নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল ছেলে!

জুবায়ের হাসান রাব্বী

পরিচয় দেওয়ার মত তেমন কিছু নেই। আমি নিতান্তই অলস একজন মানুষ। লেখালেখি শখ হিসেবে শুরু করলেও এখন সেটা নেশা হয়ে গেছে।

জুবায়ের হাসান রাব্বী › বিস্তারিত পোস্টঃ

তোমার উপমা তুমি

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

আকাশের চাঁদে আলো ভরা ছিল
সুন্দর দেখতে ছিল খুব,
তোমায় দেব না তার সাথে তুলনা;
তোমার রুপের জন্য লাগেনি আলো
তুমি তো সুন্দর, হোক সে অন্ধকার কুপ।

তারার আলো আকাশ ভরিয়েছে
আমি তাতে মন দিয়েছি,
সেই তারা দেখতে মন দেইনি
;
মন দিয়েছি মিল খুঁজতে
তখন তোমায় ভেবে গিয়েছি।

কখনো কি রাঙা প্রভাত দেখেছ
কিবা কুয়াশা ভরা সকাল,
আমি তার মাঝে তোমায় খুজিনা;
তোমায় ভাবি তখন
মিলিয়ে দেখি কিসে তবে আকাল।

তোমার তুলনায় তুমি রয়েছ
তুমি তোমার উপমায়,
তোমার রুপের রয়েছ তুমি
রয়েছ সৌন্দর্যের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.