নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

বাধার নাম ই নারী।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪


আসুন দেখি কেনো বাধা....
-মেয়েদের খুব জোরে,শব্দ করে অথবা অট্টহাসি দিতে নাই।লোকে কি বলবে?কারণ তুমি নারী। তোমার প্রাণ খুলে হাসার অধিকার নেই।
-নারী তোমার সব কাজ হতে হবে সুন্দর পরিপাটি, তোমার প্রত্যেক টা স্টেপ নিতে হবে বুঝে শুনে।তোমার দ্বারা কোনো ভুল হতে পারবেনা। কারণ তুমি নারী তুমি মানুষ নয়।
-সন্ধ্যের পর তোমার বাড়ির বাহিরে থাকা বাধা।কারণ তুমি নারী।
-তোমার চলার পথে বেড়ি।কারণ তুমি নারী। তোমার গায়ের ওড়নাটা ভুলেও ভুল করে পরতে পারবে না।তোমার মাথা নিচু করে বখাটেদের ইভটিজিং শুনে চলে আসতে হবে।তুমি নারী তাই এখানেই তোমার সীমা।
-নারী তুমি উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না।পারবেনা উচ্চ স্বরে কাঁদতে।কারণ ওই একই, লোকে কি বলবে।!
-এতো বন্ধু বান্ধব কেনো,এতো রাতে বাহিরে যাওয়া যাবে না।এখানে নারীর বাধা।
-স্বামী যে কিনা better-Half হয়ে তোমাকে দিনের পর দিন অত্যাচার করলেও প্রতিবাদে বাধা।কারণ সমাজের চোখে নারীর ই দোষ।
-মেয়েরা আর চাকুরী করে কিই বা করবে,বিয়ে তো করতেই হবে।তবে কেনো এখনি বিয়ে দেয় না কেনো,? বিয়ের পর না হয় স্বামীর ঘরে থেকে পড়াশুনা শেষ করবে।নারীর স্বাবলম্বী এবং আত্ননির্ভরশীল হতে বাধা।
.
কেনো এই বাধা?
কারণ আমরা মানুষ না,কেবল ই নারী জাতি তাই?? ???!!!!
ভুললে চলবে না যে এই নারী জাতি ই কিন্তু একাধারে-মা, তোমার জন্মদাত্রী।বউ,তোমার অর্ধাঙ্গিনী। বোন,তোমার দ্বিতীয় উপদেষ্টা। মেয়ে,তোমার গর্ব। তাই তাকে বাড়তে দাও।উড়তে দাও ডানা মেলে।সেও মানুষ,কেবল ই নারী জাতি নহে।
তবেই তো পারবো আমরা তোমাদের সাথে তাল মিলিয়ে সামনের পথ চলতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.