নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

জন্ম আমার ধন্য হলো মাগো (ছবি ব্লগ)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩


এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে.. গানে যত নদীর কথাই থাক এটা কিন্ত রূপসী সুরমা নদী, সিলেট।

ভ্রমন পিপাসু মন অনেক দেশেই ঘুর ঘুর করে এসেছে । সেই সব দেশের কোনটির আলো ঝলমলে ঝক ঝকে তকে তকে রূপ দেখে ক্ষনিকের তরে হয়তো মুগ্ধ হয়েছি, হয়েছি বিস্মিত আপ্লুত । কিন্ত মন পড়ে থাকে এই দুঃখিনী বাংলায়,আমার সোনার বাংলার মাটিতে, বাংলার রূপে। এ কথা আমি ব্লগে আগেও লিখেছি একাধিকবার।

পিয়াইন নদীর পাশে, সিলেট

তাইতো মনের কোনে অহর্নিশি বেজে চলে জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো । আর এমন আকুল করা ডাক শুনে কেউ ফিরে না এসে পারে বলুন ? আমি বা কেমন করে না এসে পারি আমার এই প্রিয় মাতৃভুমিতে ?


অপরূপ দৃশ্য সেই পিয়াইন নদী পথে, সিলেট



পাথর বেছানো অপরূপ বিছানাকান্দি , সিলেট


কে যায়রে ভাটি গাঙ বাইয়া ... ষাটনল , চাঁদপুর


পাহাড়ের খাজে মুখ গুজে থাকা মেঘের দল যেন কান্না হয়ে নেমে আসার অপেক্ষায়। মেঘালয়ের পাহাড়, সিলেট


জলের তলায় ডুবে থাকা আর ভেসে থাকা ঘাস, সুনামগঞ্জ


বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ , মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই ? লাউয়াছড়া । সিলেট।


ধুলোয় ধুসর রথ, একেবেকে গেছে পথ, বহুদুর দূর দূর যেতে হবে। চট্টগ্রাম


মাধবপুর চা বাগানের দুই নারী শ্রমিক। শ্রীমঙ্গল

চা শ্রমিক দুজন আমাকে ছবি তুলতে দেখেই বলে উঠলো "বিটিয়া ছবি তুলতে হামাক বিশ টাকা দিতে হবে"। হয়তো অনেক বঞ্চনার শিকার এরা নিজেদের প্রতারিত হতে দেখেছে জীবনভর।


শ্রীমঙ্গল চা বাগান। সিলেট।

এখানেও অনেক মেয়েরা পাতা তুলছিল , আমাকে ছবি তুলতে দেখেই ঝুপ করে বসে পরলো । হয়তো এর পেছনে রয়েছে অনেক ক্ষোভ দুঃখ ।


ইদ্রাকপুর দুর্গ দেয়াল। মুন্সীগঞ্জ



টাঙ্গুয়ার হাওড়। সুনামগঞ্জ


সর্ষে ক্ষেতের স্বর্ন প্রভায় রাঙ্গিয়ে গেল মন। সাটুরিয়া, মানিকগঞ্জ



তবুও যেতে হবে জল ভেঙ্গে ভেঙ্গে আরেক ডাঙ্গার আশায়। সিলেট


সবুজ শ্যমল আমার বাংলা। সিরাজগঞ্জ



খেজুর রসের হাড়ি, সুন্দর বন


মোরা আর জনমে হংস মিথুন ছিলাম ,সাভা্‌র ব্র্যাক ট্রেনিং সেন্টার , ঢাকা


গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে , দেখে যেন মনে হয় চিনি উহারে। সিলেট বিছানাকান্দির পথে


কার ছায়া পরেছে জলেরও আয়নাতে .. মাধবপুর, শ্রীমঙ্গল



লাউয়াছড়ার পথের ধারে , শ্রীমঙ্গল


সার বেঁধে ঘরে ফেরা , সিলেট।



দূর দ্বীপবাসীনি,চিনি তোমারে চিনি, দারুচিনিরও দেশে। মহেশখালী দ্বীপ


পথের পাশে ফুটে থাকা নীল অপরাজিতা , সীতাকুন্ড


বড় প্রিয় এই বন্য তেলকুঁচা লতা , পথের পাঁচালী পড়ে অপু দুর্গার মতই ভালোবেসেছি আজীবন। বরিশাল


ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা । দিনাজপুর



কুয়াশার চাদরে মুড়ে থাকা প্রকৃতি , চাঁদপুর


সেন্ট মার্টিন


রূপলী নুড়ির চাদরে মোড়ানো নীল সৈকত।ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন


কক্সবাজার সৈকত


কক্সবাজার সৈকতে পড়ে থাকা ঝিনুক


কটকা সৈকত , সুন্দরবন ।


প্রভাত সুর্য কিরণে উজ্জ্বল সারি সারি কেওরার গাছ , নীচে হরিনের দল সুন্দরবন ।


গভীর মনযোগী মাছরাঙ্গা, সুন্দরবন


পথের পাশে ফুটে থাকা ঢোল কলমীও তার অসামান্য রূপের ডালি মেলে রেখেছে । টেকনাফ সৈকতে


কোন নায়েতে যাবিরে তুই কোন খানে তোর ঘর ? রাতারগুল নৌকা ঘাট সিলেট।


মেহগনি গাছের পাতার ফাকে শিকারী পাখী কাক । সুনামগঞ্জ


গাছে গাছে ঝুলে আছে সফেদা । শরনখোলা , সুন্দরবন ।


করচের ডালে বসা পাখীদের ঝাঁক, সুনামগঞ্জ


সুর্যাস্তের প্রতিফলন কক্সবাজার বেলাভুমিতে

প্রতিদিন তোমায় দেখি সুর্য রাগে , প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ , ও আমার বাংলাদেশ ।

সবার জন্য রইলো ব্লগ দিবসের শুভেচ্ছা , বিশেষ করে সামহ্যোয়ার টিমকে যারা বাংলা ভাষা আমার মা এর ভাষায় লেখা লেখালেখি করার জন্য এত সুন্দর একটি প্ল্যটফর্ম তৈরী করে দিয়েছে

সব ছবি আমার তোলা ।

মন্তব্য ১৯৭ টি রেটিং +৪৪/-০

মন্তব্য (১৯৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

গেম চেঞ্জার বলেছেন: ১ম প্লাস দিয়ে আপাতত পড়া শুরু করলাম। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

জুন বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ গেম চেঞ্জার , পড়ার কিছু নেই তো , আছে দেখার, মন প্রান দিয়ে আমাদের দেশকে দেখার :)

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

গেম চেঞ্জার বলেছেন: কিছু ছবি কাশ্মিরের মতো লাগল...................................!!!!!!!!!!!!!!!!!!!!

অসাধারণ একটি ছবি ব্লগের জন্য এ ব্লগ দিবসে আন্তরিক অভিনন্দন জুনাপ্পি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: হেই গেম চেঞ্জার বোকা মানুষের পোষ্ট পড়ে খালি কাশ্মীর দেখছেন :-* কাশ্মীর অবশ্য সত্যি সুন্দর আর ওনার দেয়া ছবিগুলোতো অসাধারন ।
তবে আমাদের দেশ ও অনেক অনেক সুন্দর , শুধু আমরা সাজিয়ে গুছিয়ে রাখি না এই যা ।
অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।আর সামনের দিনগুলোতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় । অনেক অনেক শুভকামনা রইলো

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬

আমি ইহতিব বলেছেন: দারুন সব ছবিতে দারুন আমাদের দেশ। আর দারুন লাকি আপনি আপু।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

জুন বলেছেন: অনেকবার মনে হয় এবার আমার ক্ষান্ত দেয়া উচিত কিন্ত এমন করে যখন আপনার বলেন আমি ইহতিব তখন সব ভুলে আবার লিখতে বসি ব্লগের খেড়োখাতায় । অসংখ্য ধন্যবাদ বহুদিন ধরে সাথে থাকার জন্য ।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: "মাধবপুর চা বাগান, শ্রীমঙ্গল
চা শ্রমিক দুজন আমাকে ছবি তুলতে দেখেই বলে উঠলো "বিটিয়া ছবি তুলতে হামাক বিশ টাকা দিতে হবে"। হয়তো অনেক বঞ্চনার শিকার এরা নিজেদের প্রতারিত হতে দেখেছে জীবনভর।" অাহারে!

চমৎকার সব ছবি, সুপ্রিয় জুন অাপু! কোনটা রেখে কোনটাকে সেরা বলি!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০

জুন বলেছেন: পরবাসী এই সব চা শ্রমিকদের কষ্টের জীবনের কাহিনী শুনলে অসহায় লাগে রূপক বিধৌত সাধু । প্রতিদিনের অত্যন্ত অল্প মজুরীতে সংসারের ঘানি টেনে চলেছে এরা ।
ভালোলেগেছে জেনে অনেক অনেক ভালোলাগা । শুভেচ্ছা জানবেন ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

ধমনী বলেছেন: কোনটা রেখে কোনটাকে ভালো বলবো বুঝতে পারছি না। দারুণণণণণ
এর মধ্যে বিছনাকান্দির মোষের পাল, ছেঁড়া দ্বীপের নীলাভ সৌন্দর্য, রাতারগুলের নৌকা, মাধবপুরের ছবিগুলো বেশি আকর্ষণ করেছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

জুন বলেছেন: কোনটা রেখে কোনটাকে ভালো বলবো বুঝতে পারছি না। এর অর্থ হলো সবগুলোই ভালো লেগেছে ধমনী । লাগতে যে হবেই কারন এ আমার দেশের ছবি আমার বাংলাদেশের ।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য । আগামীতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

পার্থ তালুকদার বলেছেন: আমার সিলেটের ছবি !!!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪

জুন বলেছেন: সিলেট সত্যি অপরূপা পার্থ তালুকদার । আপনি সিলেটের নাকি ?
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

নেক্সাস বলেছেন: প্রত্যেকটা ছবি জীবন্ত।তবে ২ নম্বরটা যে কোন ক্যালেন্ডার-এর ছাবি হতে পারে। জুনাপা অনেক হিংসা ও ভাল লাগা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

জুন বলেছেন: হিংসা নয় নেক্সাস শুধু ভালোলাগা :)
সব সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ । আগামীতেও থাকুন সেই প্রত্যাশায় ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

মুরশীদ বলেছেন: খুব সুন্দর পোস্ট । বাংলার রূপ বৈচিত্র চমৎকারভাবে ছবির মাধ্যমে তুলে ধরেছেন । আর ছবিগুলোও বোঝা যাচ্ছে বেশ যত্নের সাথে তোলা । প্লাস

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

জুন বলেছেন: ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য । সাথে থাকুন সামনের দিনগুলোতেও ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

আমি ইহতিব বলেছেন: কি বলেন আপু? আপনি ক্ষান্ত দিবেন কেন? আপনার চোখে আমাদের দেশ বিদেশের কত কিছু দেখার সৌভাগয় হয়। না না প্লীজ আপনি কখনোই এমন ভাববেন না দয়া করে। ভালো থাকুন সবসময় এই দোয়া করি।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

জুন বলেছেন: আমি ইহতিব আপনার মন্তব্যে আমি সত্যি আবেগ ভারাক্রান্ত হোলাম । আপনার ও আপনার পরিবারের সবার সুখ ও সাস্থ্য কামনা করছি মনে প্রানে । শুভেচ্ছা রইলো রাত্রির । সাথে থাকুন আগামী দিন গুলোতেও ।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভ্রমনপিপাষুদের কাজে লাগবে

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

জুন বলেছেন: তাহলেতো খুবই ভালো হয় দেবজ্যোতিকাজল । মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর সুন্দর ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। খুব ভাল লাগল। ধন্যবাদ জুন আপা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা প্রামানিক ভাই । সাথে আছেন থাকবেন ও আশা করি সামনের দিনগুলোতে ।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুম!! ইবনে বতুতা এখন বাংলাদেশে !!!

আহ ! নয়ন মন জুড়িয়ে গেল ! কি চমৎকার সব ছবি !

পোস্টে ইবনে বতুতার (?) ছবি নাই ,তাই ১০ এ ০৯দশমিক ৯০ । =p~

লাইক নং - ৫ ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

জুন বলেছেন: আমিতো কোথাও স্থির থাকিনা গিয়াসলিটন । পায়ের নীচে সর্ষে আমার ।
বলতে পারেন আসা যাওয়ার মাঝেই আছি আরকি :`>
ইবনে বতুতার ছবি না থাকায় দঅঅঅশ নম্বর কম পেলাম :-*
আন্তরিক ধন্যবাদ সাথে থাকার জন্য ভাই । শুভকামনা রইলো ।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

সাহসী সন্তান বলেছেন: জুনাপুর পোস্ট মানেই এপিক! ঘন্টাখানেক আগে লাইক দিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন ব্যস্ত থাকার ফলে মন্তব্য করার সময় পায়নি! চমৎকার ছবির সাথে আপনার হালকা বর্ননা পড়ে এতটাই ভাল লেগেছে যে, বুক চাপড়ে বলতে ইচ্ছা করছে; 'আমি গর্বিত, আমি বাঙালি তাই আমি গর্বিত!'


পৃথিবীর অনেক দেশেইতো ঘুরেছেন, সত্যি করে বলেন তো আমাদের এই সোনার বাংলার মত এতটা রুপ বৈচিত্র্য আর অন্য কোথাও কি দেখেছেন? আসলেই, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!

শুভ কামনা জানবেন আপু!

বিঃদ্রঃ ছবি উঠানোর সময় যে মহিলা দু'জন ২০/- টাকা চেয়েছিল, তাদের কে সেটা দিয়েছিলেন কিনা জাতি জানতে চায়......? :`>

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

জুন বলেছেন: 'আমি গর্বিত, আমি বাঙালি তাই আমি গর্বিত!' সত্যি গর্ব বোধ করি এই দেশে জন্মে সাহসী সন্তান ।
না ভাই কোন এপিক টেপিক পোষ্ট আমাকে দিয়ে লেখা সম্ভব নয় । আমার মতই আমার লেখাগুলো ও বড্ড সাদামাটা আর সোজা সাপটা । দু এক জন পড়ে মন্তব্য করে এতেই আমি খুশি ।
হু দিয়েছিলাম ৫০ টাকা । মায়া লেগেছিল অনেক । প্রফেশনাল থেকে আমাদের মত কত সৌখিন ফটোগ্রাফাররাই তাদের এক্সপ্লয়েট করেছে বা করছে ।
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রতিদিন তোমায় দেখি সুর্য রাগে , প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ , ও আমার বাংলাদেশ ।


ভালোবাসি তোমায় আমার বাংলাদেশ, খুব বেশী ভালোবাসি।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

জুন বলেছেন: ভালোবাসি তোমায় আমার বাংলাদেশ, খুব বেশী ভালোবাসি।
অনেক অনেক ভালোলাগা কান্ডারি। শুভেচ্ছা সকালের

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: আমি বিস্ময়ে নির্বাক!!! অসাধারণ, অসাধারণ, অস্বাধারণ!!!!! :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

জুন বলেছেন: সাথে আছেন সামনের দিনগুলোতেও থাকবেন কামরুন্নাহার বিথী সেই প্রত্যাশায়।
আন্তরিক ধন্যবাদ মন্তব্যের জন্য

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

মিলন হোসেন১৫৮ বলেছেন: অাপনার পোষ্ট অামার খুব ভালো লাগে এবং প্লাস

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

জুন বলেছেন: আমার পোষ্ট ভালোলাগে শুনে অনেক খুশী হলুম মিলন হোসেন১৫৮। স্বাগত জানাই আমার ব্লগে। সাথে থাকুন আগামীতেও।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

মুদ্‌দাকির বলেছেন:

এক একটা ছবি অনেক কথা বলে , অসাধারন সুন্দর এই দেশ, প্রাণের বাংলাদেশ

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

জুন বলেছেন: সত্যি অসাধারন। বিশেষ করে আমাদের ঋতু বৈচিত্র ও আমাদের প্রকৃতিতে এক অপুর্ব প্রভাব ফেলে যায়। সৃষ্টি করে নতুন রূপের মুদদাকির। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩

রাবার বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
চমৎকার ছবি দেখে প্রান জুড়ায় গেল আপা। ++++

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এমন করে মন্তব্যে উতসাহিত করার জন্য রাবার। সাথে থাকুন

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

শাহরিয়ার কবীর বলেছেন: চমৎকার ছবি B-) B-)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

জুন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার কবির

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

সুলতানা রহমান বলেছেন: সব ছবি সুন্দর! সিলেটের ছবি বেশি মনে হচ্ছে। মাঝে গানের কথা ………
চমৎকার সাজিয়েছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য সুলতানা রহমান। বিজয়ের মাসে আপনার নিকের নামটি বাংলায় লেখা দেখে অনেক ভালোলাগলো। সাথে থাকবেন সেই প্রত্যাশায়।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হারিয়ে যায় মন। কয়েকটি ছবি এত সুন্দর লেগেছে যে, মনে হচ্ছে সেগুলো কৃত্তিম!

মন গান গেয়ে ওঠে..
“এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী–জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,
আম কাঁঠালের মধুর গন্ধে জৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি।”



সত্যিই এ জন্ম ধন্য!
নিজের তোলা ছবি দিয়ে দেশের গৌরব গাইতে পারা আরেকটি গৌরবের বিষয়...

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

জুন বলেছেন: গান আর মন্তব্যে পোষ্টখানি রঙীন হয়ে উঠলো মাইনুদ্দিন মইনুল। আন্তরিক ধন্যবা আপনার মন্তব্যের জন্য।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

সুমন কর বলেছেন: আহা...চমৎকার সব ছবি। দেখে মন জুড়িয়ে গেল....ক্যাপশনগুলোও দারুণ হয়েছে।

ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো....


করচে চিনলাম না? :(

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

জুন বলেছেন: সাথে আছেন, উৎসাহিত করছেন প্রতিনিয়ত তার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন কর। শুভকামনা নিরন্তর

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

জুন বলেছেন: সুমন কর করচ গাছ এক প্রকার জলসহিষ্ণু গাছ হিজলের মত । বর্ষায় পানিতে ডুবে থাকে অর্ধেক । হাওড় অঞ্চলে প্রচুর দেখা যায় ।
নীচের ছবিতে দেখুন । এখন শীত তাই জেগে আছে স্থলে ।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

জুন বলেছেন: অশেষ ধন্যবাদ অগ্নি সারথি সাথে থাকার জন্য।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন করে আবার দেখলাম চেনা বাংলাদেশ, অসাধারণ সব ছবি। বেশিরভাগ ছবি আমার এলাকার দিকের হওয়াতে একটু বেশিই খুশি হলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

জুন বলেছেন: সবার অতি পরিচিত অতি চেনাজানা বাংলাদেশের খানিকটা তুলে ধরেছি । ছবিগুলো আপনাদের ভালোলাগায় আমি কৃতজ্ঞ মাহবুবুল আজাদ। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
আর আপনাদের বাড়ি কি সিলেট?

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

জুন বলেছেন: আমার পোষ্ট পড়া আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: জুন ,




সম্ভবত আপনার আগের পোষ্টে আমি এমন একগুচ্ছ কথা লিখেছিলুম....... “কতো সংবেদনশীল এর লেখিকা, ভ্রমনের কথা বলতে গিয়েও যিনি বাঙলার বিজয় মাসটিকে স্মরন করতেও ভুলে যাননি । ................. বোঝা যায়, একটি বাঙলা দেশ আপনার অন্তরে লুকায়িত আছে জন্মান্তর থেকে যা বারে বারে মুখ তুলে গেছে আপনার প্রতিটি ভ্রমন পোষ্টের অবয়বে ” ।

সে সংবেদনশীলতা আবারও প্রমান করলেন এই পোষ্টটি নিজেরই তোলা ছবিতে সাজিয়ে । দেশের বাইরে থেকে ফিরেছেন হয়তো সবেমাত্র । বিদেশ থেকে ফিরেই প্রথা মত যে কেউ সেই ভ্রমনের অভিজ্ঞতাই ব্লগে লিখবেন এটাই স্বাভাবিক । আপনি তা না করে আপনার দেশকে নিয়ে এলেন অপরূপ সাজে সাজিয়ে । প্রতিদিনের সুর্য রাগে রাঙিয়ে ।
সহ ব্লগার মাঈনুদ্দিন মইনুল ঠিকই বলেছেন --- নিজের তোলা ছবি দিয়ে দেশের গৌরব গাইতে পারা আরেকটি গৌরবের বিষয়...

ঝকঝকে ছবিতে সুরমার মতো স্বচ্ছ, কচি কলাপাতার মতো সবুজ , জলের আয়নাতে নিজের মুখখানিই যেন তুলে ধরলেন পথের পাশে ফুটে থাকা নীল অপরাজিতার মতো ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

জুন বলেছেন: আহমেদ জী এস
আমি জানিনা আপনি বাইরে ছিলেন গিয়েছিলেন কিনা? তবে যতদুর আমার মনে পরে আপনি একটি পোষ্টে আপনার প্রবাস জীবনের কথা উল্লেখ করেছিলেন। তাহলে হয়তো সে সময় উপলব্ধি করেছিলেন দেশ আর তার মাটির কি প্রচন্ড রকম টান। আসলে অনেকে বলে বাইরে না গেলে নাকি দেশের প্রতি ভালবাসাটা বোঝা যায়না। হয়তো তাদের কথাটা সত্য। আমিও তাই মনে করি।
আর ছবিগুলো যখনই তুলি মন প্রান ঢেলে তুলি। আমার দেশের মতন দেশ কি কোথাও আছে? বৌ কথা কও পাখি ডাকে নিত্য হিজল গাছে বিখ্যাত পল্লীগীতির সম্রাট মরমী শিল্পি আবদুল আলীমের গাওয়া এই গানেই মনে হয় অনেক কথা বলে গেছেন।
আপনার অসাধারন মন্তব্যে যদি প্লাস দেয়ার ব্যবস্থা থাকতো তাহলে আপনি হয়তো এর জন্য আমার কাছে প্রতিবারই ভালোলাগা পেতেন।
অনেক অনেক ধন্যবাদ অনেকদিন ধরে সাথে আছেন বলে। ভবিষ্যতেও থাকবেন সেই প্রত্যাশাটুকু রইলো। শুভকামনা সব সময়ের জন্য।

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

সুব্রত মল্লিক বলেছেন: অসাধারণ..........

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে সুব্রত মল্লিক। আর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: অনেকগুলো পরিচিত জায়গার ছবি দেখলাম। সেই সাথে যেন আমাদের গর্বের সবুজ শ্যামল নদীমাতৃক বাংলাকে দেখলাম। আপনার ছবির হাত অনেক ভাল হয়েছে। ভাল থাকবেন আপু।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

জুন বলেছেন: মুন পুরনো লোকজন দেখলে কত যে ভালোলাগে তা মনে হয় আগেও অনেকবার বলেছি। কতবার গিয়ে ঘুরে আসি নতুন কিছু দেখার আশায়। ছবির প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাক্স্র প্রত্যাশায়।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপুমণি, এতো ভাল ভাল ছবি তুমি কই পাও?
পোস্টে স্টার।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

জুন বলেছেন: কেন এই বাংলাদেশে সাজ্জাদ হোসেন। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সাথে থাকার আশায় থাকলাম

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন ছবি ব্লগ।ছবি আর সাথে সুন্দর করে ক্যাপশন।প্রাণ ভরে গেল নতুন আঙ্গিকে আপুনির হাতে তোলা অসাধারন সব ছবির মাধ্যমে বাংলার অপরূপ সৌন্দর্য অবলোকন করলাম।প্রায় সব দৃশ্য পরিচিত...গ্রামের অধিবাসীরা এগুলো ছোটবেলা থেকে দেখে দেখেই বড় হয়।আমিও তার ব্যতিক্রম নয়,কারণ মাধমিক পর্যন্ত দারুণ এক দ্বীপে কাটিয়েছি।

অফটপিক:আপুনি আপনি আমার লালনকে নিয়ে করা পোস্টে একটি গানের কিছু কথা লিখেছিলেন,আমি প্রতিউত্তরে জিজ্ঞেস করেছিলাম লালনের গান কিনা,নাকি আপনার লেখা।পাঠক সমাবেশের লালনসমগ্রে গানটা নেই,আমি পাইনি!

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

জুন বলেছেন: বাংলাদেশের যতগুলো জেলা আছে তার সব, আর উপজেলার বেশিরভাগ দেখা শেষ। ঘুরতে যারা পছন্দ করে তারা সব জায়গাতে ঘুরেই আনন্দ পায় রুদ্র জাহেদ। শুধু বিখ্যাত পর্যটন কেন্দ্রই যে হতে হবে তার কি মানে বলুন? আমিতো যে কোন পথের পাশের ফুল দেখেও দারুন আনন্দ পাই।
কোন দ্বিপে ভোলা কি? যদি ভোলা হয় তবে সেটা দারুন এক দেখার জায়গা। আমার অনেক ভালোলেগেছিল সেই মেঘনার মোহনা।।
গানটা কিরন চন্দ্র যে ক্যসেটে রেকর্ড করেছিল তাতে লালন গিতী লেখা ছিল। আর তাই আমি জানতাম।
মন্তব্যের জন্য আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রাত্রির।

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!

শুরু থেকে শেষ পর্যন্ত অকৃত্রিম দেশপ্রেমের সুতোয় গাঁথা!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

জুন বলেছেন: আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালোলাগলো দীপংকর চন্দ। আসলে আমাদের দেশের রূপে মুগ্ধ না হয়ে কেউ পারে?
আপনিও ভালো থাকবেন আর সাথে থাকবেন। আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

কেউ নেই বলে নয় বলেছেন: ছবিগুলো সুন্দর। ++

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ কেউ নেই বলে নয়। সামনের দিনগুলোতেও সাথে থাকার প্রত্যাশায়।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

আমি নাহিয়ান বলছি বলেছেন: এক দেখায় দারুণ হয়েছে, জুন.........।।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি নাহিয়ান বলছি

৩৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
such beauty, wow! :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

জুন বলেছেন: থ্যংকিউ ইমরাজ কবির মুন :)

৩৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১

একুশে২১ বলেছেন: ঘুমানোর আগে চোখ দুটো যেন জুড়িয়ে গেলো। অসাধারণ পোষ্টের জন্য ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

জুন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যেও আমার কষ্ট স্বার্থক হলো একুশে২১। সাথে থাকুন আগামী দিনগুলোতে সেই প্রত্যাশায়।

৩৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

সচেতনহ্যাপী বলেছেন: দেখিতে গিয়াছি.........একটি শীষের বিন্দু।। এবং এর অপরূপটি যে অনুভব করেছে অন্তরে তার কাছে উন্নত বিশ্বের সাজানো রূপটি ধরা দিলেও ছোয়া দিয়ে যেতে পারে না বলে আমার বিশ্বাস।। দেশে ফিরেই আপনার এলেখাটিই তার নিরেট প্রমান।।
ইট পাথরের দালান-কোঠা আর ইমারত,বাধানো সী বিচ দেখতে দেখতে মনটা একটু কাদামাটির লোভে আনচান করছিলো।। ভরে গেল মনটা,সত্যিই।।
ভাল এবং সুস্থ থেকে এভাবে বিলিয়ে যাবেন নিজের আনন্দকে সবার মাঝে,এই কামনায়।।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

জুন বলেছেন: সচেতনহ্যাপী প্রায় অনেকদিন হলো আপনি আমার লেখার সাথে সাথে আছেন তাই হয়তো আমার মন মানসিকতা কিছুটা আন্দাজ করতে পারেন বলে মনে হয়। ইট পাথরের আধুনিক ইমারত আর সাজানো বাগানের চেয়ে হাজার বছরের পুরনো দালানকোঠা আর অযত্নে বেড়ে ওঠা ফুল লতা পাতা আর প্রকৃতিই আমাকে মুগ্ধ করে বেশি।
আপনিও ভালো থাকুন আর সুস্থ থাকুন, সাথে থাকুন নিরন্তর। অনেক অনেক ধন্যবাদ।

৩৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

কিরমানী লিটন বলেছেন: "একি অপরূপ রুপে মা তোমার
হেরিনু পল্লি জননী-
ফুলে ও ফসলে কাঁদা মাটি জ্বলে
ঝলমল করে লাবনী ... " সে কারনেই হয়তো- "...পৃথিবীর রূপ আমি, খুঁজিতে যাই না আর"!!!

বাংলার নৈসর্গিক রূপ আর নন্দন বর্ণনা দেশাত্মবোধের নিখাদ চিত্র !!! চৈতনের অতল গহীনে মুগ্ধতার ঢেউয়ে আছড়ে পড়লো আপনার পোষ্টের মাধ্যমে, স্যালুট প্রিয় জুন আপুমনিকে, নিরন্তর শুভকামনা জানবেন- মুগ্ধ ভালোবাসায় ।।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৩

জুন বলেছেন: আপনিও আমার শুভেচ্ছা জানবেন প্রিয় কবি কিরমানী লিটন। আর এমন নান্দনিক মন্তব্যে আগামীতেও আমার ব্লগ পাতাটিকে সমৃদ্ধ করবেন আশা করছি। ধন্যবাদ অশেষ।

৩৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

মানসী বলেছেন: কে বলে ছবি কথা বলে না !!!

প্রতিটা ছবিই কথা বলছে। কিছু না কিছু।


পোস্ট ভালো লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

জুন বলেছেন: কবিগুরু লিখেছিলেন 'তুমি কি কেবলই ছবি? শুধু পটে লেখা'? জানিনা সেই ছবি কথা বলতো কি না। কিন্ত আমি চেয়েছি আমার ছবি সামান্য হলেও কিছু বলুক মানসী। আলিনি যে তা শুনতে পেয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

কস্কি বলেছেন: হিংসে হয় আপনার জন্য মাঝেমধ্যেই !!!! :(( :((

কয়েকসপ্তাহ সিলেট যাওয়ার সৌভাগ্য হয়েছিল B-)

বাকী বাঙলা চষে বেড়ানোর ভাগ্য যে কবে হবে আমার !!!! :(

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮

জুন বলেছেন: হিংসে নয় ভাই এটা ইচ্ছের ব্যাপার। আমি অনেক মানুষ দেখেছি যাদের অর্থের অভাব নেই। কিন্ত এসবে তাদের অনাগ্রহ। আমি এবং আমার পরিবারের সবাই ঘুরতে পছন্দ করি অনেক তা যেখানেই হোক কস্কি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা সকালের।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

নতুন বলেছেন: এতো বেড়াতে যাওয়ার সৌভাগ্য সবার হয়না...

ছবি গুলি চমতকার...

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন । শুভকামনা রইলো আপনার জন্য ।
এতো বেড়াতে যাওয়ার সৌভাগ্য সবার হয়না.. আপনি ঠিকই বলেছেন । তবে অনেকে সুযোগ পেয়েও যায়না । এটা অবশ্য আমার পর্যবেক্ষন :)

৪১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন দেশটি কোথাও খূঁজে পাবেনাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!!

+++++++++++++++++++++++++++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

জুন বলেছেন: এমন দেশটি কোথাও খূঁজে পাবেনাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি!!

সত্যি সকল দেশের রানী আমাদের এই দেশ বাংলাদেশ বিদ্রোহী ভৃগু ।
অনেক ধন্যবাদ মন্তব্যে আর প্লাসে ।

৪২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৭

সামাইশি বলেছেন: splendid, fantabulus.

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে সামাইশি । শুভকামনা রইলো ।
আর পোষ্টটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

লালপরী বলেছেন: আপু আপনার ছবিগুলা দেখার পর জন্ম আমার ধন্য হলো যেন। অনেক ভালোলাগা জানিয়ে গেলাম। ++++্

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

জুন বলেছেন: পোষ্ট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে লালপরী

৪৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

কৃষ্ণ চুড়ার ফুল বলেছেন: ছবি গুলো তো এক কথায় অসাধারন, তার চেয়েও সুন্দর আপনার তৃতীয় নয়ন।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

জুন বলেছেন: সুন্দর একটি প্রানময় মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে কৃষ্ণ চুড়ার ফুল :)
শুভেচ্ছা ও আগামীতে সাথে থাকার প্রত্যাশায় ।

৪৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

আলোরিকা বলেছেন: বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম — বট — কাঠালের — হিজলের — অশথেরা করে আছে চুপ ।
- জীবনানন্দ দাশ

খুব সুন্দর আপু ! আপনার ক্যামেরায় বাংলার রূপ খুব সুন্দর ভাবে ধরা দিয়েছে । ছবিগুলো এলাকা/ জেলাভিত্তিক সাজানো হলে আরও বেশি ভাল লাগত । শুভ কামনা আপু :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩

জুন বলেছেন: জীবনানন্দ আমার অনেক প্রিয় এই এক কবি যে মন ছুয়ে যাওয়া তার কবিতায় । তার কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আলোরিকা । আর মন্তব্যের জন্যও অজস্র ধন্যবাদ রইলো ।
ভালোলেগেছে জেনে অনেক অনেক ভালোলাগা । আসলে আমার দেশের কোন জায়গা বাদ রাখিনি ঘুরতে, সেই তেতুলিয়া থেকে সেন্ট মার্টিন , পঞ্চগড় থেকে সুন্দরবনের মান্দারবাড়িয়া । তারপর ও হয়তো দু একটা দুর্গম জায়গা বাকি রয়ে গেছে দেখার ।
অবশ্য এখানে যে ছবি দিয়েছি তাতে সাজাতে হয়তো পারতাম । ভবিষ্যতে আপনার কথাটি মনে থাকবে ।

৪৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

রাতুল_শাহ বলেছেন: সুন্দর ছবি.......

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

জুন বলেছেন: রাতুল_শাহ যখন বলেছে সুন্দর তখন সেটা সুন্দর না হয়ে পারেই না । কারন সে যে সেই সুন্দর একটি এলাকার বাসিন্দা :)
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর আমার দেশে :)

খুবই সুন্দর হয়েছে আপনার পোষ্ট +

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৬

জুন বলেছেন: নীল-দর্পন সায়েম মুনকেও বলেছি এই কথা , নতুনদের সাথে সাথে পুরনোদের দেখলে কিযে ভালোলাগে ।
আপনার ভালোলেগেছে জেনে অনেক অনেক ভালোলাগা ।

৪৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: পিয়াইন নদীর পাশের আর মেঘালয়ের ছবিটা বেশি সুন্দর লাগলো।
এমনিতেও সুন্দর, সমৃদ্ধ ছবি ব্লগ।
শুভকামনা রইলো আপু।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

জুন বলেছেন: আন্তরিক ধন্যবাদ অপর্না মম্ময় আপনার আন্তরিক মন্তব্যের জন্য । সাথে থাকবেন আগামীতে সেই প্রত্যাশায় ।
শুভকামনা আপনার জন্যও ।

৪৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

মানস চোখ বলেছেন: একবারে মনভরানো আর চোখ জুড়ানো ছবিগুলি আপা............. শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করে !!!!
এক কোথায় অসাধারন আপনার চোখ........ !!!!!

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

জুন বলেছেন: শুধু ছবি নয় মানস চোখ , জায়গাগুলোও মন ভরানো , চোখ জুড়ানো । তাই তো তুল্লে এমন ছবিই আসে :)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৫০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

রিকি বলেছেন: বাহ বাহ বাহ--- অসাধারণ সব ছবি। :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিকি সময় করে আসার জন্য । আপনার ম্যুভি রিভিউ আর আমাদের সময়কার নায়কদের অপেক্ষায় :)

৫১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

মায়াবী রূপকথা বলেছেন: Beautiful

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

জুন বলেছেন: থ্যাংক ইউ মায়াবী রূপকথা :)

৫২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতিটি ছবিই অসাধারণ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: অনেকদিন পর দিশেহারা রাজপুত্রকে দেখে অনেক ভালোলাগলো । আশাকরি ভালো ছিলেন ডুব দেয়া সময়টুকুতে :)
ছবির প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

রানা আমান বলেছেন: খুব সুন্দর , ছবি ও বর্ণনা দুটোই ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে রানা আমান । আমার পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ :)

৫৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মোঃমোজাম হক বলেছেন: সুজলা সফলা শস্য শ্যামলা আমার বাংলা মায়ের অপরূপ ছবি উপহার দেয়ার জন্য ধন্যবাদ জুনাপু।
ফেবুতে দেখিনা বলে ভেবেছিলাম অন্যকোন দেশে ঘুড়ে বেড়াচ্ছেন :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: অনেক অনেকদিন পর মোজাম ভাই এর দেখা মিল্লো মনে হচ্ছে । হ্যা দুটো দেশ আমি গত একমাস ধরে ঘুরে আসলাম । থাইল্যন্ড আর ক্যম্বোডিয়া । ক্যম্বোডিয়ার উপর লাষ্ট দুটো পোষ্ট দিয়েছি । সময় থাকলে দেখার অনুরোধ রইলো ।
না ফেবুতে আমি বহুদিন হলো নেই :)
শুভকামনা রইলো আপনার ও পরিবারের সবার জন্য ।

৫৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

দীপান্বিতা বলেছেন: সত্যি! কি যে ভাল লাগলো! মায়ের আঁচলে মত শান্ত স্নিগ্ধ কোল আর হয় না, তাই না! :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

জুন বলেছেন: ঠিকই বলেছেন দীপান্বীতা :)
ভালো আছেন আশা করি চিকিৎসার পর ।

৫৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ছবিগুলো আপু, আপনার জন্ম সার্থক ! :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২

জুন বলেছেন: তাই জহির ? আসলেও আমিও তাই মনে করি ।
অনেক অনেক ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য ।

৫৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: অনেকটা বায়োস্কোপের স্বাদ পেলাম মনে হল। একনজরে সমগ্র বাংলাদেশ। ;) +++

প্রিয়তে নিলাম।

আমি লেট মানব - তাই দেরী করেই পড়লাম। সবার পরে পড়ার জন্যও তো কাউকে থাকা লাগে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রক্তিম দিগন্ত আন্তরিক একটি মন্তব্যের জন্য। প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞ আমি :) সাথে থাকুন। শুভেচ্ছান্তে।

৫৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক অনেক ভালোলাগা ছবিতে।
পুরা দেশের খন্ডচিত্র যেন ছবিতে উঠে এসেছে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

জুন বলেছেন: ভালোলাগার জন্য অনেক অনেক ভালোলাগা ফেরদৌসী রুহা। সাথে থাকবেন আগামী দিনেও সেই প্রত্যাশায়।

৫৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

সাদা মনের মানুষ বলেছেন: এমন গ্রামের ছবি, প্রকৃতির ছবি দেখলে ইচ্ছে করে ঘর হতে এখনি ছুটে বের হই.........ভালোলাগা জানিয়ে গেলাম আপু

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

জুন বলেছেন: আপনার মত প্রকৃতিকে ভালোবাসা বনে বাদাড়ের মানুষকে আমার ব্লগে দেখে অনেক অনেক ভালোলাগলো ভাই সাদা মনের মানুষ। শুভেচ্ছা জানবেন আর সাথে থাকবেন আগামীতে সেই আশা রইলো।

৬০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের মতো গুণী মানুষদের সঙ্গ পেলে ভালোই লাগে।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

জুন বলেছেন: আমি গুনী কিনা জানি না তবে আপনাদের ক্ষেত্রে আমিও এমনটাই ভাবি সাদা মনের মানুষ। তাইতো ঘুরে ফিরে এখানেই আছি :)
আবার এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

৬১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

গেম চেঞ্জার বলেছেন: জুনাপ্পু!! কেমন আছেন? (খোঁজখবর জানতে আপনার ব্লগবাড়ি ঘুরে গেলাম।)

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

জুন বলেছেন: আপনাদের দোয়ায় আছি রোগে শোকে মিলে এক রকম আর কি গেম চেঞ্জার। খোজ নিয়েছেন দেখে অনেক অনেক খুশি লাগলো। আপনি কেমন? ভালোতো?

৬২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

গেম চেঞ্জার বলেছেন: এই আর কি। ভালই। ব্যস্ততা কাটিয়ে আশা করছি শিগগিরই সামুতে প্রাণবন্ত সময় দেবেন। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গেমচেঞ্জার। আমিতো আছিই প্রায় পাচ বছর ধরে নিয়মিত আমার
প্রিয় ব্লগ সামুতে। সামনের দিনগুলোতে থাকবেন সাথে :)

৬৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১০

গেম চেঞ্জার বলেছেন: এই আর কি। ভালই। ব্যস্ততা কাটিয়ে আশা করছি শিগগিরই সামুতে প্রাণবন্ত সময় দেবেন। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

জুন বলেছেন: B-)

৬৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

সাহসী সন্তান বলেছেন: গেম ভাই জুনাপু হলো ব্যস্ত মানুষ! তাছাড়া আজ পর্যন্ত উনাকে আমি স্থির থাকতে দেখলাম না! আপুর ব্যাপারেতো আমি ভীষণ চিন্তিত......!! তার উপর রোগ শোক......হায়রে মাবুদ......!! (মুখ ভার করা ইমো হবে)

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

জুন বলেছেন: তা ঠিক সাহসী। অনেক অনেক ব্যস্ত ইদানীং আগের মত রাত জাগতে পারি না। তবে সামুকে ভালোবাসি আর তাই যা লেখা লেখি করি হিবিজিবি সবই এখানেই। আর রোগ শোক তো হতেই পারে এই বুড়ো বয়সে সাহসী :(

৬৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬

জেন রসি বলেছেন: বরাবরের মতই চমৎকার। :)

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

জুন বলেছেন: পোষ্টিটি দেখার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ জেন রসি। সাথে থাকবেন সামনেও তারই প্রত্যাশায়।

৬৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

প্রামানিক বলেছেন: এরকম ছবি দেখলে মনে হয় এখনই শহর ছেড়ে গ্রামে চলে যাই। চমৎকার ছবি। ধন্যবাদ জুন আপা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯

জুন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই ব্লগটি দেখার জন্য

৬৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর কিছু ছবি দেখলাম । মন ভরে গেলো । সত্যিই নিজের দেশে নিঃশ্বাস নিতেও অন্য রকম ভালো লাগা কাজ করে ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

জুন বলেছেন: সত্যিই নিজের দেশে নিঃশ্বাস নিতেও অন্য রকম ভালো লাগা কাজ করে । এটা মনে হয় বেশি উপলব্ধি করে প্রবাসীরা তাই নয় কি গুলশান কিবরিয়া ?
অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে আছেন দেখে । সকালের শুভকামনা রইলো ।

৬৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কাবিল বলেছেন: প্রতিটি ছবিই সুন্দর। মন ছুঁইয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ বাংলার রুপ তুলে ধরার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

জুন বলেছেন: আমাদের দেশের প্রকৃতি দেখে মন ভরে যায় কাবিল । মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ।

৬৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

সাথিয়া বলেছেন: গুলশান আপু ঠিক বলেছেন " নিজের দেশে নিশ্বাস নিতেও ভালোলাগে"। ছবিগুলি অপুর্ব হয়েছে আপু। ভাললাগা দিলাম

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

জুন বলেছেন: আমিও তাই মনে করি সাথিয়া । আপনি কি আমার ব্লগ বাড়ীতে প্রথম এলেন কি ? স্বাগতম জানাই :) আর ভালোলাগার জন্য অনেক খুশী হোলাম ।

৭০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: ১ নং ছবিটা স্মৃতিকাতর করে দিয়ে গেল... ২০০০ সালে সিলেটে ছিলাম। অনেক বিকেলে সুরমার তটে গিয়ে বসে থাকতাম।
'পিয়াইন নদীর পাশে'র গাছদুটো খুব সুন্দর, পরের ছবিটাও- কুয়াশার চাদরটাকে ধরতে ইচ্ছে করে। বিছানাকান্দির বিছানায় এতগুলো বালিশ! যেকোন একটাতে মাথা রেখে শুয়ে যেতে ইচ্ছে করছে। ষাটনলের জলরাশি যেন হাতছানি দিয়ে ডাকছে। মেঘালয়ের মেঘ আর লাউহীন লাউয়াছড়ার বাঁশবাগান কবিতা লেখার প্রেরণা যুগিয়ে যায়। চট্টগ্রামের গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ, শ্রীমঙ্গলের শ্রীমতি শ্রমিক ও চা বাগান, টাঙ্গুয়ার হাওড় আর সাটুরিয়ার সর্ষে ক্ষেত চোখে ও মনে ভালোলাগার পরশ বুলিয়ে গেল। নয়নাভিরাম এসব দৃশ্য দিয়ে চোখ জুড়িয়ে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, জুন।
আপাততঃ এটুকু বলে বিদায় নিচ্ছি। বাদবাকী ছবিগুলো সম্পর্কেও কিছু না বলে গেলে ওদের প্রতি অবিচার করা হবে। তাই আবার ফিরে আসার অভিপ্রায় রেখে গেলাম।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

জুন বলেছেন: প্রতিটি ছবি নিয়ে বিশ্লেষনেই বোঝা যায় আপনি কতখানি মনযোগী পাঠক খায়রুল আহসান। যা বলেছেন তা যথার্থ আমাদের দেশের প্রকৃতি সম্পর্কে । একবার শীতের সময় ভোলা বেড়াতে গিয়েও আমি কিছু অসাধারন দৃশ্য দেখেছিলাম , সেই মেঘনার মোহনা, সেই চর ফ্যশন ছাড়াও ছোট ছোট খালে ভেসে থাকা হাঁসের ঝাক , সোনালো ধান কেটে নেয়া বিস্তৃত মাঠ যা আজো আমার মনে গেথে আছে । কিন্ত ছবিগুলো হারিয়ে যাওয়ায় তা আর আপনাদের শেয়ার করতে পারি নি ।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর সাথে থেকে নিয়মত উৎসাহ দিয়ে যাবার জন্য ।
আগামীতেও সাথে থাকবেন সেই প্রত্যাশায় ।

৭১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: মহিষের সাঁতরিয়ে নদী পার হবার দৃশ্যটা ভালো লাগলো। যারা গ্রাম বাঙলায় মানুষ হয়েছে, তারা এমন দৃশ্যের সাথে সুপরিচিত।
সুন্দরবনের খেজুরের রসের হাঁড়ি দেখে রস পান করতে ইচ্ছে হচ্ছে। 'সোনার তরী' কবিতা, 'আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা' গানটির আর আঞ্জুমান আরা'র গান থেকে উদ্ধৃত কথাগুলো ছবির সাথে যথার্থভাবে মিলে গেছে। শীতের সাঁঝে মহিষদলের সারি বেধে ঘরে ফেরার দৃশ্যটিকে খুব পরিচিত মনে হয়েছে। সেন্ট মার্টিন্স দ্বীপ, কক্সবাজার সমুদ্র সৈ্কত, সুন্দরবন আর সুনামগঞ্জের ছবিগুলোও খুব সুন্দর হয়েছে। সবশেষে, কক্সবাজার বেলাভুমিতে সুর্যাস্তের প্রতিফলন অপূর্ব হয়েছে।
এমন একটা অনুপম ছবি ব্লগ শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, জুন।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

জুন বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ ভাই আমার পোষ্ট নিয়ে এমন বিশ্লেষনী এক মন্তব্যের জন্য ।
আগামীতেও সাথে থাকবেন সেই কামনাই করি । ভালো থাকুন আর সুস্থ থাকুন সবসময় ।

৭২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

নুরএমডিচৌধূরী বলেছেন: আপনার পোষ্ট
দেখে দেশ কে দিলাম
সকল ভালবাসা
কেমন আছেন আপু

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ নুর এমডি চৌধুরী।
না ভালো নেই ভাই ।

৭৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

আবু শাকিল বলেছেন: অনেক দেশ ঘুরেও দেশের প্রতি আপনার টান তা আমাদের মাঝেও চলে আসুক।
ধন্যবাদ আপু।
ছবি র সাথে ক্যাপশন গুলা পোষ্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন।
ছবি তোলায় আপনার হাতে শৈল্পিক সৌন্দর্য আছে।
অনেক ভাল লাগল।
ভাল থাকবেন আপু।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

জুন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আবু শাকিল।

৭৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

এহসান সাবির বলেছেন: অদ্ভুত সব ছবি।

এক গুচ্ছ ভালো লাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

জুন বলেছেন: ভালোলাগার জন্য অশেষ ধন্যবাদ এহসান সাবির

৭৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

লেখোয়াড়. বলেছেন:
জুনাপা আপনার এই পোস্টে আমর মন্তব্য নেই দেখে নিজের লজ্জা লাগছে।
কি বলবো! মুগ্ধতার পরশ!!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: সব লেখায়ই কি মন্তব্য করতে হবে লেখোয়াড়! আর লজ্জারই বা কি আছে?
আমাকে মনে করেন এর জন্যই অনেক অনেক ধন্যবাদ ভাই।

৭৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

-দীপু বলেছেন: চমৎকার উপস্থাপনা ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে দীপু। মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

৭৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

কালীদাস বলেছেন: সুনামগঞ্জের হাওড়ে একটা দ্বীপের অধিবাসীরা নাকি জাতীয় পরিচয়পত্রে পেশা চুরি লিখেছিল। জায়গাটা এতটাই দূর্গম, যে কাউকে যেয়ে কখনও ধরাও নাকি সম্ভব হয়না। হাওড়াঞল বেসম্ভব সৌন্দর্য।
সেন্টমার্টিনে ঠান্ডা মাথায় একবার যাওয়ার ইচ্ছা আছে, দেখি পারি কিনা কখনও।
যাকগে, পোস্ট যথারীতি .... :) আছেন কেমন? :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

জুন বলেছেন: হয়তো কঠিন সংগ্রামী জীবনযাত্রা তাদের এই পেশায় আসতে বাধ্য করেছে কালীদাস। তাদের প্রতি আমার সহানুভূতি যে আমরা তাদের বেচে থাকার জন্য কোন ভালো কাজ দিতে পারি নি।
তবে প্রাকৃতিক সৌন্দর্যে হাওড়ের রুপের তুলনা হয়না।
আর সেন্ট মার্টিন যেতে হলে ঠান্ডা মাথায় অর্থাৎ শীতকালেই যে যেতে হবে। কারন অন্য সময় স্টিমার সার্ভিস বন্ধ। তখন হয়তো ট্রলারে উত্তাল সমুদ্র পাড়ি দিতে হবে।
তা আমি আছি, চলে যাচ্ছে কোন রকম। আপনি ভালো তো?

৭৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৮

সাহসী সন্তান বলেছেন: বছরতো শেষ হতে চলল আপু, নতুন পোস্ট কই? আজকে ২৯ তারিখ, কাল ৩০; আর পরশু থার্টি ফাস্ট.....!! অগ্রিম শুভেচ্ছা জানাইতে আসলাম! Happy New Year-2016


কেমন আছেন আপু?

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

জুন বলেছেন: নতুন বছরে একটি নতুন পোষ্ট দেয়ার আশা রাখি সাহসী। কিন্ত কান্ডারির ২০১৬ রাশিফল অনুযায়ী মীন রাশির (ব্লগ রেজি হিসেবে) ব্লগাররা মন্তব্য, হিট, ভালোলাগা খরায় ভুগবে :(
তাই আর লেখার উৎসাহ পাচ্ছি না সাহসী। আর এমন হলে অপুর সংকলনেও যায়গা পাওয়ার কোন স্কোপ নেই :((
তবুও সাহসীকেও নব বর্ষের অগ্রীম শুভেচ্ছা জানাইলাম :)

৭৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

তানজির খান বলেছেন: অসম্ভব ভাল লাগলো পোস্ট টি। চমৎকার সব ছবি। শুভ কামনা রইল আপনার জন্য। আপনার পোস্টে আমার প্রথম মন্তব্য, আশাকরি পাশে থাকবেন সিনিয়র ব্লগার হিসবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

জুন বলেছেন: স্বাগতম আমার ব্লগে তানজির খান ।শুভকামনা আপনার জন্য আপনার ব্লগীয় জীবন মসৃন হোক। অবশ্যই সাথে থাকবো ভাই ।
অনেক খুশী হোলাম আপনার মন্তব্য পেয়ে । আসলে আমাদের দেশটি তো অনেক সুন্দর তাই নয় কি ?
আপনিও সামনের দিনগুলোতে পাশে থাকবেন সেই প্রত্যাশা রইলো । ।

৮০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

তানজির খান বলেছেন: "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি"
আসলেই আমাদের দেশ অনেক সুন্দর। অবশ্যয়ই পাশে থাকবো। ব্লগীয় জীবন আরো সমৃদ্ধ হবে সেই প্রত্যাশা রইল। শুভেচ্ছা রইল নতুন বছরের।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

জুন বলেছেন: আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা :)

৮১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

তানজির খান বলেছেন: আগামীর পথচলা হোক বন্ধুত্বের, পারস্পারিক শ্রদ্ধার আর সম্প্রীতির। ভাল থাকবেন জুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: নতুন বছরে আপনিও ভালো থাকুন অনেক অনেক ।
অনুসরণে নিয়েছি যাতে আপনার অসাধারন লেখাগুলো মিস না হয় ।

৮২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

তানজির খান বলেছেন: এ আমার পরম সৌভাগ্য জুন। অসংখ্য ধন্যাবাদ আপনাকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬

জুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৮৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০

মাহমুদ০০৭ বলেছেন: এক টুকরা বাংলাদেশ । নতুন বছরের শুভেচ্ছা রইল :)
ভাল থাকবেন /।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭

জুন বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ মাহমুদ০০৭
নতুন বছরের শুভেচ্ছা জানবেন :)

৮৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: খুব সুন্দর ছবি পোস্ট !! ঝকঝকে সব ছবি!

আচ্ছা আপু ফেবুতে আপনে কি আমাকে ব্লক করে রাখছেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

জুন বলেছেন: ছবিগুলো বেশিরভাগই কিন্ত আপনার দেশ সিলেটের মাসুম আহমেদ ১৪। ভালোলাগার জন্য আন্তরিক ধন্যবাদ।
না ভাই ব্লক করিনি। কেন করবো বলেন? আসলে আমি অনেকদিন হলো ফেসবুক ডিলিট করে দিয়েছি।

৮৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: বুঝছেন আপু, সিলেট এমনিতেই সুন্দর একটা জায়গা, আপনার ক্যামেরায় আরও সুন্দর হয়ে উঠেছে।


ওকে এখন বুঝছি ফেবুতে আপনাকে খুজে পাই না কেন :)

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

জুন বলেছেন: সিলেট এখনো সুন্দর , তারপর ও পাথর ব্যাবসায়ীদের থাবা অনেক কিছুই হারিয়ে গেছে । যেমন রূপসী জাফলং তার সেই অপরূপ সৌন্দর্য্য ।
যাই হোক মাঝে মাঝে এসে উকি দিয়ে যাবেন সেই প্রত্যাশা রইলো মাসুম ১৪ । আশাকরি ভালো আছেন ? শুভকামনা থাকলো ।

৮৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল আপু । অনেক অনেক ভাল থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

জুন বলেছেন: আপনাকেও জানাই নতুন বছরের শুভেচ্ছা মাহবুবুল আজাদ । অনেক অনেক ভালো থাকুন আপনিও :)

৮৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০

আমি তুমি আমরা বলেছেন: এক জীবনে কিছুই দেখা হল না। পোস্ট প্রিয়তে নিলাম :)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

জুন বলেছেন: জীবন তো মাত্র শুরু আমি তুমি আমরা । এখনই হতাশ হলে হবে ?
প্রিয়তে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৮৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

মনিরা সুলতানা বলেছেন: কবে যে আমার ছেলে মেয়রা বড় হবে পড়া শুনা শেষ হবে এদের
সব সময় আপনার লেখা আর ছবি মন ভালো করে উদাস করে দেয়
নিউ ইয়ারের শুভেচ্ছা আপু :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯

জুন বলেছেন: অনেক অনেক দিন পর মনিরাকে আমার ব্লগে দেখে অনেক ভালোলাগলো । নব বর্ষের শুভেচ্ছা রইলো ।
বাচ্চাদের দোহাই দিওনা , আমার ছেলে যখন ৬ মাসের তখন থেকে কম্বলে পেচিয়ে তাকে নিয়ে দিনের পর দিন ঘুর ঘুর করেছি :)
শুভকামনা রইলো সব সময়ের জন্য ।

৮৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

নীলসাধু বলেছেন: ওহ আল্লাহ মাথা নষ্ট পোষ্ট দেখি!
ভালো লাগা রইলো। আমাদের দেশের তুলনা হয়না। সত্যি অপরুপা।


ধন্যবাদ জানবেন। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

জুন বলেছেন: যাক তাও অনেক দিন পরই মাথাটা নষ্ট হলো নীলসাধু :)
অসংখ্য ধন্যবাদ পোষ্টটি দেখা ও মন্তব্যের জন্য আর নব বর্ষের শুভেচ্ছা আপনাকেও ।

৯০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

জুন বলেছেন: আপনার জন্যও রইলো নতুন বছরের অজস্র শুভকামনা এহসান সাবির :)

৯১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

বাঘ মামা বলেছেন:

অবাক বিষ্ময় তাকিয়ে রইলাম ছবি গুলোর দিকে,একজীবনে এত গুন দিয়ে মানুষ কি করে মাথায় আসেনা...
কখনো সাধ ও সাধ্যের সমন্বয় ঘটলে আমার এই গুনবতি আপুটাকে দেখে আসবো।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

জুন বলেছেন: অনেক অনেকদিন পর আমার পোষ্টে বাঘ মামাকে দেখে খুবই ভালোলাগলো ।
শুভেচ্ছা রইলো নতুন বছরের । সব কিছু শুভ হোক এই প্রত্যাশায় ।

৯২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এমন সৌন্দর্য্য দেখলে ইচ্ছে করে এখনি ঘর ছেড়ে পালাই.......ভালোলাগা জানিয়ে গেলাম অনেক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪

জুন বলেছেন: তাইতো আমি কিছু দিন পর পরই ঘর ছেড়ে বেড়িয়ে পড়ি সাদা মনের মানুষ :)
ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৯৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

মনিরা সুলতানা বলেছেন: এর জন্য তো কর্তার সময় ও দিতে হয় আপু :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

জুন বলেছেন: তা ঠিক। তবে জোর করে বের করে নিয়ে গেলে আস্তে আস্তে উনিও হয়তো ভালোবেসে ফেলবে ঘুর ঘুর :)

৯৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ সব মনকাড়া ছবি । দেশমাতৃকার চেয়ে নেই কোন মধু, যাতে তুষ্টি নেই আছে শুধু সীমানাহীন প্রশান্তি ।

অনেক অনেক ভাললাগা । অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

জুন বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ মন্তব্য আর ভালোলাগার জন্য কথাকথিকেথিকথন :)

৯৫| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

লেডি বার্ড বলেছেন: "প্রতিদিন তোমায় দেখি সুর্য রাগে , প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ , ও আমার বাংলাদেশ ।"...... আত্মার গান।

এই সময়টাতে দেশটাকে আমার একটা হইদা টুকটুকে পরীর মত লাগে। যতদুর চোখ যায় খালি হলুদ আর হলুদ।

আপনার ছবিগুলা মনকারা সুন্দর হইছে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

জুন বলেছেন: অসংখ্য ধন্যবাদ লেডী বার্ড বহুদিন পর আপনার দেখা পেয়ে ভালোলাগলো।

৯৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

মেহবুবা বলেছেন: অপূর্ব! প্রিয় ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

জুন বলেছেন: এত দিন পর আপনার মন্তব্যটি চোখে পড়লো আমার মেহেবুবা ! আমি অত্যন্ত দুঃখিত ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য :)

৯৭| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২১

গাজী বুরহান বলেছেন: এক কথায় অসাধারণ।




শুধু সুন্দর বন যাওয়া হয় নি

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

জুন বলেছেন: সিলেট সত্যি অসাধারণ। আর সুন্দরবন এক মায়াবী বন এটা সুযোগ থাকলে সবার দেখা উচিত গাজী বুরহান :)
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ

৯৮| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

হাবিব বলেছেন: দারুণ সব ছবি তুলেছেন আপু ..... মুগ্ধতা রেখে গেলাম।।।

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৬

জুন বলেছেন: আমিও ধন্যবাদ জানাই আমার দেশের সুন্দর সুন্দর ছবিগুলো দেখে যাবার জন্য স্যার। ভালো থাকবেন সবসময় এই প্রত্যাশা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.