নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

চির চেনা সেই ইনানী বীচ... আমার ছেলের চোখে (ছবি ব্লগ)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

অপরান্হ থেকে গোধুলী পর্যন্ত ইনানীর বীচে রঙের খেলা













































মন্তব্য ১৪০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

রাধাচূড়া ফুল বলেছেন: খুব সুন্দর ছবিগুলো!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

জুন বলেছেন: অনেক ধন্যবাদ রাধাচুড়া ফুল :)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ অদ্বিতীয়া আমি :)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর হয়েছে ছবিগুলো :) :) :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

জুন বলেছেন: খুব খুশি হোলাম ইরফান আহমেদ বর্ষন :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: চমৎকার ছবিব্লগ !!


পুত্রের চোখে মায়ের শিল্পিত ছোঁয়া পেলাম :)


++

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন । এর আগেও ওর তোলা ছবি নিয়ে দুটো ছবি ব্লগ দিয়েছি একটা সুন্দরবনের উপর আরেকটা থাইল্যান্ডের কোহ সি চাং দ্বীপ এর।
শুভেচ্ছা সকালের :)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

সায়েম মুন বলেছেন: নাইস। ভাইগ্না খুব সুন্দর ছবি উঠায়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

জুন বলেছেন: অনেক ধন্যবাদ মুন, ভাগ্নেকে জানিয়ে দেব মামার ভালোলাগা :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

ছবি দেখে আরও একবার যেন ঘুরে এলাম

চমৎকার সব ছবি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

জুন বলেছেন: কই থেকে ঘুরে আসলে কান্ডারী :-*
হা হা হা অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য।
প্রাপককে জানিয়ে দেব :)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

এহসান সাবির বলেছেন: ওফ!!! দারুন সব ছবি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা এহসান সাবির :)
ভালো থাকুন সবসময় এই কামনায় .....।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
এত্ত এত্ত সুন্দর !
বাহ !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪

জুন বলেছেন: হু এত্ত এত্ত সুন্দর ইমরাজ কবির মুন 8-|
অনেক ধন্যবাদ সাথে শুভেচ্ছা একরাশ :)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: দেখলাম পুত্রের চোখে ইনানি বিচে রঙের খেলা।

শেয়ার করার জন্য ধন্যবাদ, জুন :)
শুভেচ্ছা!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাঈনুদ্দিন মইনুল সাথে আছেন বলে :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

শেরজা তপন বলেছেন: আপনার ফটোগ্রাফির কারিশমায় চিরচেনা ইনানী বিচ'কে তো চিনতে পারছিনা B:-)
দারুন ফটোগ্রাফি!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

জুন বলেছেন: আমার না তপন আমার ছেলের ক্যারিশমা :)
অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা মন্তব্যের জন্য ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

আমিনুর রহমান বলেছেন:



দুর্দান্ত ফটোগ্রাফি।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক ভালোলাগলো কারন ছবিগুলো আমার ছেলের তোলা আমিনুর :)

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ অভি আপনাকে :)

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: চির চেনা সেই ইনানী বীচকে দেখলাম নতুন চোখে। চমৎকার ফটোগ্রাফি অনেক ভালো লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

জুন বলেছেন: কুনোর চোখে সমুদ্র ভালোলাগলো শুনে কি যে ভালোলাগলো :)
অনেক অনেক ধন্যবাদ

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: চির চেনা সেই ইনানী বীচকে দেখলাম নতুন চোখে। চমৎকার ফটোগ্রাফি অনেক ভালো লাগলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

জুন বলেছেন: #:-S #:-S

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর সব ছবি, বিশেষ করে নিচের থেকে ৩ নম্বর!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৪

জুন বলেছেন: আপনার ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো ৎঁৎঁৎঁ :)

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

শীলা শিপা বলেছেন: চমৎকার সব ছবি... দেখে ওখানে যেতে ইচ্ছে করছে...

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২০

জুন বলেছেন: ঘুরে আসুন শীলা শিপা, ইনানী রিসোর্টে থাকবেন খুবই সুন্দর ।
লাবনী পয়েন্ট আর কলাতলীতো এখন বাজার হয়ে গেছে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার ছেলেতো বহুত গুনী, সুন্দর ছবি তোলে। :)

দোয়া রইল আপনার ছেলের জন্য যাতে তাড়াতাড়ি আপনাকে দাদী বানাতে পারে... ;) ;) :P :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

জুন বলেছেন: এই দোয়া করে লাভ নেই জহির :(
সেদিন ঠাট্টা করে বললাম তোমার জন্য পাত্রী দেখবো নাকি । সে হেসে বল্লো 'মাথা খারাপ আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি ? দাদুর মত কথা বললে দেখি বিড়ালের গলায় শুটকির ছালা :P আর আমার বয়স চল্লিশের আগে বিয়ের কথাই বলবে না X((
শুনে বললাম বাবা কবর থেকেই তোমার বৌ দেখবো :(
প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা জহির।
ভাল থেক

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

শ্যামল জাহির বলেছেন: চোখ জুড়িয়ে গেল!
আপনার ছেলে একটা ধন্যবাদ প্রাপ্য।

অগণিত প্লাস!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৭

জুন বলেছেন: আপনাকেও আমার ছেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা শ্যামল জহির :)

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

রাতুল_শাহ বলেছেন: বহু সেকেন্ড থেকে সাদা পেজ দেখছি।

সাদা পেজে ভাল লাগা রইলো।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

জুন বলেছেন: :( :(

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

দুঃস্বপ্০০৭ বলেছেন: বাহ !! চোখ জুড়িয়ে গেল । +++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা দুঃস্বপ০০৭ :)
আশাকরি খুব শিজ্ঞিরই আপনার সুস্বপ্ন দেখার দিন ফিরে আসুক

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

আমি ইহতিব বলেছেন: এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, কক্সবাজারের তুলনায় এখানে মানুষ কম বলে এখানকার নির্জণতা এই জায়গাটিকে আরো সুন্দর করেছে। আপনার জন্য আমার সংগ্রহে থাকা দুটো ছবি দিলাম। ছবি অ্যাড করা যাচ্ছেনা তাই লিংক দিলাম।

হিমছড়ি পাহাড় থেকে

ইনানি বিচের সন্ধ্যার রূপ





২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

জুন বলেছেন: আসলেও লাবনী আর কলাতলী সৈকতের চেয়ে ইনানী এখনো মনোরম।
দারুন দুটো ছবি শেয়ার জন্য আর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন আমি ইহতিব। আশাকরি ভাই আর মেয়েকে নিয়ে ভালো আছেন ।

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: জুন,

অতি পরিচিত একটি সৈকতের কোলাহলমুখরতাকে ছাপিয়ে শান্ত -সমাহিত একটি নিঃস্বর্গের রূপ তুলে ধরেছে যেন আপনার ছেলের ক্যামেরার লেন্স । ক্যামেরা কথা বলে গেছে হয়তো কিন্তু কথা বলিয়েছে যে ছেলে তাকে অনেক আশীর্বাদ ।

সব সুন্দরের মাঝে শেষের অস্তরাগের ছবিটি যেন হৃদয় হরা ।

সেই অস্তরাগের শুভেচ্ছা সহ ......

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

জুন বলেছেন: আপনার আশীর্বাদ ধন্য আমার ছেলে এটা যেনে খুব ভালোলাগলো আহমেদ জীএস । আপনার সন্তানদের মত আমার ছেলেও যেন সমাজে একজন বলার মত শিক্ষিত, সৎ চরিত্রবান, উজ্জ্বল বৈশিষ্টময় হয়ে উঠুক এটাই আমার একমাত্র কামনা ।
আপনার জন্যও রইলো সকালের একরাশ শুভকামনা ....

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

সাহিদা আশরাফি বলেছেন: চমৎকার ছবিব্লগ !!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে সাহিদা আশরাফি :)
ভালোলাগেছে জেনে অনেক খুশী লাগছে ....।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!! ছবি গুলো বেশ ভালো লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ কাল্পনিক _ভালোবাসা :)

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১

অ্যানোনিমাস বলেছেন: দারুণ লাগলো আপি :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

জুন বলেছেন: দারুন লেগেছে জেনে আমারও খুব ভালোলাগলো আ্যনোনিমাস :)

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি ক্যামেরায় তোলা জুনাপি? সুন্দর হয়েছে। দু'একটা ছবিতে ব্লু-কাস্ট একটু বেশি হয়েছে। তাতে কী? সব গুলোই সুন্দর লাগলো। গত বছর গিয়েছিলাম। আম্মুকে নিয়ে। ইনানী বীচ, হিমছড়ি, মহেশখালী। এবার ছুটি নিয়েছি একেবারে অসময়ে। মানে এখন। তাই কোথায়ও যাওয়া হচ্ছেনা। মন খারাপ। ঈদের পর যাওয়ার ইচ্ছা আছে থাইল্যান্ড। জানিনা, যাওয়া হবে কিনা। একান্ত না হলে, সুন্দরবন যাবো। কিন্তু তাও মন ঠিক সায় দিচ্ছে না। এই সময় সমুদ্র খুব একটা শান্ত থাকেনা। সমুদ্র শান্ত থাকে, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। নভেম্বরেও মাঝে মাঝে উত্তাল হয়ে উঠে। আমি দুই বছর আগে যেয়ে কি যে বিপদে পড়েছিলাম, আমিই জানি। সে এক করুণ কাহিনী। ইচ্ছে আছে সেই কাহিনী লেখার, জানিনা আদৌ লেখা হবে কিনা। আমি যে অলস! এক জায়গায় বসে বেশিক্ষণ লিখতে পারিনা। মানে ধৈর্য্য একদম নাই। (একটা মন খারাপের ইমো।)

ভালো থাকবেন জুনাপি। সব সময়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

জুন বলেছেন: Nikon D3100 এই ক্যামেরায় তোলা সজীব । আমার ছেলে আসলেও অনেক সুন্দর ছবি তুলতে পারে 8-| ভালোলেগেছে জেনে অনেক ভালোলাগলো। ওর তোলা ছবি দিয়ে আরো দুটো ছবি ব্লগ সময় থাকলে দেখো কেমন।
Click This Link
Click This Link
একবার নভেম্বরে সেন্ট মার্টিন গিয়ে আমারও অনেক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল।
লিখো সজীব তোমার অভিজ্ঞতা আমরা অপেক্ষায় থাকলাম :)

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

রাতুল_শাহ বলেছেন: সিরাম ছবি.............

++++++++++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৩

জুন বলেছেন: কিরাম রাতুল :-* :-*
এত্ত গুলো প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ছেলের পক্ষ থেকে :)
ভাগ্নের শশুর বাড়ী চাঁপাই বেড়াতে যাবো একদিন ।
তুমি কি ওখানে আছো না অন্য কোথাও ?

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮

নাইট রিডার বলেছেন: অসাধারন কতগুলো ছবি, কার তোলা? আপনার ছেলের?

উপর থেকে ১৩নম্বরটা দেখে মনে হচ্ছে একজন মানুষ বোতল বা ফ্লাস্ক থেকে পানি খাচ্ছে। এটা কি আমার ই দেখার ভুল নাকি আর কারও মনে হয়েছে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২

জুন বলেছেন: জী আমার ছেলের তোলা নাইট রিডার। উপরে ২৬ নং কমেন্টের উত্তরে আরো দুটো ছবি ব্লগের লিঙ্ক দিয়েছি ওগুলোও আমার ছেলের তোলা ।একটা সুন্দরবন আরেকটা থাইল্যান্ডের এক রাজকীয় দ্বীপ কোহ সি চাং ।

আমিও খেয়াল করেছি ১২,১৩ নং ছবি দুটো। আর কারো নজরে পরেছে কি না জানিনা নাইট রিডার।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মনযোগ দিয়ে আমার ছেলের তোলা ছবিগুলো দেখার জন্য।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩

ফারজুল আরেফিন বলেছেন: আপু ছেলের ছবি দেন; ভাগ্নের জন্য পাত্রি দেখি; আর আপনি আমার জন্য দেখেন। :!> :!> :#> :P B-)

ছবিগুলো অসাধারণ! :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

জুন বলেছেন: ভাগ্নের আগে মামার জন্য দেখতে হবে :) :)
ছবি ভালোলেগেছে শুনে অনেক খুশী হোলাম আরেফিন ।
শুভেচ্ছা রাত্রির

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: মুগ্ধ করে দিল ছবিগুলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর শঙ্কু :)

৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০

অ্যামাটার বলেছেন: সুন্দর!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ অ্যামাটার আপনাকে :)

৩২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: অসাধারণ। মনে হচ্ছে আমিও ছিলাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

জুন বলেছেন: হু উদার ভাই
আপনিও ছিলেন বটে
মধু তুলেছিলেন ঠোটে
দেখলেন গোফে চেটে
যায়নি কিছুই পেটে
:P
মনে আছে সব রাশান উপকথার শেষে এই ছড়াটার কথা ??
ভালোলাগার কথা শুনে মা এর ও অনেক ভালোলাগলো।
ভালো থাকুন সবসময় ।

৩৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

এম ই জাভেদ বলেছেন: ২৮ নং এ নাইট রিডারের মত মন্তব্যের মত আমার ও মনে হয়েছে ভুত শ্রেণীর কেউ কাদার ভেতর শুয়ে শুয়ে ফ্লাস্কে করে পানি খাচ্ছে !!!

অপূর্ব সব ছবি। রেজয়ানা আলি তনিমা হলে এই ফটো ব্লগের হেডিং দিতেন এভাবে- ইনানি বিচঃ আমার চোখে দেখা নয় ।

ভাল লাগল ভাইগ্নার তোলা ছবি গুলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

জুন বলেছেন: আমারও তাই মনে হয়েছে ছবিগুলো বাছাই করার সময় এম ই জাভেদ।
অনেক অনেক ধন্যবাদ ভালোলাগার জন্য :)
আমি মা তাই আমার ছেলের কথাটা উল্লেখ করতে আমার অনেক বেশী ভালোলেগেছে। নাহলে কত কিছুই তো হেডিং দেয়া যেত।
তনিমার সব হেডিংই সুন্দর :)

৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
ছবিগুলো সিম্পলি অসাম। :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ধন্যবাদ একজন আরমান :)

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ ভাল ছবি তুলার হাত ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

জুন বলেছেন: আমার ছেলের প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যাবর্তন@ আপনাকে।
শুভেচ্ছা রইলো

৩৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

ফারিয়া বলেছেন: ছবি, আর বিচের সবুজ শিশুগাছগুলোই সবেচেয়ে আকর্ষনীয় ব্যাপার! :) দারুন! B-))

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

জুন বলেছেন: ঠিকই বলেছেন ফারিয়া । অনেক অনেক আগে যখন কক্সবাজার যেতাম তখন এই গাছগুলো ভরা ছিল লাবনী পয়েন্টে। যার চিনহ মাত্র এখন দেখা যায় না।
ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

৩৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এমন সব জাগা দেখলে যাইতে মন চায়, কিন্তু যাওয়া আর হয় না। আপচুচ!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০

জুন বলেছেন: আফসোস কেন জুলিয়ান সিদ্দিকী :-*
ইচ্ছা করলেইতো যেতে পারেন এক্ষুনি ।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
আর এসব ই আমার ছেলের জন্য, তাই আরো ভালোলাগছে :)

৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ সব ছবি হইছে ++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২

জুন বলেছেন: ভালোলাগা আর প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ মাসুম ১৪ :)

৩৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: অসাম সব ছবি। ধন্যবাদ আমাদের কে দেখানোর জন্য

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেক্সাস আপনি যে এত তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে এসেছেন তার জন্য মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় :)

৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মুহিব বলেছেন: তাই নাকি? এইটা আমাদের ইনানী বিচ? নতুন করে দেখলাম।

ধন্যবাদ আপনার ছেলেকে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

জুন বলেছেন: তাই নাকি মুহিব ? শুনে অনেক খুশী হোলাম ।

অনেক অনেক ধন্যবাদ পোষ্ট দেখার জন্য :)

৪১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

অদৃশ্য বলেছেন:





জুনাপু

অসম্ভব সুন্দর সব ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গলাম... আপনার পুত্রের ছবির হাত যে খুবই ভালো তা ছবিগুলো একবার দেখলেই বুঝে নেওয়া যায়... প্রার্থনা রইলো একদিন যেন সে খুব ভালো একজন ফটোগ্রাফারও হয়ে ওঠে...

শুভকামনা...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

জুন বলেছেন: আপনার জন্যও রইলো অনেক শুভকামনা। সব সময় অদৃশ্য থেকেও নিরন্তর উৎসাহ দিয়ে যাবার জন্য ।
ছেলেকেও পৌছে দেব আপনার বার্তা :)

৪২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৯

লাবনী আক্তার বলেছেন: আহা! এমন সুন্দর করে যদি ছবি তুলতে পারতাম! :( :(


আপা খুব সুন্দর হয়েছে ছবিগুলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবনী আক্তার আপনাকে :)

৪৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) কেন আপু ইনানী থেকে ঘুরে এলাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

জুন বলেছেন: তাই নাকি কান্ডারী! আমি জানতামনা তো তাই হয়তো বলেছি। এবার একটা ছবি ব্লগের আশা করতেই পারি :)

৪৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছবিপোস্ট ভাললেগেছে। মা আর ছেলের ডাবল একশন পোস্ট।ভাল না লাগলে ।ভাললাগা মরে যাওয়া উচিৎ।মাকে অভিনন্দন দারুন পোস্টের জন্য।ছেলেকেও্

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

জুন বলেছেন: ভাল না লাগলে ।ভাললাগা মরে যাওয়া উচিৎ।
সত্যি সেলিম আনোয়ার এমন একটি অসাধারন বাক্যের জন্য আপনার অনন্যসাধারণ একটি ধন্যবাদ পাওয়া উচিত। খুব খুব ভালোলেগেছে কথাটি।
:)

৪৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭

সুস্মিতা শ্যামা বলেছেন: অসাধারণ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা সুস্মিতা শ্যামা :)

৪৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রাতুল_শাহ বলেছেন: তাই নাকি!!!!!

চলে আসেন। আন্ধাশা, আদি চমচম আর কালাই এর রুটি মিস করবেন না।

আমি এখন চট্টগ্রামে আছি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

জুন বলেছেন: হু এসব খেতে হলেও একবার চাঁপাই যেতে হবে রাতুল :)

৪৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

টুম্পা মনি বলেছেন: ওয়াও! অসাধারণ! কত্ত ভালো ভালো ফটোগ্রাফার ব্লগে!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

জুন বলেছেন: আপনাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা টুম্পামনি মন্তব্যের জন্য :)

৪৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আর আমার বয়স চল্লিশের আগে বিয়ের কথাই বলবে না

তার মানে আপনের পোলা ওয়েস্টার্ণ হয়া গেছে, ছেলে শেষ !!! ;) ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

জুন বলেছেন: ওয়েষ্টার্ন না জহির ওরিয়েন্টাল বলো :)
যেদিন সে এই কথা জানালো তারপর দিনই বল্লো, আম্মু এক ভিয়েত্নামি মেয়ে আমাকে লাইক করে :P

৪৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

যাযাবর৮১ বলেছেন:
ফোটুকে *+*+*+*+

লাগছে ফোটুক বড়ই ভালা
দূর হোক আঁধার কালা :)
ভাইগ্নারে দিলাম মালা
ভাইগ্না আমার বহুত ভালা। :-B


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: আরেহ যাযাবর অনেকদিন পর আপনাকে দেখলাম মনে হয় :)
কৈ হারিয়ে গিয়েছিলেন শুনি ?
আপনার এই কবিতার লাইনগুলো অনেক মিস করেছি ।
ভালো থাকুন আর সাথে থাকুন সবসময়।
ছবি ভালোলাগার কথা শুনে অনেক ভালোলাগলো :)

৫০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

রাখালছেলে বলেছেন: কষ্ট করে একবার হলেও সেইন্টমার্টিন ( নারিকেল জিনজিরায় ) ঘুরে আসুন । ছবি তুলার মত আরও কিছু পেয়ে যাবেন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

জুন বলেছেন: রাখাল ছেলে আমি স্কিপ করে উত্তর দেইনা তারপর ও বাধ্য হোলাম দিতে। আমি এ পর্যন্ত তিনবার সেন্ট মার্টিন ঘুরে এসেছি । আর প্রত্যেকবারই তিন দিন করে থেকেছি। আবার সামনে যাবো ইনশাল্লাহ ।
অনেক ভালোলেগেছে আমাদের সেখানে। কত ছবি তুলেছি তার ইয়াত্তা নেই। জানেন ই তো ডিজিটাল ক্যামেরায় ফিল্ম শেষ হয়না :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

৫১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর ছবিগুলো।

++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন স্নিগ্ধ শোভন :)

৫২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।
ভাগ্নের জন্য শুভকামনা।।

গুনী মায়ের গুনী ছেলে, আপনার ভ্রমন পোস্টের সব ছবির মুগ্ধতার পর ভাগ্নেও মুগ্ধ করলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৮

জুন বলেছেন: দারুন একটি মন্তব্যের জন্য অনেক ভালোলাগা দুর্জয়। নিজে লিখি, সাথে ছেলের কিছুও সবার সাথে শেয়ার করার বাসনা মা এর মনের মধ্যে থেকে যায় । তা থেকেই এই প্রচেষ্টা। তোমরা ভালো বলো, আমারও ভালোলাগে অনেক :)

৫৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

প‌্যাপিলন বলেছেন: সাবজেক্ট নিয়ে কিছু বলার নেই, তবে ফটোগ্রাফির হাত যে অসাধারণ তা বলতেই হয়

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

জুন বলেছেন: শুনে খুব ভালোলাগলো প্যাপিলন । ছেলের প্রশংসা মা এর ভালোলাগারই কথা তাই না ?
অনেক ভালো থাকবেন এই কামনায় .......

৫৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ছবির মধ্যে দিয়েই ইনানী বীচ ঘুরে আসলাম।

ইনানী বীচের নামেই যদিও আমার বুকটা হু হু করে ওঠে :(
নিজের কেনা প্রথম মুঠোফোনটা ওখানেই সমুদ্রে হারাইছিলাম কি না...

ছবিগুলো অনেক সুন্দর হইছে...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

জুন বলেছেন: রমাকান্তকামার ১১০১১৪৫ কি খবর ? অনেকদিন পর ব্লগে আসলেন তাও আবার আমার নেস্ক্যাফের মগে কফি খেতে খেতে :-* :P

ভালো আছেন কি জিজ্ঞেস করি কেমন করে, যখন আমার ছবি আপনার হৃদয় খুড়ে বেদনা জাগালো :(
ছবির প্রশংসা করার জন্য অনেক গুলো ধন্যবাদ আর শুভেচ্ছা :)

৫৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮

ভিয়েনাস বলেছেন: এক্সেপশনাল ফটোগরাফি ... অনেক ভালো হয়েছে :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ভিয়েনাস :)

৫৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

মেহেরুন বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো আপু। আপনার এবং আপনার ছেলের প্রতি শুভকামনা রইলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জুন বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মেহেরুন।
দেখি না কেন আপনাকে ব্লগে ?
কিছুদিনের বিরতি কি ?
শুভেচ্ছা রইলো
অনেক

৫৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

হুপফূলফরইভার বলেছেন: বাহ বাহ! ভাগ্নের ছবিতোলার দৃস্টি তো দেখছি সেইরাম চ্যুযি। ইতোপূর্বে আপনারই কোন একটা পোস্টে বোধয় সেইন্টামার্টিনের ছবি দেখেছিলাম ভাগ্নের ক্যামেরার চোখে। দারুন সব স্ন্যাপশট।

ভাগ্নের আম্মুটাকেও এত্ত সুন্দর পোস্টের জন্য য়্যাত্তবড় একটা ধন্যবাদ। :) ++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: কি বলো হুপ আমি তার তোলা ছবি দিয়ে দুটো পোষ্ট দিয়েছি ব্লগে । উপরে লিঙ্ক দিয়েছি দেখেছো মনে হয় । একটা সুন্দরবন আর থাইল্যান্ডের কোহ সি চাং দ্বীপ নিয়ে। দেখ সময় পেলে ।
তোমাকেও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য হুপ :)

৫৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ধুম্রজ্বাল বলেছেন: ইনানীতে একদিন ক্লাব এক্সপেডিয়া 'র অতিথি হবেন।
অগ্রিম দাওয়াত থাকলো

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২

জুন বলেছেন: বাহ দারুনতো তবেতো যেতেই হবে একবার । কিন্ত কি রেফারেন্স দেবো ? ধুম্রজ্বাল পাঠিয়েছে আমাদের এখানে =p~ =p~

৫৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

যাযাবর৮১ বলেছেন:

মাঝে মাঝে নিজের মাঝে শূণ্যতায় দেই ডুব
যাযাবর মনটারে চিনতে চেয়েছিলাম খুব,
এই হৃদয়ে জেগেছে আজ নব নব সৃষ্টি
দূরে বহুদূরে আজ আমার উদাসী দৃষ্টি।
আমি ভাবের মাঝে বন্দিত্ব করেছি বরণ
মাঝে মাঝে হারিয়ে যাওয়ার এটাই যে কারণ।


অনেক দিনের পর প্রত্যাবর্তন
বিচ্যুত হয়েছিল মোর আবর্তন :(
ক্ষমা করে আমায় করুন গ্রহন
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন :D


পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

জুন বলেছেন: যাক ফিরে এসেছেন দেখে খুব ভালোলাগছে যাযাবর :)
আপনার এই কবিতাগুলো সত্যি খুব মিস করেছি এতদিন ।

পূর্নতার মাঝে জীবন সাজুক
অপূর্নতার মাঝে পূর্নতা আসুক
শুভকামনা সর্বক্ষন
থাকুক সুস্থ দেহ মন :)

৬০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: দিলেন তো আরেকটা পুরানো ক্ষতে খোঁচা :( মগটাও এখন শুধুই ছবি। ধোয়ার সময় হাত থেকে ফসকে শত টুকরা :-<

ব্লগে আসলাম অনেক দিন পর। পরীক্ষা চলছিল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

জুন বলেছেন: ওক্কে সেল ফোনটা না দিতে পারলেও এমন একটা মগ আপনাকে গিফট করা যায় রমাকান্তকামার :)
খুবই দুঃখিত সর্বদা পুরোনো ক্ষত গুলো মনে করিয়ে দেয়ার জন্য :( :(
কেমন হলো পরীক্ষা ? আশাকরি ভালো ফলাফলই হবে :)

৬১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

মাহবু১৫৪ বলেছেন: দারূণ হয়েছে

+++++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

জুন বলেছেন: অনেক ভালো লাগে যখন পুরোনো পরিচিত মুখগুলোর একটি বাক্য দারুন লেখাটিও দেখি পোষ্টে :)
শুভেচ্ছা মাহবু ১৫৪

৬২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: অসাধারন হয়েছে!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ বটবৃক্ষ মা হিসেবে ছেলের প্রশংসা শুনতে :)

৬৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হায় হায়, শেষ পর্যন্ত ভিয়েতনাম !!! B:-) B:-)

আপু, এখনই সাপ, বিচ্ছু, কুকুর এগুলো রান্নার রেসিপি শেখা শুরু করেন, বউ আসলে একটা সারপ্রাইজ দিয়ে দিতে পারবেন... :P :P :P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১

জুন বলেছেন: নাহ জহির ভিয়েতনাম বাদ এখন চীন 8-|
তাই এসব রান্না আমাকে শিখতেই হবে :(

৬৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩

বড় বিলাই বলেছেন: সুন্দর জায়গার সুন্দর ছবি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

জুন বলেছেন: অনেক ধন্যবাদ বড় বিলাই অনেকদিন পর আপনাকে দেখে ভালোলাগলো।

৬৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

মাহমুদ০০৭ বলেছেন: খুব ভাল লাগল , এত সুন্দর করে তোলা ছবি ।
মুগ্ধ হলাম ।
ভাল থাকুন আপু । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২২

জুন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালোলেগেছে জেনে মাহমুদ০০৭ :)

৬৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

সায়েদা সোহেলী বলেছেন: মা কা বেটা! !! :)

।নিচের দিকে পাথরের ছবিগুলো অসাধারণ হয়েছে আপি ।

ভাগ্নের জন্য শুভকামনা পৌছে দিও

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১

জুন বলেছেন: পৌছে দিলাম আপনার শুভকামনা সায়েদা সোহেলী । সন্তানের প্রশংসা সব মায়েদের জন্যই গর্বের।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন।

৬৭| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: গিফট পাইতে কার না ভাল লাগে :)

পরীক্ষার ফলাফল কী হবে জানি না, অত্যাচারটা যে আপাতত শেষ হল তাতেই আমি খুশি...

আর রন্ধন প্রোজেক্ট এর জন্য শুভ কামনা... :#)

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:১১

জুন বলেছেন: তারপর কি হবে ? চাকরী ? সেওতো আরেক ঝঞ্ঝাটের জীবন রমাকান্তকামার।
গিফট টা পাওনা রইলো আপনার আগামী জন্মদিনে :)
আবার এসেছেন অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

৬৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

না পারভীন বলেছেন: অসাধারণ ছবি । ইনানী বীচে গেছি অনেক কয়েকবার । :)

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

জুন বলেছেন: আমারও যাওয়া হয়েছে বেশ কয়েকবারই। তবে এই ছবিগুলো আমার ছেলের তোলা ।তাই মনে হলো একটা ছবি ব্লগ দেই :)
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ না পারভীন ।

৬৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

অপূর্ণ রায়হান বলেছেন: ছবিগুলো আসলেই সুন্দর আপু :)

আবার কবে যাচ্ছেন ? নতুন একটা অনেক বড় রিসোর্ট হচ্ছে ওখানে । প্রোজেক্টটা শেষ হলে দেখার মতো হবে সেই হোটেলের জানালা থেকে ভিউ । সম্ভবত ৮ থেকে ১০ তলার মতো হবে , বিশাল । ছোটখাটো হোটেল নয় :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

জুন বলেছেন: ছবিগুলো ভালোলাগলো জেনে আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অপুর্ন । কক্সবাজার গেলে ইনানী যাওয়া হয়ই। সামনে যাবার কথা আছে । মনে হয়না তখন শেষ হবে সেই প্রজেক্ট। আল্লাহ চাহেতো কোন একদিন সেই রিসোর্টে থাকা হবে হয়তো ।

৭০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: খুব সুন্দর ছবিগুলো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: পোষ্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.