নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

গাংচিলের ডানায় ভেসে আসা বাসন্তী সুবাস

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭





এরপরও কি আছে এমন আকাশ!

সুর্যাস্তের সমুদ্র সমতল বালুকাবেলায়,

রেশম, নরম, বুকওয়ালা সাদা গাংচিলেরা

নেচেছিল সেকি কোন ভাটা আর জোয়ারের তালে?



মাতাল হাওয়ায় পাতাদের শর্‌ শর্‌ শব্দ গুঞ্জন!

যেখানে বয়ে চলে পৃথিবীর বাসন্তী হৃদয় সুবাস।

রয়েছে নীলাভ দূরদুরান্তে এক প্রলুদ্ধ

রহস্যময় জগত,যেখানে বুকের মাঝে

সবুজ বীজ আগলে রাখা হলুদ সুর্যমুখী

মুখ তুলে রক্তাভ সুর্য্য বন্দনায় ব্যাস্ত।



যেখানে পাখিদের উড়াল দেয়ার এক মহান উচ্চতা।

যার পানে উন্মোচিত হয় এক শুন্যতা ভরা

আলোকময় বিশ্বের। পেজা পেজা তুলোর মত

ভেসে যাওয়া ঘোলাটে ধুসর মেঘ দাঁড়িয়ে যায়

ক্ষনিকের তরে,স্তব্ধ হয়ে শোনে গভীর সংবেদনে

কম্পমান পাতার হিল্লোল।



সুদুর থেকে ভেসে আসে কোন এক

রাখালিয়া বাঁশির সুরের কাপন।

ডালে ডালে অদৃশ্য এক উদ্দীপ্ত যৌবন,

মৃদু ফিসফিস আর মাঝে মাঝে কার জন্য

মন কেমন করা এক সুদীর্ঘ দীর্ঘশ্বাস।



তাদের কাছে রেখে এসেছি আমার শৈশব,

যেন এক রঙ্গীন মায়াবী কাচের টুকরো।

যেন আলগোছে ধরা কারো নম্র করতলে।

যেন এক স্বতন্ত্র সঙ্গীতময় প্রান নানা সঙ্গতে,

বেজে ওঠে স্রোতস্বীনির অবিরাম জল কুন্তলে। ।

মন্তব্য ১০৬ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার খুব ভাল্লাগসে (^_^) ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৭

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ ইমরাজ কবির মুন ।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

বোকামন বলেছেন:
স্তব্ধ !!
কবিতার ফিসফিস গুঞ্জনে রহস্যময় জগতে হারিয়ে গেলুম। মন্তব্যে কেমন করে ভালোলাগা জানাবো বুঝে উঠতে পারছি না, সাধারণ পাঠক। খুব ভোরে কবিতাটি আগামীকাল আবার পড়বো। বারবার পড়লেও কবিতার স্বাদ চিরনতুন থাকবে, আপাতত এইটুকুই বলতে পারছি।।



১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩২

জুন বলেছেন: ঠিক আছে বোকামন কাল আবার পড়বেন কোন অসুবিধা নেই।
আপনার মন্তব্যের ভাষা শুনে কি বলবো বুঝতে পারছি না ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

সুরঞ্জনা বলেছেন: লেডি বতুতা এখন দস্তুর মত কবি!
ভালো কবি!

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২

জুন বলেছেন: লেডি বতুতা এখন ধীরে ধীরে সব দিকে হাত বাড়ানোর ব্যার্থ চেষ্টায় রত সুরঞ্জনা। ফলে কোনকিছুতেই কিছু একটা হয়ে উঠতে পারছে না :(
তুমি মাঝে মাঝে এসে কিছু বলো খুব ভালোলাগে আমার।
অনেক খুশী হই।
শুভেচ্ছা রইলো সকালের ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা দারুণ লেগেছে।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রফেসর শঙ্কু ভালোলাগার জন্য :)

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
আপনার গোছানো শব্দমালা দারুন হয়।
কবিতা পাঠে দারুন আনন্দ হয়।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৩

জুন বলেছেন: দারুন প্রশংসার জন্য দারুন এক ধন্যবাদ দুর্জয় :)
শুভেচ্ছা নিও আর সাথে থেক সকল হাবিজাবি লেখার :!>

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২৯

রিভানুলো বলেছেন: অন্যরকম এক ভালোলাগা রাখালিয়া বাঁশির সুরের সাথে সাথে :)
++++++্

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৬

জুন বলেছেন: অনেক ধন্যবাদ রিভানুলো সবসময় সাথে থাকার জন্য।
আপনার ব্যাতিক্রমী নামটা মনে থাকে সবসময়।
লিখেন না কেন ? অনেকদিন আপনার কোন পোষ্ট দেখি না !
শুভেচ্ছা দ্বিপ্রহরের :)

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

অর্ণব আর্ক বলেছেন: অনেক সুন্দর কবিতা। পড়তে ভালোই লাগলো। কিন্তু কাহিনী হচ্ছে ঐ বানপো সভ্যতার পোস্টটা আগে দেয়াতে ঐটাই আমার দৃষ্টি আকর্ষণ করছে বার বার। মনে হচ্ছে আরেকবার পড়ে আসি। যাই হোক আমি সাহিত্যিক নই। কবিতার মান যাচাই করার ক্ষমতাও নাই। শুধু পড়তে ভালো লাগলে পড়ি এই যা। এই কবিতাটা ভালোই লেগেছে একরকম। :)

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

জুন বলেছেন: কবিতা ভালোলাগবে কেন তোমার শুনি অর্নব /:)
তোমারতো প্রথম পছন্দ ভাঙ্গাচুড়া দালানকোঠা :P
তারপরও একরকম ভালোলাগার কথা শুনে অনেক অনেক ভালোলাগলো :)
বিশাল একটা ধন্যবাদ পড়া আর মন্তব্যের জন্য ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর +++

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

জুন বলেছেন: আপনার সুন্দর লেখাটা দেখে আমার ছোটবেলার লুকোচুরি খেলার 'টুকি' কথাটা মনে পড়ে গেল আমিনুর রহমান :)
সাথে আছেন সবসময় তার জন্য অসংখ্য ধন্যবাদ।

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

আরজু পনি বলেছেন:

কবি, ১০ নম্বর প্লাস রইল ।

এনার্জি নাই, ঘুমাতে যাব :(

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০২

জুন বলেছেন: প্লাসের জন্য রাশি রাশি ধন্যবাদ পনি :)

তো এখন ঘুম থেকে উঠেছেন কি ;)

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

জুন বলেছেন: মাসুম আহমদ ১৪ এর ভালোলেগেছে জেনে আমারও অনেক ভালোলাগলো। ধন্যবাদ সাথে থাকার জন্য :)

১১| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ১১ তম প্লাস। ভাল লাগলো ।

যেন এক স্বতন্ত্র সঙ্গীতময় প্রান নানা সঙ্গতে
বেজে ওঠে স্রোতস্বীনির অবিরাম জল কুন্তলে।
দারুণ

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪

জুন বলেছেন: ভালোলাগলো জেনে আমার অনেক ভালোলাগলো সেলিম আনয়ার।
সন্ধ্যার শুভেচ্ছা জানবেন। আর শীঘ্রই সুন্দর সুন্দর কবিতায় আপনার ব্লগ পাতাটি ভরে উঠুক সেই কামনায় ।

১২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৮

প্রিন্স হেক্টর বলেছেন: নীরবে ১২ তম ভালো লাগা জানিয়ে গেলাম

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭

জুন বলেছেন: হোমারের বই পড়ে যতটুকু ধারণা আমার তাতে বীর হেক্টর কোনদিন নীরবে কিছু বলেছিল কি না আমার জানা নেই প্রিন্স
:(
আপনি সরবেই বলে যাবেন ভবিষ্যতে সে আশায় থাকলাম :)
সন্ধ্যার শুভেচ্ছা.।.।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার , চমৎকার ! মুগ্ধপাঠ ! নিয়মিত কবিতা লিখার অনুরোধ রেখে গেলাম !

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪০

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
আপনার চমৎকার পোষ্টটি দেখেছি কিন্ত নানা কারনে কিছু বলা হয়ে উঠেনি। তার মধ্যে প্রধান নেট সমস্যা। অচিরেই আসছি :)

১৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭

মামুন রশিদ বলেছেন: ওয়াও! খুব সুন্দর লিখেছেন আপু ।



১৩তম ভাললাগা :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২

জুন বলেছেন: আপনার হাসি মুখ অশুভ ১৩ নং ভালোলাগাকে অনেক শুভ করে দিয়ে গিয়েছে মামুন রশিদ । আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে আছেন সবসময় :)

১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৩

কয়েস সামী বলেছেন: ভাল্লাগসে!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪

জুন বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে আমারো ভালোলাগলো কয়েস সামী :)

১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: জুন,


..."রেশম, নরম, বুকওয়ালা সাদা গাংচিলেরা
নেচেছিল সেকি কোন ভাটা আর জোয়ারের তালে..."
হ্যা, তবে আপনার কবিতার মতো রেশম, নরম, হয়ে উঠতে পারেনি তারা ।

আপনার কবিতার কথারা "মাতাল হাওয়ায় পাতাদের শর্‌ শর্‌ শব্দ গুঞ্জন!"এর মতো গান গেয়ে গেছে যেন ।

কবিতার "..ডালে ডালে অদৃশ্য এক উদ্দীপ্ত যৌবন.." এর দেখা মিললো বুঝি ! .."পৃথিবীর বাসন্তী হৃদয় সুবাস..." এর গন্ধ ছড়িয়ে গেছে যেন তা । ঢেউ তুলে গেছে শব্দ-স্রোতস্বীনির অবিরাম জল কুন্তলে।

"এরপরও কি আছে এমন আকাশ! "
না, নেই । যে ছবি আঁকলেন কবিতায়, তার বর্ণাঢ্য আকাশ যেন আলগোছে ধরা পড়ে গেছে কারো নম্র করতলে.......

সুপ্রভাত ........

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৩

জুন বলেছেন: আহমেদ জী এস প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মুল্যবান সময় আর ব্যাস্ততার মাঝেও এসে প্রতিটি লাইন খুটিয়ে দেখে তার বিশ্লেষন করে সুন্দর একটি মন্তব্য করে যাবার জন্য। আপনার মন্তব্য আমার পোষ্টের একটি অলংকার এ হয়তো আমি আগেও বলেছি । তাই চর্বিত চর্বনে না গিয়ে বলবো আমারই এই কবিতার একটি লাইন।

নম্র করতলের ফাক গলে পরে যায় রঙ্গীন কাচের ঝলমলে টুকরো সেই সাথে ভেসে যায় মন কেমন করা দীর্ঘ এক দীর্ঘশ্বাস
সন্ধ্যার শুভেচ্ছা জানবেন।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

সোহাগ সকাল বলেছেন: আপনার কবিতা মনেহয় এইটাই প্রথম পড়লাম। কি সুন্দর কবিতা লেখেন আপনি! :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩২

জুন বলেছেন: তাই নাকি সোহাগ সকাল ! আমিতো আমার সামু জীবনের প্রথম থেকেই কিছু কিছু কবিতা লিখেছি । অবশ্য তা যদি ব্যকরণসন্মত ভাবে কবিতা হয়ে থাকে :!>
ভালোলেগেছে জেনে অনেক অনেক ধন্যবাদ :)

১৮| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৮

সোহাগ সকাল বলেছেন: আপনার কবিতা মনেহয় এইটাই প্রথম পড়লাম। কি সুন্দর কবিতা লেখেন আপনি! :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩

জুন বলেছেন: হু তাই তো মনে হচ্ছে সোহাগ সোকাল :)

১৯| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

++++++++

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৫

জুন বলেছেন: সব সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন ইরফান আহমেদ বর্ষন :)

২০| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১

সায়েম মুন বলেছেন: কোমল কবিতায় অনেক ভাললাগা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

জুন বলেছেন: তোমার জন্যও রইলো অনেক অনেক শুভেচ্ছা মুন :)

২১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: :)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

জুন বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা :) :)

২২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২

মোঃমোজাম হক বলেছেন: মারহাবা,অনেক সুন্দর কবিতা।

আর কতো গুণ থাকলে গুণবতী বলা যাবে ;)

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৯

জুন বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ মোজাম ভাই সাথে থাকার জন্য :)
আমার এত গুনের কথা আজ জানলেন :||
=p~ =p~

অটঃ নোয়াখালির কাছে গুনবতী বলে একটা রেল স্টেশন আছে দেখেছেন কখনো ??

২৩| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২২

সুপান্থ সুরাহী বলেছেন:
জুনাপু তো এখন পুরোদস্তুর কবি বনে যাচ্ছেন দেখছি...

নিজের ফেলে আসা দিনগুলোর জন্য এমন শব্দমালা আর কজনই বা গেথেছেন?

সুন্দরম!!!

ধন্যবাদ...

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬

জুন বলেছেন: সুপান্থ তুমি তো অনেক পুরোনো ব্লগার তুমি তো আমাকে এর আগেও কবিতা লিখতে দেখেছো তাই না ! যদি সেগুলোকে কবিতা বলে অভিষিক্ত করা যায় আর কি :#>
সুন্দর লাগলো বলে অনেক ধন্যবাদ তোমাকে ।

ভালো থেকো সপরিবারে সকালের শুভ্র শুভেচ্ছায়....।

২৪| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! কবিতা এবং ছবি দুটোই ভালো লাগলো ।
শুভকামনা আপু

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

জুন বলেছেন: আপনি বলেছেন যখন তখন শুনে অনেক ভালোলাগলো। মনে হচ্ছে একটু হলেও কোথাও একটি হরফও হয়তো একটু ভালো লিখেছি অর্পনা মন্ময়।
সবসময় ভালো থাকুন অনেক অনেক এই কামনা করি :)

২৫| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪০

শায়মা বলেছেন: শৈশব সবচেয়ে সুন্দর সময়!!!

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২১

জুন বলেছেন: এটা কি আর বলতে শায়মা । মনে আছে কি আমাদের একজন প্রিয় ব্লগারের লেখা দুরন্ত শৈশবের কাহিনী :P
মন্তব্যের জন্য সকাল সকাল একরাশ শুভেচ্ছা :)

২৬| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখনো আপনি জীবনানন্দ দাশের কবিতা সবচেয়ে বেশি পড়েন মনে করি।

কবির জন্য শুভেচ্ছা রইলো।

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৭

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে জুলিয়ান সিদ্দিকী । ভিনি ভিডি ভিসি । আসলেন আর এসেই দারুন একটা মন্তব্য করলেন। আমি কৃতজ্ঞ। কিন্ত সত্যি কথা হলো আমার উপর কারো প্রভাব আছে বলে আমি কখনো ভাবি না এক জুন ছাড়া :)
নিজে নিজেই যা পারি টুকটাক লিখি আরকি। কবিতার চেয়েও গল্পের বই পড়তে বেশি ভালোবাসি মোদ্দা কথা হলো পড়তে ভালোবাসি তা সেটা মুড়ির ঠোঙ্গাই হোক :#>
অনেক অনেক ধন্যবাদ আপনার অনুপ্রেরণাপুর্ন মন্তব্যের জন্য।
শুভেচ্ছা সকালের ....।

২৭| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

রেজওয়ান তানিম বলেছেন: ব্লগচর্চা শুরুর পর থেকে কবিতা প্রচুর লেখা হচ্ছে। বিচিত্র বিষয় অনেকে সারাবছর লিখেও এরকম লিখতে পারেন নি যদিও অনেকে আছেন প্রতিটি কবিতাই ভাল লেখেন

আপনার কবিতা ভালো হয়েছে। যদিও সামান্য জীবনানন্দের প্রভাব আছে, তবুও বেশ ভাল

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮

জুন বলেছেন: তাই হয়তো বা হতেও পারে তানিম । আমি তো ছাই আমার জীবনের লক্ষ্যই স্থির করতে পারলাম না আজ অব্দি।
তুমি যখন ভালো বলেছো তখন কিছুটা হলেও ভালো হয়েছে ধরে নিলাম।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে মন্তব্যের জন্য আর অপরান্হের শুভেচ্ছা জেনো :)

২৮| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ আপু! :)

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ আজ আমি কোথাও যাবো না :)

২৯| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

সকাল রয় বলেছেন:
কবিতার ভাষা সহজ বলে পড়তে বেশ আরাম বোধ হলো।
ভাষা আর শব্দ মিলে যেন একটা গল্প থেকে ঘুড়ে আসলাম।
এভাবে লিখতে থাকলে একসময় সুন্দর কবিতা হয়ে উঠবে।

সবচে ভালো লেগেছে যে আপনি কবিতায় হাত দিয়েছেন একোবারে কবিদের মতো করে।

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা সব সময়ের জন্য

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

জুন বলেছেন: আমি সহজ সরল মানবী সকাল তাই আমার প্রকাশ ও সরল । কোন জটিলতা আমি চিন্তাও করতে পারি না। তাই পারি না কোন রহস্যময় চরিত্র চিত্রন করতে । অনেক দিন ধরে সাথে আছো তার জন্য জেনে রেখো আমার অন্তর থেকে শুভকামনা যার মধ্যে কোন অভিনয় বা কালিমা মাখা নেই :)
ভালো থেকো সবসময় সকাল দিন রাত্রি পর্যন্ত।

৩০| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতার কিছুটা বোল্ড করলাম:

সুদুর থেকে ভেসে আসে কোন এক
রাখালিয়া বাঁশির সুরের কাপন।
ডালে ডালে অদৃশ্য এক উদ্দীপ্ত যৌবন,
মৃদু ফিসফিস আর মাঝে মাঝে কার জন্য
মন কেমন করা এক সুদীর্ঘ দীর্ঘশ্বাস।


+++++++++++

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

জুন বলেছেন: সুদীর্ঘ দীর্ঘশ্বাস তাও আবার মন কেমন করা ।।আরেহ দীর্ঘশ্বাস তো দীর্ঘই হয় একি কোন ছোট জিনিস বলুন সোনালী ডানার চিল ??:)

আপনার নিক নামটা ভারী সুন্দর ইশ আমার নামটা যদি বদলে ফেলা যেত ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার পছন্দের লাইন কটি কোট করায় :)

৩১| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আরুশা বলেছেন: মৃদু ফিসফিস আর মাঝে মাঝে কার জন্য
মন কেমন করা এক সুদীর্ঘ দীর্ঘশ্বাস।


জুন আপা অনেক ভালোলাগলো এই কবিতা আর কথাগুলো দারুন।
আর অন্য কিছু না আপনার কাছে শুধু কবিতার প্রত্যাশী রইলাম :)
+++++্

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

জুন বলেছেন: মন্তব্যের উত্তর দিতে দেরী হলো আরুশা আশা করি কিছু মনে করবেনা।
ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ :)
যে লাইন দুটো কোট করেছো তা আমারও প্রিয়।

৩২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অদ্ভুদ মোহময় একটা কবিতা।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৬

জুন বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সজীব। তোমার আজকের কবিতাটি অনেক সুন্দর হয়েছে।

৩৩| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

নেক্সাস বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে। তবে প্রথম কবিতা হিসেবে ছন্দ বিন্যাসে কিছুটা হোঁচট আছে।

আর কেউ কেউ বলছেন জীবনানন্দের প্রভাব আছে। আমার কিন্তু তা মনে হয়নি। পুরোটাই স্বতন্ত্র মনে হয়েছে। প্রভাব বলতে যে জিনিসটা বুঝায় সেটা হল তত্ত্ব এবং দর্শন। সেটা অনেক গভীর বিষয়।

যাই হোক কবি হিসেবে স্বাগতম আমাদের কাউয়ার হাটে। আমরা আরেকজন সাথী পেলাম।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১

জুন বলেছেন: প্রথম কবিতা না নেক্সাস আমি আগেও দু একটা অখাদ্য কবিতা লিখেছি।
এই অসুস্থ শরীর নিয়েও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩৪| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬

ঢাকাবাসী বলেছেন: তাদের কাছে রেখে এসেছি আমার শৈশব.. । আপনার কবিতা পড়িনি আগে। শব্দচয়ন সুন্দর। ভাল লাগল।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২২

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভালোলাগার জন্য :)

৩৫| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
শেষ প্যারাটা খুব খুব ভাল লাগছে।

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নাজিম উদ দৌলা :)

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২১

ভিয়েনাস বলেছেন: মাতাল হাওয়ায় পাতাদের শর্‌ শর্‌ শব্দ গুঞ্জন!
যেখানে বয়ে চলে পৃথিবীর বাসন্তী হৃদয় সুবাস।


পুরোটাই চমৎকার :)

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫

জুন বলেছেন: ভিয়েনাস আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ সবসময় সাথে থেকে উৎসাহ দেবার জন্য :)

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

বোকামন বলেছেন:




“শুন্যতা ভরা
আলোকময় বিশ্বের। পেজা পেজা তুলোর মত
ভেসে যাওয়া ঘোলাটে ধুসর মেঘ”


স্বতন্ত্র সঙ্গীতময় প্রান নানা সঙ্গতে,
বেজে ওঠে স্রোতস্বীনির অবিরাম জল কুন্তলে


খুব ভোরেই পড়েছিলাম কবিতাটি। সত্যি অ সা ধা র ণ একটি কবিতা। আবেগ প্রকাশের পরিপক্বতা থেকেই লেখক কবি হয়ে উঠেন। আমার ধারনা। কবিতাটি সংগ্রহে রেখে দিলুম। ভালো থাকুন অনেক। ধন্যবাদ।।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

জুন বলেছেন: বোকামন আমি অনেক আনন্দিত আপনি আবার এসেছেন আর সাথে করে নিয়ে গেছেন আমার একটি কবিতা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩৮| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০

ত্রিশোনকু বলেছেন: ভাল্লাগলো খুব। ছোটবেলায় ফিরে ফিয়েছিলাম। চিটাগাং এয়ারপোর্ট থেকে বাসায় আসার সময় রাস্তা ছিল একটাই-কর্ণফুলীর পাড় দিয়ে। পৃথিবীর সুন্দরতম রাস্তা। নদীতে একটার পর একটা জাহাজ নোংগর করা। আর তাতে শয়ে শয়ে গাংচিল।

সুন্দর কবিতা। তোমার গদ্যের মতই।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

জুন বলেছেন: সেদিনও কক্সবাজার থেকে ঢাকা আসার জন্য চিটাগাং এয়ারপোর্টে যাবার পথে কর্নফুলী পোর্টে অনেক গাঙ্গচিল দেখলাম জাহাজের ভীড়ে।
তোমার মত কবি/লেখকের আমার কবিতা ভালোলাগার জন্য অনেক ভালোলাগা রইলো ত্রিশঙ্কু। গদ্যের প্রশংসার জন্য আরেকদফা ধন্যবাদ :)

৩৯| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি অতি বড় কাব্য বোদ্ধা নই। আমি সেই কবিতা পড়তে ভালোবাসি, যেটা আমার কাছে ভালো লাগে। আমি সেই কবিতাকে অসাধারন বলি ও মুগ্ধ হই, যেটা পড়ে আমার ভিতরে খুব চমৎকার কিছু অনুভূতির সৃষ্টি হয়। তাই সেই হিসাবে সত্যি আমার কবিতা অনেক ভালো লেগেছে। আপনি তো আপু দিন দিন মুগ্ধ করেই চলেছেন, কবিতা, গল্প, ভ্রমন ব্লগ, অনুবাদ!!! সব কিছুই আপনার অনেক চমৎকার হচ্ছে।

নেন, আপনাকে একটা গাংচিল উপহার দিলাম।


আমার তোলা ছবি, হাতিয়া থেকে চট্রগ্রাম যাবার পথে, সমুদ্রে!

১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাল্পনিক। আমিও মুগ্ধ হোলাম তোমার অসাধারণ এই কমেন্ট আর আমাকে দেয়া ছবিটি দেখে।
হায় গাংচিল কি সত্যি অপরূপ তাদের সৌন্দর্য্য আরেকটি পাখি হলো আলবাট্রস।
শুভেচ্ছা সন্ধ্যার।

৪০| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার কবিতা* = আপনার কবিতা।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮

জুন বলেছেন: হ্যা আমি বুঝেছি কাল্পনিক । সত্যি বলতে কি প্রথমে অবশ্য একটু কনফিউজড হয়েছিলাম :!>
অনেক অনেক ধন্যবাদ :)

৪১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

সোমহেপি বলেছেন: আহ কি উৎসাহ দিতাছে মানুষে :)

কবিতা কিন্ত্ত বেশি ভালৈা হয় নাই।নতুন বইলা বাতাশ দিতাছে আর কি! হু!

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

জুন বলেছেন: ঈশ কোইত্থিকা আসছে এতদ্দিন পর হু ! আমি নতুন ! কউ কি :-*
চশমাটা একটু পইরা দেখ :-B
হা হা হা কি খবর অনেক দিন পর গরীবের দুয়ারে হাতীর পারা :P
ভালো তো সব ? অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা সোমহেপি :)

৪২| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


জুন আপু আপনার লেখা একটি অনবদ্য কবিতা পড়লাম।

+++ রইল। শুভ কামনা সবসময়ের জন্য।

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য । তবে অনাবদ্য হয়েছে কি না জানি না। লিখে যাই মনের আনন্দে পরে থাকা সময়গুলো কাজে লাগাই আর কি । সাথে থেকে উৎসাহ দাও এ আমার অতিরিক্ত পাওনা।

তোমাদের জন্য ও রইলো আমার অনেক শুভকামনা কান্ডারী :)

৪৩| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

আমিনুর রহমান বলেছেন:



আপু আপনেও তো টুকি কথা বলে আমারে ছেলেবেলার কথা মনে করিয়ে দিলেন। কেন যে বড় হইলাম :(

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

জুন বলেছেন: আহা তাইতো কি দুঃখ আমিনুর রহমান :)
আবার যখন ছোট থাকবেন তখন বড় হওয়ার জন্য কান্নাকাটি :((

৪৪| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬

অদৃশ্য বলেছেন:





আপু

এই লিখাটিও পড়া হলো... বেশ ভালো লেগেছে আমার...

আপনার কবিতা এর আগে সম্ভবত আরো একটি পড়েছিলাম...এটা দ্বিতীয়... আর এর পরেরগুলোর অপেক্ষাতেও রয়ে গেলাম...


শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭

জুন বলেছেন: ভাললাগার জন্য অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য :)

৪৫| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, আপনি কবিতা লিখেন তা আমি এ কবিতাটা দেখবার আগে জানতাম না (মনে পড়ে না)। তবে দারুণ লিখেছেন। শেষ প্যারা অসাধারণ।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৫

জুন বলেছেন: কবিতা আর গল্পে আপনার মন্তব্য আমাকে দারুন উৎসাহিত করে ছাই ভাই এটা মনে হয় আমার না উল্লেখ করলেও আপনি বুঝতে সক্ষম।
আপনার ভালোলাগার মত দুটি লাইন লিখতে পেরে আমিও অত্যন্ত খুশী :)

অনেক ব্যাস্ত থাকেন বুঝলাম।কারণ হলো আপনি কিন্ত আমার এই কবিতায় মন্তব্য করেছিলেন। মনে নেই মনে হয় :#> Click This Link

৪৬| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: কেমন কঠিন কঠিন কবিতা। কি মন্তব্য করি সেটাই বুঝে পাচ্ছিনা :|

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

জুন বলেছেন: কোথায় কঠিন কুনো :-* অবশ্য ব্যাঙ্গের কাছে সবই কঠিন শুধু এক লাফে পগার পার হওয়া ছাড়া :)
মন্তব্যের জন্য ধন্যবাদ এক কন্টেইনার :P

৪৭| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা।

++++ ও ভাললাগা রেখে গেলাম।

২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৮

জুন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভালোলেগেছে বলে স্নিগ্ধ শোভন :)

৪৮| ২২ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৫

রাইসুল নয়ন বলেছেন: এলোমেলো লাগছে আমি সহ মুহূর্তরা!!!
চলে যাই সেই ভালো বরং অপরিচিত বাতাসে মুখ লুকাই!

২২ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২২

জুন বলেছেন: হু আমিও তাই ভাবছি নয়ন কই মুখ লুকিয়ে আছে ! দেখি না কেন :)
কবিতা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আর সকালের শুভেচ্ছা...

৪৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: দূর্দান্ত।

আমি তো জানতাম আপনি ঘুরে বেড়ান আর ভ্রমণকাহিনী লিখেন শুধু :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬

জুন বলেছেন: ঠিকই জেনেছেন আপনি প্লিওসিন আমি এক সৌখিন পর্যটক। তবে আমি গত সাড়ে তিন বছরে অনেক গল্প কবিতা আর প্রবন্ধও লিখেছি । জানিনা আপনারা সেগুলোকে সে সব সাহিত্যের মর্যাদায় ভুষিত করবেন কি না।
আপনি এসেছেন আমি অত্যন্ত খুশী হয়েছি সাথে কবিতা আপনার ভালোলেগেছে জেনে :)

৫০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা।

অনেক অনেক ++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

জুন বলেছেন: সুন্দর লেগেছে জেনে মনটা খুশি হয়ে উঠলো :)

অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা রইলো রাতুল।

৫১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: কিছু ভালো লাগার পংক্তিঃ
যেখানে বয়ে চলে পৃথিবীর বাসন্তী হৃদয় সুবাস --

ডালে ডালে অদৃশ্য এক উদ্দীপ্ত যৌবন,
মৃদু ফিসফিস আর মাঝে মাঝে কার জন্য
মন কেমন করা এক সুদীর্ঘ দীর্ঘশ্বাস।
--

যেন এক স্বতন্ত্র সঙ্গীতময় প্রান নানা সঙ্গতে,
বেজে ওঠে স্রোতস্বীনির অবিরাম জল কুন্তলে
--

কবিতা ভালো লেগেছে। ৩৯তম 'লাইক'। ১২, ১৬, ২৯ আর ৪৫ নম্বর মন্তব্যের উত্তরগুলোও ভালো লেগেছে। সেগুলোতেও 'লাইক'।

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৯

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমার ও প্রিয় এই কবিতাটি পড়া ও মন্তব্যের জন্য খায়রুল হাসান। এই সব কবিতা নিয়ে বই প্রকাশের কথা ভাবিনা কখনো । কারন পাঠক ও ক্রেতা সমস্যা :)

৫২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: সুদুর থেকে ভেসে আসে কোন এক
রাখালিয়া বাঁশির সুরের কাপন।
ডালে ডালে অদৃশ্য এক উদ্দীপ্ত যৌবন,
মৃদু ফিসফিস আর মাঝে মাঝে কার জন্য
মন কেমন করা এক সুদীর্ঘ দীর্ঘশ্বাস।


.........মনটা হারিয়ে গিয়েছিলো সেই ছেলে বেলায়, ভালোলাগা জানিয়ে গেলাম আপু

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৩

জুন বলেছেন: ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ সাদা মনের মানুষ। আমার কবিতাটি যদি এখন লিখতাম তবে অবশ্যই আপনার গাংচিলের ছবি থেকে একটা নিতাম এখানে ব্যবহারের জন্য আপনার অনুমতি সাপেক্ষে :)
শুভেচ্ছা রইলো

৫৩| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: দীর্ঘশ্বাস ।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

জুন বলেছেন: আহা আমার কবিতা পড়ে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো সাধু!
যাই হোক কবিতাটি পড়ার জন্য অকৃত্রিম ভালোলাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.