নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল ছেলে!

জুবায়ের হাসান রাব্বী

পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আমি নিতান্তই অলস একজন মানুষ। লেখালেখি শখ হিসেবে শুরু করলেও এখন সেটা নেশা হয়ে গেছে।

জুবায়ের হাসান রাব্বী › বিস্তারিত পোস্টঃ

মুল্যবান জীবন

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

হাসপাতালের জরুরি বিভাগে গেলেই বুঝা যায় জীবনের মুল্য কতটা। এখানে কেউ বের হয় লাশ হয়ে, আবার কেউ বের হয় কোকাতে কোকাতে, কেউ বের হয় তিব্র যন্ত্রনায়।

খুব কাছ থেকে মৃত্যু দেখা যায় এই জরুরি বিভাগে। যেখানে মৃত ব্যাক্তির স্বজনের আহাজারি শোনা যায়। গভীর রাতে শেয়ালের ডাক যেমন মনকে নাড়িয়ে দেয়, তেমনি এই কান্না মনকে নাড়িয়ে দেয়।

আজকে রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া মোটর সাইকেল আরোহী কালকেও এইরকম যেতে পারবে নাকি তার কোন গ্যারান্টি নাই। আনন্দের সাথে ছুটে যাওয়া বাইক চালক কালকে যে হাসপাতালের বিছানায় কাতড়াবে না, তার গ্যারান্টি কি!

আমার ছোট বোন প্রায়ই বলে "ভাই। তুই বাইক চালাস না। চালালেও ভালমত চালাস। বন্ধুর সাথে বাইকে ঘুরিস না। রাস্তা দিয়ে ঠিকমত চলাফেরা করিস"

আমার ছোট বোন হাসপাতালে প্রায়'ই হয়ত স্বজন হারানোর কান্না শুনতে পায়। শুনতে পায় মৃত্যুর আহাজারি। তাই বার বার তার মনও কেঁদে ওঠে।

উশৃঙ্খলভাবে চলাফেরা করে জীবন চালালেই জীবনে খুব ভাল থাকা যায় না। আজকে আপনি ভাল থাকলেও কালকে আপনি ভাল নাও থাকতে পারেন।

জীবন টা তুচ্ছ হলেও এর মুল্য অনেক। জীবন থাকতে মুল্য না বুঝলেও, হারালে ঠিকই বুঝা যায়। জীবন তো একটাই, তাই সহজেই তাকে তুচ্ছ করে হারিয়ে দিতে নেই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: জীবনের মূল্য অনেক।

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: তারপরও জীবনটাকে মাঝে মাঝে খুব মূল্যহীন মনে হয়

৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

টরপিড বলেছেন: একবার আমাদের অফিসের এক সহকারীকে জিজ্ঞেস করলাম, 'ভাই কেমন আছেন?'
সে খুব বিষন্ন মুখে জবাব দিল, স্যার ভালো নাই, খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কী করব কিছুই বুঝতে পারতেছিনা।
আমি আর তার সমস্যার কথা জিজ্ঞেস না করে শুধু বললাম, যদি সম্ভব হয়, আজকে বাসায় যাওয়ার সময় ঢাকা মেডিক্যেলের জরুরী বিভাগে একটু ঘুরে যাবেন।
পরদিন সকালে তিনি নিজে থেকেই এসে আমাকে বললেন, স্যার অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রাখছে।

জীবন সম্পর্কে আমাদের উপলব্ধিটাই গুরুত্বপূর্ণ।

৪| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯

অন্তহীন আকাশ বলেছেন: আল্লাহ অনেক ভালো রেখেছেন

৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

জুবায়ের হাসান রাব্বী বলেছেন: টরপিক ভাই@ঠিকই বলেছেন

৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৫

জুবায়ের হাসান রাব্বী বলেছেন: ধন্যবাদ সবার মন্তব্য করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.