নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা বলা

২২ শে জুন, ২০১৩ রাত ১১:৩৪





তোমার হাতটি ধরে দীর্ঘ পথ চলতে চেয়েছি,

তুমি হাত ছাড়িয়ে নিলে।

তোমার কোলে মাথা রেখে কাঁদতে চেয়েছি

দৃঢ় হাতে সরিয়ে দিলে।

তোমার চোখে চোখ চেয়ে আশ্বাস পেতে চেয়েছি,

তুমি চোখ ফিরিয়ে নিলে।

জানিনা তোমার পদধনি আজ কোন পথে

বেজে চলে।

ওহ বোধদয়, তুমি তো সে আসাই আসলে,

তবে বড্ড দেরী করে এলে।

গন্ধহীন, রূপহীন কাটা ভরা

শুভ্র এক ফুল করতলে।

মন্তব্য ৬৪ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :( :( :(

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪১

জুন বলেছেন: :-* :-* :-*

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার যাত্রা শুভ হোক আপু।

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৩

জুন বলেছেন: অনেক ধন্যবাদ ছাইভাই আমার এই কবিতা নামের ছাইপাশে আপনার মন্তব্য দেখে :)
শুভকামনা অনেক।

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: বিরহ ভালা পাই না :( :( :(( :(( :((

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫

জুন বলেছেন: আমিও পাইনা মিস্তিরি :|| তবে মন্তব্যের জন্য ধন্যবাদ :)
শচীন কর্তাকে ভালোলাগলেও বিরহ বড় ভালোলাগে গানটা লাইক করি না /:)
:P

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: এ বিরহ সুখ হয়ে
আসুক হৃদয়ে
শুভকামনা তাই সব সময়ে +

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

জুন বলেছেন: দোয়া করবেন সব অসুখ যেন ঝেটিয়ে বিদায় করতে পারি পরিবেশ বন্ধু :)
আপনার জন্যও শুভকামনা অনেক।

৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭

সপ্নাতুর আহসান বলেছেন: :( :( :(

বোধদয় তুমি তো সে আসাই আসলে,
তবে বড্ড দেরী করে এলে।
কাটা ভরা ঝোপেঝাড় গন্ধহীন
এক ফুলের করতলে।

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৮

জুন বলেছেন: :(( :(( :((
হু বড্ড দেরী করে ফেলছে সপ্নাতুর আহসান :(
তারে মাইনাস :!>

৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: তবু এসেছে তো আপু!!! ;)

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৪৯

জুন বলেছেন: এসেছিল তবে আসে নাই জানিয়ে গেছে নির্লিপ্ত স্বপ্নবাজ B-)
অনেক ধন্যবাদ :)

৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
কিছু কথা, হয়তো কিছু আক্ষেপ !

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫২

জুন বলেছেন: হু আক্ষেপ অনেক আক্ষেপ একজন আরমান :)
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৮| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:০০

*কুনোব্যাঙ* বলেছেন: গল্প কবিতা ইবনে বতুতা থ্রি ইন ওয়ান :||


২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৩

জুন বলেছেন: থ্রি ইন ওয়ান তো আমি যখন সামুতে একদম পিচ্চি তখন থেকেই কুনো /:)
:P
=p~

৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৩

শূন্য পথিক বলেছেন: +++

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৪

জুন বলেছেন: অনেক ধন্যবাদ শূন্য পথিক প্লাসের জন্য :)

১০| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:২০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা ভালো লেগেছে আপু... ভেতরটা পরিস্কার করা, ঝাট পাট দেয়ার জন্য কবিতার কোন তুলনাই হয়না.. শুভকামনা আপু... ভালো ও সুস্থ থাকুন...

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

জুন বলেছেন: আহা আহা ঝাড়ু মার ঝাড়ু ঝেটিয়ে বিদায় কর :P
তুহিন, আলীবাবার মর্জিনা আর আবদাল্লার এই গানটা শুনেছো অনেক মজার :)
তোমার জন্যও একরাশ শুভকামনা রইলো, ভালো থেকো অনেক অনেক।

১১| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:২৫

মাক্স বলেছেন: সুন্দর!

২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৫৮

জুন বলেছেন: ঠিক বলেছেন আপনি মাক্স :)

১২| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৬:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর :) ||

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৪

জুন বলেছেন: এইটা আর নতুন কি কইবা ইম্রাজ কবির মুন /:)
লেখার সময়ই আমি বুঝতে পারছিলাম কেমন জানি নিজেরে কালীদাস রবিন্দ্রের মত ব্লেন্ড করা লাগতেছিল :P

১৩| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:০১

মামুন রশিদ বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: গল্প কবিতা ইবনে বতুতা থ্রি ইন ওয়ান :||



কুনো'র ইমো সিলেকশন ঠিক হয় নাই, এ ক্ষেত্রে সঠিক ইমো হবে, :| :-B :#>
(প্রথমে টাস্কি লাগা, তারপর না বুঝে বোকার মত হাসা এবং পরে বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যাওয়া) :P

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:০৭

জুন বলেছেন: কুনো কোন কামের না মামুন, ইমোও ঠিকমত দিতে পারে না আবার ব্লগে লিখে হু /:)
তোমারে এক আটি ধইন্যা দিলাম সঠিক ইমো নির্বাচনের জন্য :P

১৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওহ বোধদয়, তুমি তো সে আসাই আসলে,
তবে বড্ড দেরী করে এলে।
গন্ধহীন, রূপহীন কাটা ভরা
শুভ্র এক ফুল করতলে !

চমৎকার

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১০

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা মাসুম১৪ ।
ভালো থাকুন অবিরত সবসময়ের জন্য :)

১৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৮

সায়েম মুন বলেছেন: বেশ! বেশ!

তবে বিরতগাঁথা কেন #:-S

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

জুন বলেছেন: মুন তুমি কি শচীন দেবের বিরহ বড় ভালোলাগে গানটা শোনো নাই ??
না শুনলে শুইনো মেলা সুন্দর ট্র্যাজিক টাইপের :|| /:)

১৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫

আমিনুর রহমান বলেছেন:


এইবার কবি গো কপালটাও পুড়লো বুঝি :)

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

জুন বলেছেন: হু পোড়া কপাল নিয়া কবিরা আমার ব্লগে এসে কিযে হা-হুতাশ করছে আমিনুর :(
কি আর বলবো /:)
:)

১৭| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০

লেজকাটা বান্দর বলেছেন: গানের লাইন হিসেবে চমৎকার মানিয়ে যাবে বলেই মনে হচ্ছে।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৮

জুন বলেছেন: আমারও তাই মনে হয় খালি সুরটা যদি কেউ দিত :)
অনেক অনেক ধন্যবাদ আপনাকে লেজকাটা বান্দর :!>

১৮| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:১০

রাইসুল নয়ন বলেছেন: ট্রেন এর পড়ে এটাই কবিতা পোস্ট,যতদূর মনে পড়ে!!!
আমি তুচ্ছ, আপনার কবিতা সম্পর্কে কি ই বা মন্তব্য করবো, নিজেই বুঝিনা।
তবে আমার কাছে কবিতার আবেগ ভাললেগেছে।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৩

জুন বলেছেন: না না কি বলেন !! ট্রেনের আগে আমার কত কবিতা আছে রাইসুল নয়ন /:) :||
সময় পেলে আমার পুরোনো পোষ্ট ঘাটলে দেখবেন কবিতার ছড়াছড়ি :!>

১৯| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

তুষার কাব্য বলেছেন: স্নিগ্ধ,সহজ,সুন্দর অভিলাস-ব্যাথাতুর আত্মকথন ।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৬

জুন বলেছেন: এক্কেবারে কারেক্ট ডেফিনেশন তুষার কাব্য । কোন বাহুল্য জটিলতা নেই । সহজ সরল বোধগম্য কোন ডিকশনারী নিয়ে বসার প্রয়োজনীয়তা নাই। আমার কবিতা যে না বুঝবো তাকে নিয়ে আমার একটু একটু সন্দেহ থাকবে :!>
কমেন্টে ধন্যবাদ :)

২০| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:০৯

মহামহোপাধ্যায় বলেছেন: আইসা পড়ছি B-) B-)

"ওহ বোধদয়, তুমি তো সে আসাই আসলে,
তবে বড্ড দেরী করে এলে।
" :( :(


কবিতা ভালু লাগল।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩০

জুন বলেছেন: হু আমারও অনেক ভালো লাগ্লো তুমি ভালো পাইলা শুনে মহামহোপাধ্যায় ;)

২১| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: ভয়ে গায়ের লোম খাড়া হয়ে গেল!

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩১

জুন বলেছেন: ডরে রান্নাঘরে ঢুকলেন্নাকি উদার ভাই :-& :-& :-&

২২| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:১৯

রাতুল_শাহ বলেছেন: দীর্ঘ ভ্রমণ কাহিনী শোনার পর, একটি কবিতা পেলাম।
অনেক দিন পর একটি কবিতা।

২৫ শে জুন, ২০১৩ রাত ৯:৩৩

জুন বলেছেন: দাড়াও রাতুল কালকেই আবার একটা ভ্রমন কাহিনী লিখছি /:) :||
=p~

২৩| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

নীল-দর্পণ বলেছেন: দারুন লাগল দারুন

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪২

জুন বলেছেন: ধন্যবাদ নীলদর্পন ধন্যবাদ :)

২৪| ২৫ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

আল-মামুন-কৌশিক বলেছেন: :)
কেমন কেমন জানি লাগলো...। ত :P

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৪

জুন বলেছেন: আমারও লিখতে কেমন কেমন জানি লেগেছিল আল-মামুন-কৌশিক
:#> :!>

২৫| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ওহ বোধদয়, তুমি তো সে আসাই আসলে,
তবে বড্ড দেরী করে এলে।
গন্ধহীন, রূপহীন কাটা ভরা
শুভ্র এক ফুল করতলে।

ভালা লাগা জানিয়ে গেলাম কবি।

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬

জুন বলেছেন: হু বড় দেরী করে ফেলেছে সেলিম আনোয়ার :)
অনেক ধন্যবাদ ।

২৬| ২৫ শে জুন, ২০১৩ রাত ৯:২৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কে যেন বলেছিলেন-
Life means 'meeting the right person at the wrong time'

২৫ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮

জুন বলেছেন: রাইট কামাল এবসোলিউটলি রাইট যে বলেছে কথাটা ।
অনেক ধন্যবাদ আর শুভরাত্রি :)

২৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: :-B

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

জুন বলেছেন: :-*

২৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
+++

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

জুন বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব

২৯| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪

প্রত্যাবর্তন@ বলেছেন: ওহ বোধদয়, তুমি তো সে আসাই আসলে,
তবে বড্ড দেরী করে এলে

++

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২

জুন বলেছেন: হু সেটাই মনে হচ্ছে প্রত্যাবর্তন@

:#> :!>

৩০| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

হুপফূলফরইভার বলেছেন: 'তোমার হাতটি ধরে চলতে চেয়েছি দীর্ঘ পথ,
তুমি ছাড়িয়ে নিলে হাত।
তোমার কোলে মাথা রেখে কাঁদতে চেয়েছি
দৃঢ় হাতে সরিয়ে দিলে।
তোমার চোখে চোখ চেয়ে আশ্বাস পেতে চেয়েছি কত সহস্রবার,
তুমি চোখ ফিরিয়ে নিলে'

ভাবনাগুলো অনেকবেশী সরলসহজ অদ্ভুতরকম সুন্দরতম ইচ্ছেমালার শব্দপরম্পরা! শব্দবিরহ প্রাণ ফিরে পেল ভ্রমনপিয়াসীর কিবোর্ডে

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

জুন বলেছেন: ইশ হুপ আমার কবিতার ভাষার চেয়েও তোমার মন্তব্যের ভাষাগুলো্র বেশী আবেদন বেশী কাব্যিক । অনেক অনেক ধন্যবাদ। দেরী হয়ে গেল কিছু মনে করোনা কেমন।

৩১| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি আবার পড়লাম। আবারো ভাল লেগেছে.....দু্ ই ভাল লাগা দেয়ার অপসন নাই :(

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: বলেন কি সেলিম আনোয়ার এই কবিতা আবার ভালোলাগলো :-*
অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৩২| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাটি আবার পড়লাম। আবারো ভাল লেগেছে.....দু্ ই ভাল লাগা দেয়ার অপসন নাই :(

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: দু্ ই ভাল লাগা দেয়ার অপসন নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.