নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সঙ্কোচ নয়,প্রয়োজন সচেতনতার

জুলিয়া সুলতানা ছোঁয়া

blogger

জুলিয়া সুলতানা ছোঁয়া › বিস্তারিত পোস্টঃ

সময় এখনও আছে।

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সেদিন এক বন্ধু ক্লাসে আরেক বন্ধুকে বললো কোনো এক কথার উপর-"তুই কি মেয়ে নাকি দাঁড়াতে পারবিনা?"
কথাটা শোনার পর আমি তাকিয়ে ছিলাম ওর দিকে। কি বলবো,আসলে ওকেই বা দোষ দিয়ে কি লাভ? আমাদের ভাবনা চিন্তাই এরকম হয়ে গেছে যে, মেয়েরা দুর্বল, তারা কিছু করতেই পারবে না। আর এই দুর্বলার সুযোগ নেয় মানুষগুলো।
আবার কিছু কিছু মানুষ আছে যারা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ঠিক মত জানে না। মেয়েদের কে বিভিন্নভাবে বন্ধুত্বের দোহাই দিয়ে, সুযোগ খুঁজে বেড়ায় কখন তার নোংরা মস্তিষ্কের ভাবনা চিন্তা গুলো কাজে লাগাতে পারবে।
কিছু ছেলে আছে দিবসে মা কে ভালোবাসারর কথা বলে বেড়ায়, গার্লফ্রেন্ড কে ভালোবাসা দিবসে ভাসায়া দেয়, তারা আসলেও কি এসব ভালোবাসারর মুল্য বুঝে কিনা সন্দেহ। কারণ যেই ছেলে কোন মেয়ের সাথে ভদ্র ব্যবহার করতে জানে না, সম্মান দিতে জানে না সে আসলে কোন শ্রেণীরর মানুষ তা আমার জানা নেই। জানতে গেলেও মনে হয় নিজের রুচিতে বাধবে।
না আমি পুরুষজাতির ওপর খেপে নেই।আসলে কিছু কিছু এরকম পুরুষ কেই বলছি। সবাই খারাপ হলে আজ নারীদের সম্মান দেয়ার মত কেউ থাকতো না। যেহেতু নারীজাতি এখনও অনেক সম্মানের জায়গায় আছে সেহেতু, সেই জায়গাটা করে দিতে কিছু মহৎ, ভালো পুরুষের অবদান অবশ্যই আছে। তবে ওইসব পুরুষদের সাবধান হওয়া উচিৎ। কারণ যেদিন নারী জাতির বাঁ্ধ ভাঙবে সেদিন কত ধানে কত চাল তারা টের পাবে। তাই সময় থাকতে সাবধান হওয়া উচিৎ তাদের। সময় এখন আছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

আহলান বলেছেন: ওই বন্ধুর মুখের উপর প্রতিবাদ করলে ভালো করতেন ...

২| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

তামান্না তাবাসসুম বলেছেন: লেখার বিষয় বস্তু ভাল। লেখাটা আরো বড় করে গুছিয়ে লিখলে আরো ক্লিয়ার হতো।

শুভকামনা নিরন্তর :)

৩| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

রুবায়েত ইসলাম বলেছেন: নারীদের আসলে আরো প্রতিবাদী হওয়া উচিত। সমস্যার সমাধান তো আর একদিনে হয় না।।

৪| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:১১

জুলিয়া সুলতানা ছোঁয়া বলেছেন: আসলে অনেকদিন পর লিখেছি তাই অতটা গুছাতে পারিনি। তামান্না তাবাসসুম।

হুম আমার প্রচেষ্টা জারি আছে রুবায়েত ইসলাম।

করেছি।করে আমি ই খারাপ হয়েছি।কিন্তু থেমে যাইনি

৫| ১০ ই মে, ২০১৬ রাত ৩:০৯

তানজির খান বলেছেন: খুব ভাল পোস্ট দিয়েছো বইনডি। আসলে আমাদের মানসিকতায় পচন ধরেছে। সময় পরিবর্তন হবেই, তোমাদের হাত ধরেই। শুভকামনা ও ভালবাসা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.