নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

প্রয়োজন মানুষিকতার পরিবর্তন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

সত্যি কথা কি-
আসলে কালো কিংবা ফরসা, লম্বা কিংবা বেটে,মোটা কিংবা চিকন,টাক কিংবা চুল ওয়ালা এগুলো কোনো সমস্যা না।এগুলো সৃষ্টিকর্তার দান।
.
সমস্যা টা কোথায় জানেন???????
.
সমস্যাটা আসলে আমাদের mentality তে।যেটা সৃষ্টিকর্তার দান নয়,আমরা নিজ থেকেই গড়ে তুলি।
.
আমাদের ভাবনা চিন্তাগুলোর পরিধি এত টাই ছোট যে আমরা বড় কিছু চিন্তা করতেই পারিনা।
পরিধি এরকম ছোট হওয়ার পেছনে আমাদের সমাজ ব্যবস্থা অনেকটাই দায়ী বলে আমি মনে করি।
একটা মেয়ে জন্মের সময় কালো হলে আমরা বলি "হায় হায়!!!মেয়ে এত কালো হইসে,এরে বিয়া করব কেডা?"
একটু মোটা হলে"এত মোটা হইতাসোস কেন,মাইয়া/পোলা পাবিনা!"
একটু চিকন হলে"তোর সাথে তো হাড্ডি গুড্ডি ছাড়া কিছু নাই,(ছেলে হলে)এরকম গাঞ্জাঘোর রে কেউ বিয়া করব?(মেয়ে হলে) এরকম শুঁটকি দিয়া জামাই কি করবে?"
কি আজব ধরনের ভাবনা চিন্তা আমাদের।তাইনা???
লেখাগুলো দেখে অবাক হলেও এগুলোই সত্যি।আমাদের ভাবনা চিন্তাগুলো এরকম ই।এগুলার আসলেই পরিবর্তন দরকার।নাহলে ভবিষ্যতে তা কুসংস্কার এর মত এগুলো আমাদের আগলে ধরবে এবং তখন কিছু করার থাকবে না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

অগ্নি কল্লোল বলেছেন: শুভ কামনা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

আজমান আন্দালিব বলেছেন: মানুষিকতা নাকি মানসিকতা?

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: মনের পরিবর্তন হয়না খুব সহজে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.