নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

এরকম modern culture কে আসুন না বলি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

কিছুদিন আগে ফুয়াদ featuring কণার "ভেতরে-বাহিরে"নামক একটা গান শুনলাম। গানটা তে পুরোনো সেই গান "ভালো আছি ভালো থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখো" এর দুইটা লাইন ব্যবহার করা হয়েছে বটে,কিন্তু বিকৃত করে।
বুঝলাম আমাদের সময়কার গান গুলো চাহিদা আগের দিনের গান গুলোর মত না।হয়তো western typer.এজন্য আমি আমাদের দেশের শীল্পিদের দায়ী করছিনা। কারণ যেরকম চাহিদা তারাও তো তাই দেয়ার চেষ্টা করবে,নাহলে যে তারা ভাতে মরবে।
চাহিদা অনুযায়ী গান তারা লেখুক বা গাক,সেটা তাদের ইচ্ছা।কিন্তু তাই বলে পুরোনো দিনের সেই সুন্দর সুন্দর, সেই সময়ের সাড়া জাগানো গান গুলো দিয়ে পাবলিসিটি পাওয়ার কি দরকার,তাও আবার তার সুর নষ্ট করে।
আমরা,western culture,music এতটাই অনুসরণ করি যে,তা আমাদের জন্যে ভালো না খারাপ সেটাই ভুলে বসি।
Modern হওয়া ভালো, কিন্তু অধিক বাড়াবাড়ি কখনও ভালো কিছু বয়ে আনে না।
যেখানে যার সৌন্দর্য,সেখানেই সেটাকে রাখতে হয়।তাতে ইহার সৌন্দর্য বাড়ে,কমে না মোটেও।
কিন্তু আমরা বাঙালীরা কেনো যে এগুলা বুঝি না,তা আজও আমার বোধগম্য নয়।
আমাদের উচিৎ এসকল বিকৃত culture. Music এড়িয়ে চলা,এর প্রতিবাদ করা।তবেই দেশ থেকে এগুলা দুর করা সম্ভব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.