে প্রেম করে বেড়াচ্ছে তেমন কথা নেই। আপনি এসব ভেবে আফছোস না করে যোগ্যতা অর্জন করুন। তখন আপনার যোগ্যতাই অনেক নারীকে কাছে আনবে।

বিল গেটস যদি কাঠুরে বাবার কথা চিন্তা করে আফছোস করে বসে থাকত, তাহলে সে আজ পৃথিবির সেরা ধনী হতে পারত না।

উপরের দিকে তাকিয়ে থাকলেই জীবনে উন্নতি করা যায় না। সামনে থাকা সিড়ি দিয়ে তার উপরে উঠার চেষ্টা করতে হয়।

উপরে তাকিয়ে আফছোস করলে মাঝের সিড়ি কখনও চোখে পরবে না। আফছোস করা ছাড়া কিছু করা যাবে না। কিন্তু সামনে তাকিয়ে সিড়ি বেয়ে উঠে গেলেই জীবনের সার্থকতা।

যে যার নিজের জায়গা থেকে জিনিয়াস। সবার মধ্যেই মেধা থাকে। সেই মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে গেলেই সার্থকতা মিলে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৩

বিজন রয় বলেছেন: মেধা থাকলেই হয় না চর্চা করতে হবে।

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: নিজের মেধা আছে কিনা এইটাই তো বুঝি না

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

রাজু বলেছেন: ভালোই কইচেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.