নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনার হার

২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৭

ট্রাইব্রেকারে মেসির পেনাল্টি মিস। জয়ের দ্বারপ্রান্তে এসে আর্জেন্টিনার আরেকবার পরাজয়। তবে চিলি দারুন খেলেছে।

মন্তব্য ৬৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০৫

বিজন রয় বলেছেন: গত বছরের পুনরাবৃত্তি।

মেসি কি এবার অবসর নিবে?

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১০

জুন বলেছেন: মেসিকে যে ভাবে মার্কিং করে রেখেছিল চিলি তাতে বেচারা সুবিধা করতে পারি নি।
everyday is not super stars day bijon roy :(

২| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:০৬

বিজন রয় বলেছেন: আমার মন বলছিল এরকমই হবে। ট্রাইবেকারে আর্জেন্টিনা এলোমেলো করে নিবে। কারণ কাপের জন্য ওরাই কাতর ছিল বেশি। যেটা মানসিক চাপ সৃষ্টি করেছে ওদের উপর। আর চিলিয়ানদের কিছু হারানোর ছিল না।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১১

জুন বলেছেন: আমারো মনে হয়েছিল আজ চিলিই জিতে যাবে।

৩| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:



চিলি অনেক সুযোগ হারায়েছে।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:২১

জুন বলেছেন: আমারো তাই মনে হয়েছে চাদগাজী।

৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: ম্যাচ তো খেললো চিলিই। আর্জেন্টিনা কিভাবে জয়ের দ্বারপ্রান্তে ছিল ম্যাচে? পুরোটা ম্যাচেই কোনঠাসা ছিল আর্জেন্টিনা।
চিলিই ডিজার্ভ করে ম্যাচ জেতাটা। অন্তত তাদের ফাইনালে এই খেলাটা দেওয়ার জন্য।

আর্জেন্টিনা শুরুতেই অনেক সুযোগ পেয়েছিল। ১১ জন হয়ে ১০ জনের দলের উপর চেপে বসতে না পারলে কারো কিছু বলার নেই। তাদের কপাল তারা ঐখানেই শেষ করেছে।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:২৬

জুন বলেছেন: দ্বারপ্রান্ত এ মিন করেছি ফাইনাল পর্যন্ত এসে এভাবে হেরে যাওয়া। তবে আমি পোষ্টেই লিখেছি চিলি দারুন খেলেছে। সুতরাং আজ কাপ চিলির। এক মেসি ছাড়া আর কারো খেলাই নজরে পড়লো না।। আর সেতো কড়া মার্কিং এ ছিল দুজন চিলির প্লেয়ারের।
দুর্ভাগ্য। তা মেরাডোনাতো মেসিকে আগেই হুশিয়ারি দিয়েছে কাপ জিততে না পারলে দেশে যেন না ফিরে। বেচারা এখন কই যাবে চিন্তার বিষয় :(
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: ম্যারাডোনা পাগলার কথা বইলা লাভ নাই। ঐ পাগলা না থাকলেই আর্জেন্টিনার ভাল হত।

২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৫

জুন বলেছেন: ঈশ্বরের হাতওয়ালা ম্যারাডোনা :`>

৬| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৯:৫০

বিজন রয় বলেছেন: হা হা হা ............

জুন আপা, পেলে, ম্যারাডোনা, রোনাল্দো (ব্রাজিল ) এদের সবাইকেও প্রতিপক্ষরা মাকিংএ রাখতো।

২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:০২

জুন বলেছেন: তার জন্যইতো ব্রাজিলের রোনালদো বার বার আঘাতে অকালে অবসর নিতে বাধ্য হলো। আর ম্যারাডোনাতো ড্রাগ নিয়ে তার পা এর সাথে সাথে ইশ্বরের হাতকেও অকেজো করে ফেল্লো।
আমার মনে হয় এই সব স্টার প্লেয়াররা ক্লাব ফুটবলে খেলার জন্য এই খেলাগুলোয় একটু গা আই মিন পা বাচিয়ে খেলে বিজন রয় :)
আবার আসার জন্য অশেষ ধন্যবাদ।

৭| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১০:২৯

কল্লোল পথিক বলেছেন:


খুব কষ্ট পাইছি।

২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৫০

জুন বলেছেন: আমিও :(

৮| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:১১

সুমন কর বলেছেন: আমার মন বলছিল এরকমই হবে। B-) :D

২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৫২

জুন বলেছেন: আর্জেন্টিনা দু তিন বার গোল মিস করার পর আমার ও এমন মনে হয়েছিল সুমন কর।

৯| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪০

এহসান সাবির বলেছেন: জুনাপু আমার ব্যাপারটা নিয়ে অনেকেই গোলমাল করে কারণ আমার প্রিয় টিম ব্রাজিল তারপর আর্জেন্টিনা। যে ব্রাজিল সে আর্জেন্টিনা কেমনে হয়...... হয় এটা বুঝাতে পারি না আমি। ধুর কি দরকার বুঝানোর।

খুব হতাশ হয়েছি। মেসির জন্য চরম কস্ট পেয়েছি। খুব চেয়েছিলাম এই কাপটা ওর হাতে উঠুক। হল না।

হয়ত অবসর থেকে ব্যাক করবে আবার তবে কোপা আর জেতা হবে না......!!

২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৭

জুন বলেছেন: এটাতেই গোলমাল এহসান সাবির!! আমি তো প্রথমে জার্মানী, তারপর ইতালী, তারপর ব্রাজিল, তারপর স্পেনের সাপোর্টার :`> তারপর ও কালকের খেলায় বিশেষ করে মেসির জন্য অনেক মন খারাপ লেগেছিল। তবে চিলিকে আমি খাটো করে দেখছি না। খেলেই তো ফাইনালে উঠেছে তারা।
হু ফিরে আসলেও কোপা আর মেসির হাতে উঠবে না :(
আশাকরি ভালো আছেন। ডুব দিলেও যে মাঝে মাঝে ভেসে ঊঠেন তার জন্য অশেষ ধন্যবাদ :)

১০| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৩১

কালনী নদী বলেছেন: মেসি নাকি দলের হয়ে আর খেলবে না।

২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৯

জুন বলেছেন: কত কিছুই তো শুনি কালনী নদী। অপ্রত্যাশিত পরাজয়ে অনেক কিছুই হয়তো আবেগের বশে বলছে। হয়তো ফিরে আসবে একটু সুস্থ হলে।

১১| ২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:০৩

কালনী নদী বলেছেন: সেটাই কাম্য বোন।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

জুন বলেছেন: :)

১২| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৩

মহা সমন্বয় বলেছেন: :(( :(( এর মধ্যে আবার মেসির অবসরের ঘোষণা :-< যাকে বলে মরার উপর খাড়ার ঘাঁ। আশা করছি মেসি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে।

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

জুন বলেছেন: :(

১৩| ২৮ শে জুন, ২০১৬ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:




মেসির মাঝে শিখার মতো কিছু নেই; ক্লাউন নাকি অবসরে যাবার কথা ভাবছে?

২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

জুন বলেছেন: চাদগাজী আমি বিশ্বকাপ এ ঘোরতর জার্মানি সাপোর্টার, জার্মানী বাদ হয়ে গেলে ইতালী, ইতালী বাদ হলে ব্রাজিল, এরপর স্পেন। তারপরো মেসির পরাজয়ে আমার খুব খারাপ লেগেছে :( :(

১৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: সর্বকালের শ্রেষ্ঠ '৮২র ব্রাজিল টিমের জিকো ইতালির কাছে হারের পর বলেছিলেন, ফুটবল গোল আর খেলাটাও গোলের।। সেটাই প্রমানিত হলো আবার।।
ভাল থাকবেন।।

২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৪২

জুন বলেছেন: জিকো যথার্থই বলেছিল সচেতনহ্যাপী। আর্জেন্টিনার সাপোর্টার না হয়েও মেসির জন্য খারাপ লেগেছে।

১৫| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এক জনই তো ম্যাচ জেতাতে পারে না, খেলাটা একটা দলগত পরিবেশনা.... :)

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

জুন বলেছেন: এক জন বা দুজন তারকা নির্ভর দল হলে এমন পরিণতি হতে পারে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জহির। আপনি কি এখন ঢাকা?

১৬| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মেসি’র নাম কেডায় রাখছে... ভানানে বুল আছে। ওইটা মিসি হবার কথা! হের কাম খালি মিস্ করা। অন্তত জাতীয় দলের খেলার সময় সে মিস্ করতে ভুলে না। X(



ঝুনাপা, আপনার পোস্টটি অনেক দীর্ঘ হলেও একটানে পড়ে ফেলেছি /:)

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

জুন বলেছেন: হ মাইনসে কয় আমি নাকি খালি খালি ফাউ প্যাচাল পারি। এর জন্য এখন থিকা এমুন বড় বড় পোষ্ট দিমু যেন সব্বাই তিন ঘন্টা লাগায়া পড়ে :P
তা আছেন কেমন মাইনুদ্দিন মইনুল। সেদিন ব্যাংককের একটা শপিং মলে দেখি একটা কোরিয়ান দোকান, ঢুকলাম, নাম আরকোভা। তখন আপনার কথা মনে পরছিল :)
ঈদের অগ্রীম শুভকামনা রইলো আপনার ও পরিবারের সবার জন্য :)

১৭| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ঈদের আগাম মোবারকবাদ... জুন আপা :)


আছি বালা! আর কত থাইল্যান্ডে থাকবাইন? ঈদ-পার্বন আইতেছে, দেশে আইতাইন না? কোরিয়ান দোকান দেখলে আমার কথা মনে পড়ে ক্যারে?... (অদ্ভুত কাজ কারবার!) থাক... আর উত্তর দিয়ইন না যে! X(




২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: ক্যারে আমাগো ভাবী কি অন্যদেশের সিটিজেনশিপ নিলো নাকি :-* তারেতো আরকোভার দেশের বইলাই জানতাম :)

১৮| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মাঝে মাঝে আমার বিবির কথা মনে করে আমি তার প্রতি শ্রদ্ধাবনত হই। তিনি বলেছেন, “তুমি পরনারীর সাথে বেশি কথা কইবা না। কইলে সে তোমাকে ফান্দে ফেলে দেবে, তা থেকে তুমি বের হতে পারবা না। তাতে আমার প্রতি শ্রদ্ধা তোমাকে বাঁচাইতে পারবে না.. না.. না।”

যা হোক, আপনি কি দয়া করে আমার মন্তব্যের উত্তর দেওয়া হতে বিরত থাকবেন, জুটিলা কূটিলা ঝুনাফা??????

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

জুন বলেছেন: :| B:-) :-/

১৯| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

পুলহ বলেছেন: কিছুটা ব্যতিক্রমী পোস্ট মনে হচ্ছে, পোস্টটা অতিদীর্ঘ হলেও মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের মত আমিও একটানে পড়ে ফেলেছি, হা হা।
ফুটবল, ক্রিকেটের মত অতটা ফলো না করলেও আমি আর্জেন্টিনার সাপোর্টার। আর মেসির বিদায়ে বোধহয় দল-মত নির্বিশেষে সবারই খারাপ লেগেছে।
অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম সম্ভবত। ভালো থাকবেন আপু! ঈদের অগ্রিম শুভেচ্ছা

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১৯

জুন বলেছেন: অবশ্যই ব্যাতিক্রমী পুলহ :)
এছাড়া আর কি লিখবো বলুন! বেশি ছীট হলে পড়বে কে? টাইম কই? B-)
আমি অনেক রকম খেলাই দেখি।
আমিও আপনার মত আর্জেন্টিনার সাপোর্টার না হয়েও মেসির জন্য দু:খ পেয়েছি।
জী গতকালই আমি এসেছি কয়েক সপ্তাহের জন্য। এর মাঝে কিছু লিখবো অবশ্যই :)
ভালো থাকুন অনেক অনেক আর আপনার জন্যও রইলো ঈদের শুভেচ্ছা।

২০| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: দুর্ভাগ্য আর্জেন্টিনার আবারো।

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:২০

জুন বলেছেন: ঠিকই বলেছে আপনি। স্বাগতম রইলো আমার ব্লগে সাথে ঈদের শুভেচ্ছা :)

২১| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৯

অ্যানোনিমাস বলেছেন: কেমন আছেন আপু?

০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:২২

জুন বলেছেন: চয়ন বেচে আছো তাহলে! কতদিন পর আসলে। খবর কি? কই থাকো? কেমন আছো জানিও। আর ঈদের শুভেচ্ছা জেনো :)

২২| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

জেন রসি বলেছেন: ভালো হইছে! :P

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: :-B

২৩| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:৪৪

ঢাকাবাসী বলেছেন: অনেক দিন পর মনে হচ্ছে, কেমন আছেন?

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: আমি আছি একরকম ঢাকাবাসী ।শারিরীকভাবে খুব ভালো ও না , খুব খারাপ ও না । চালিয়ে যাচ্ছি আপনাদের দোয়ায় :)

২৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ফুটবল খেলা দেখিনা; তবে আর্জেন্টিনার কট্টর ভক্ত (ম্যারাডোনার কারণে, যদিও তাঁর খেলা দেখিনি)। ওদের পরাজয়ে ব্যথিতই হয়েছি । বিশেষ করে মেসির জন্য কষ্টই লেগেছে!

জুন মাস চলে গেলো, অথচ আপনার পোস্ট নেই । নামের প্রতি অবিচার হয়ে গেলোনা?

০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৪

জুন বলেছেন: জুন মাস চলে গেলো, অথচ আপনার পোস্ট নেই । নামের প্রতি অবিচার হয়ে গেলোনা?

আমার ছয় বছরের ব্লগিং জীবনে এত বড় অঘটন আগে কখনো ঘটেনি সাধু । প্রতি বছর এই মাসে মেগা পোষ্টগুলো দিয়ে ব্লগ এর পাতাকে ঝল মল করে রাখতাম :`>
আসলেও প্রতিমাসে আমি কিছু না কিছু লিখি সে যতই ছাইপাশ লেখা হোক । এবছর দেশের বাইরে থাকা , পাসওয়ার্ড সমস্যা এবং সর্বোপরি ল্যাপটপ ছাড়া অর্থাৎ মোবাইলে লেখা সম্ভব না হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে গেল :(
আমার খোজ খবর নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

২৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: চাঁদগাজী বলেছেন:
মেসির মাঝে শিখার মতো কিছু নেই; ক্লাউন নাকি অবসরে যাবার কথা ভাবছে?

০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৭

জুন বলেছেন: যে যেমন ভাবে ভাবুক সাধু । আমি আর্জেন্টিনার সাপোর্টার না হয়েও মেসির জন্য কষ্ট লেগেছে অনেক ।

২৬| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৩

রাতুল_শাহ বলেছেন: ছবি ছাড়া পোস্ট? খুব আশ্চর্য্য হয়ে গেলাম।

কিছুদিন থেকে ইতিহাস পড়ছি, আপনার হেল্প লাগবে

০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৫

জুন বলেছেন: হুউউ একটা ব্যাতিক্রমী ঘটনা রাতুল :(
কিসের ইতিহাস ? একটু জানিও, আমি জানি কি না কে জানে ?

২৭| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: তিনটি হ্রস্ব লাইনের পোস্টও কতটা প্রাণবন্ত আলোচনা টেনে আনতে পারে, তার একটা অনুপম দৃষ্টান্ত রেখে গেলেন, জুন। খুব ভালো লাগলো আপনার 'অতি দীর্ঘ'- এই লেখাটা আর পাঠকদের সরস মন্তব্যগুলো পড়ে।
'লাইক'।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪২

জুন বলেছেন: পোষ্টের চেয়েও আপনাদের মত পাঠকদের প্রানবন্ত মন্তব্যই আমার এই ক্ষুদ্রতম লেখাটিকে আকর্ষণীয় করে তুলেছে বলেই আমি মনে করি খায়রুল আহসান। অনেক ধন্যবাদ রইলো এতে অংশ গ্রহন করার জন্য।

২৮| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা "প্রতীক্ষা আর নয়নসুখ" কবিতা দুটোয় তিনটে মন্তব্য রেখে এসেছিলাম।

১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৫

জুন বলেছেন: আমি আপনার মন্তব্য দেখেছি খায়রুল আহসান। দীর্ঘদিন দেশে অনুপস্থিতি এবং অসুস্থতার জন্য আমি ঠিকমত ব্লগে সময় দিতে পারছি না। আপনাদের মন্তব্যের উত্তর না দিয়ে ফেলে রাখা যে ঠিক না সেটা বুঝি কিন্ত আমি একটু অসহায়। দেবো খুব শীঘ্রই।

২৯| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: জুন আপু,

ইউরো দেখেননি। পর্তুগালের খেলা দেখে বিমোহিত!

কোপা দেখিনি! আফসোস! মিস করেছি!

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: হ্যা ইউরো ও দেখেছি ভ্রমরের ডানা তবে সব খেলা নয় । আমার ফেভারিট ইতালী, আমার আরেক ফেভারিট জার্মানীর বিদায় বড়ই দু:খজনক :(
কোপার টাইমিং টা ভালো ছিল। খেলেছেও সুন্দর। ওদের খেলায় তো একটা নান্দনিকতার ছোয়া থাকে তাই ভালোলাগে।
ভালো আছেন তো? শুভেচ্ছা রইলো সন্ধ্যার :)

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চিলি ভাল খেলেছে । আর মেসি মিস করছে । তবে মেসি দারুণ খেলোয়াড়। বড় ম্যাচে কেমন যেন নিষ্প্রভ হয়ে যান ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪

জুন বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে ভালোলাগছে সেলিম আনোয়ার। আশাকরি এখন থেকে আপনার কবিতা নিয়মিত পাবো।

৩১| ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: এক মেসি ছাড়া আর্জেন্টিনার আর আছে কে?

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪০

জুন বলেছেন: হু আমারও একই কথা উদাসী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.