নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ত্বকের জেল্লা ও পানি,(একটি রম্য রচনা ) B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৭


ইদানীং পেপার পত্রিকা বিশেষ করে ভারতীয় আনন্দবাজার খুল্লেই দেখি সাংবাদিকরা সিনেমা জগতের বিশেষ করে বলিউডের সব উর্বশী, রম্ভা, মেনকাদের (অপ্সরা মানে শায়মাও আছে তার মাঝে :P) একটাই প্রশ্ন করে! আর সেই প্রশ্নটা হলো "অমুকজী,তমুকজী আপনাদের কাচের মত, কোরিয়ানদের মত ত্বকের এত যে জেল্লা তার রাজ কেয়া হ্যায় "(কি কারণ)?
উর্বশী মেনকারা হাসি মুখে উত্তর দেয় অন্য কিছুই না, আমার এই উজ্জ্বল ত্বকের পেছনে শুধু একটাই গোপন রহস্য আছে আর তা হলো পানি, আমি সারাদিনে প্রচুর পানি পানি করি", "তা কতটা পানি খাচ্ছেনের উত্তর।
"এই ধরেন ৫/৬ লিটার B:-/ উল্লেখ্য ওনারা প্রশ্নের উত্তরে আরও জানান তারা পানি ছাড়া ভাত, মাছ,মাংস,ডাল কিছুই খায় না। মাঝে সাঝে দু একটা ফলের টুকরা বা এক টুকরো ব্রকোলি খায় আর শুধু পানি আর পানি :(
আমি তো অবাক হই, শুধু পানি খেয়ে খেয়ে তারা স্বর্গের পরীর মত সুন্দর, ত্বকে কাচের মত জ্বেল্লা :-* তারা ফেশিয়াল করতে বিউটি পার্লারে যায় না। এমন কি তারা স্নো পাউডার তো দূর কি বাত, সামান্য ময়দা আর হলুদ বাটা যাকে বলে উপটান তাও মাখে না :(
যাই হোক এইসব পড়ে টরে আমিও ভাবলাম এত সহজে যখন এমন জ্বেল্লাদার ত্বক পাওয়া যায় তাহলে আমিও সেই চেষ্টা করি না ক্যানো! ক্যানো এমন ম্যাড়মেড়ে ত্বক নিয়ে বেচে থাকা!
সাথে সাথে দেশী মামের আধা লিটারের বোতল ছুড়ে ফেলে দিয়ে বিদেশি মাইক্রন এর বড় একটা বোতল আনলাম। সারাদিন পানি খাই আর আয়না দেখি। আয়নাকে জিজ্ঞেস করি "আয়না বলো বলো, কিছু কি উপকার হইলো আমার ত্বকের ! আয়না নিশ্চুপ :(

রাগের চোটে ইয়াং গৃহকর্মীকে ডাকি, সে বেশ আধুনিক, সে আমাকে খালাম্মা বা আপা ডাকে না, আন্টি ডাকে। তার কাছে জানতে চাই "শিউলী দেখতো আমার মুখটা কি একটু চক চক করতেছে"?
সে খুটিয়ে খুটিয়ে দেখে বলে, "না আন্টি তেমন তো দেখি না, দাড়ান আপনার পানির বোতলটা ভরে আনি, আপনি আরেকটু পানি খান"।
মন খারাপ আমি পানি খাই আর আয়না দেখি।

আজ আবার যথারীতি আনন্দবাজার পত্রিকার জীবন ধারা পেইজটা খুলে বসি। সেখানে লেখা "পুজোর আগে কাচের মত স্বচ্ছ ত্বক চান কিয়ারা আডবানীর মত? তাহলে আর দেরি নয় কিনে ফেলুন এই পাচটি বিদেশি সিরাম ( আকাশ ছোয়া দামের সাথে সাথে বাপের জন্মে তার নামও শুনি নি আমি )। এই সিরাম দিনে পাচ বার ব্যবহার করুন আর তাতেই আপনার ত্বক হয়ে উঠবে কিয়ারা আডবানীর মত চকচকে, কোরিয়ানদের মত জ্বেল্লাদার ঝকঝকে "।

একি কথা! তাহলে পানি! পানির কি হলো! এত দিন যে তারা বল্লো তাদের রূপের গোপন রহস্য পানি :| হাতের কাছে থাকা পানির বোতলটা এক ঝটকায় দূরে ছুড়ে ফেললাম। শিউলি দৌড়ে আসলো "কি হলো আন্টি হাত লেগে বোতল নীচে পরে গেছে দেখছি, পানিও তো সব পরে গেছে? দাড়ান আমি এক্ষুনি ভরে আনছি "
আমি সজোরে বলে উঠলাম না আর পানি আনার দরকার নাই
এত রাগ লাগছিল যে সুকুমার রায়ের "ছুটির হিসাব" ছড়ার বাবুটার মত মনে হলো,
"মুখ ধোবোনা,
ভাত খাবো না,
ঘুম যাবো না আজকে রাতে"
:-/

ছবি নেট।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

জ্যাক স্মিথ বলেছেন: আমি শুনেছি- পাঁকা পেপের সাথে মধু, কাঁচা হলুদ, কাঁচা দুধ, কাঁচা ডিম এগুলো সবকিছু মিশিয়ে ভালো করে বেটে পেস্টের মত বানাতে হয়, তারপর প্রতিদিন ঘুমানের তিন ঘন্টা আগে সারা শরীরে মেখে তিন ঘন্টা বাতাসে শুকিয়ে গোসল করতে হয়। এটা যদি কেউ নিয়মিত করে তাহলে সে হাজার বছরেও বৃদ্ধ হবে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: মধু ডিম পাকা পেপে :-*
আর বইলেন্না জ্যাক স্মিথ শুনেই আমার গা গুলিয়ে উঠছে। হাজার বছরেও বৃদ্ধ হবে না, ভালো বুদ্ধি দিলেন দেখছি =p~
সব সময় মন্তব্য দিয়ে সাথে থাকেন তাতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:২৫

ডার্ক ম্যান বলেছেন: আমাদের ঠাকুর ভাইও ভাল রম্য লেখেন । আপনার রম্য ভাল হয়েছে। মনে হয় দুইজন একই গুরুর শিষ্য ।
মরার আগ পর্যন্ত সব নারী মনে হয় ত্বকে জেল্লা ধরে রাখতে চায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: আমাদের ঠাকুর ভাই কি শায়মার ঠাকুর মাহমুদ ভাইয়ু!! ;)
আমি কিছুই ধরে রাখতে চাইনা ডার্ক ম্যান, যা আসার তা আসবেই। ভবিতব্য বলেই মেনে নিবো /:)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাই।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

মিরোরডডল বলেছেন:




আয়নাকে জিজ্ঞেস করি "আয়না বলো বলো, কিছু কি উপকার হইলো আমার ত্বকের ! আয়না নিশ্চুপ :(

মন খারাপ আমি পানি খাই আর আয়না দেখি।


you're hilarious!!!! :)

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

জুন বলেছেন: হিলারিয়াস বলেছেন #:-S তাও ভালো, আবার হিলারি ক্লিন্টন বইলেন্না B-) সব সময় প্রাসঙ্গিক আর মজাদার মন্তব্য দিয়ে আমার পোস্টকে উজ্জ্বল করে দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মিররডডল :)

অট :আমার এর আগের পোস্টটা পড়ার অনুরোধ রইলো।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

জিকোব্লগ বলেছেন:



প্লাস্টিক সার্জারি ট্রাই করতে পারেন B-) । অনেকেই শুনি এই ট্রিটমেন্ট
করে জ্বেল্লাদার ঝকঝকে চেহারা পেয়েছে। B:-)

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

জুন বলেছেন: আমার কিছু ট্রাই করার দরকার নাই জিকোব্লগ। তবে আশ্চর্য হই যখন পড়ি ওনাদের পানির ম্যাজিক! পানিতেই স্লিম, পানিতেই গায়ের রঙ গোলাপি , পানিতেই বোচা নাক বাশির মত তখন একেবারে তাজ্জব হয়ে যাই :-*

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: এতদিন পানির কথা বলেছে টেকা-পয়সা কামানোর জন্য। পানি বেঁচে ম্যালা মাল কামিয়ে দাদারা এখন সিরাম বেঁচতে চাচছে সেই একই আশায়। এসব করেই কারো পকেট খালি করে , নিজেদের পকেট ভরে বইন।

ঠেকে-ঠকে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দেখে ভাল লাগলো :((

মুখ ধোবেন না, খাবেন না , ঘুমাবেন না।
এবার আর আয়নাকে জিগাইতে হবেনা , আপনি কিমন দেখেতে ঐছেন?
নিজে নিজেই জবাব পেয়ে যাবেন , বেশী না - দুইদিন পর।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৪

জুন বলেছেন: হা হা হা দাদারা না বলিউডের দিদিরা বলে তাদের ত্বকের জেল্লার একমাত্র কারণ প্রচুর পানি পান করা ;) আর কিছু লাগে না।
আজ শুনলাম কি সব সিরাম মাখে যার নামও শুনি নাই দাম শুনলে নিশ্চয় অক্কা পাবো :)
সুকুমার রায়ের ছুটির হিসাব ছড়াটা খুব মজার। ছোট্ট খোকা স্কুলের বাতসরিক ছুটির হিসাব করতে গিয়ে দেখে বেশিরভাগ ছুটিই রবিবার দিন অথবা গরমের ছুটি ইত্যাদিতে পরেছে। রেগে মেগে কেদে কেটে সে প্রতিজ্ঞা করলো মুখ ধুবোনা ভাত খাবো না ---- =p~
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: আনন্দবাজার খুবই জমজমাট পত্রিকা। বাংলাদেশে এর অনেক পাঠক আছে। আমার সংগ্রহে বেশ কিছু পুরোনো সংখ্যা আছে।
ত্বক নিয়ে সাধারনত ছেলেরা ভাবে না। ত্বক নিয়ে ভাবে মেয়েরা। ত্বক নিয়ে মেয়েদের চিন্তার শেষ নেই। কত কি যে মাখে।

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৬

জুন বলেছেন: আমি অনলাইনে সব পেপার পড়ি রাজীব নুর। আর তাতেই দেখি বলিউডের সব পরীদের রূপ রহস্যের গোড়ায় আছে পানি আর পানি, তারা কিছু মাখে টাখে না =p~

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২৮

করুণাধারা বলেছেন: দরকার একটা ম্যাজিক আয়না। তার সামনে গিয়ে বলবেন,
Mirror, mirror on the wall
who is the prettiest of them all?

আশাকরি আয়না কী উত্তর দেয় সেটা শেয়ার করবেন। B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২০

জুন বলেছেন: এই লাইনগুলো পড়ে মনে পরলো এক সময়ের সেই নানা রকম ছবি আকা পাতলা পাতলা বই গুলোর কথা। তার মাঝে ছিল স্নো হোয়াইট এন্ড সেভেন ডোয়ার্ফ। স্নো হোয়াইট এর সৎ মা টা কি পাজীই না ছিল। ভাগ্যিস সেই রাজপুত্র এসে তার মুখ থেকে আপেলটা সরিয়ে দিয়েছিল। তাইতেই না বেচে উঠলো আমাদের সেই কিশোরী কালের স্বপ্নের রাজকন্যা স্নো হোয়াইট।
উত্তর ওইটাই দিবে যখন আমাকে রেখে স্নো হোয়াইটকে দেখবে করুনাধারা ;)
সব সময় সাথে সাথে আছেন তার জন্য কৃতজ্ঞ আমি :)

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

রানার ব্লগ বলেছেন: পানি খান , চিন্তা মুক্ত থাকুন, নিয়মিত ব্যায়ম করুন, প্রতিদিন মুখ হালকা কুসুম পানিতে ধুয়ে নরম কাপড়ে মুছুন , সন্ধ্যায় মুখে ভাপ নিন , চিরতার পানি বড় এক গ্লাস ঢক করে গিলে ফেলুন প্রতিদিন, নিমের পাতার রস মাখুন মুখে, মাঝেমধ্যে নিমের পাতার রাস করে খান দেখবেন হয়ে যাবে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

জুন বলেছেন: কি যে বলেন রানার ব্লগ! এত ফৈজত করা লাগবে না বলেই তো ঐশ্বর্য প্রিয়াংকাদের মত সহজ পন্থা অবলম্বন করলাম। অনারা খালি প্লেন পানি পান করেন, এমনকি নীতু আম্বানির মত ফ্রান্স থেকে কেনা বিশেষ পানিও না যার দাম নাকি এক বোতল কয়েক লক্ষ টাকা সেইটা খাইলেও বুঝতাম তাদের গ্লাসের মতো চকচকে জ্বেল্লাদার ত্বকের রাজ B-)
সব সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে, এবার কিরকুটকে পাঠান :P

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

আমি সাজিদ বলেছেন: খেতে বসে পোস্টটা পড়ছিলাম। হাসিতে চোকিং হয় নাই আল্লাহ বাঁচাইসে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৯

জুন বলেছেন: আমার রম্য পড়ে চোকিং আমি সাজিদ! এটা তো আমার জন্য বিশাল সন্মান। ব্লগে এত এত রম্য লেখক যে আছে তা বলার নয় যেমন গেছোদাদা :P

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৬

শাওন আহমাদ বলেছেন: আহারে! কি একটা অবস্থা!

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০

জুন বলেছেন: সেইটাই শাওন আহমেদ :(
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে :)

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

শেরজা তপন বলেছেন: কি হইল আচমকা এত জেল্লাদার ত্বকের সখ হইল ক্যান????
দুলুভাই কিছু কইছে??

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬

জুন বলেছেন: আচমকা না শেরজা, বহুদিন ধরেই এ বিষয়ে বলিউডের উর্বশী মেনকাদের থেকে জ্ঞিয়ান লাভ করছি, তারপর প্রয়োগে নামলাম। পড়ি এইটাই তাদের ত্বকের জেল্লা, বোচা নাক বাশী, খুদে চোখ পটলচেরা হওয়ার একমাত্র সমাধান। কোন পার্লার না, ক্রিম পাউডার, উপটান কিচ্ছু না, প্লাস্টিক সার্জারি আত লেজার ট্রিটমেন্ট এর নামও জানে না, জানে শুধু পানি। চিন্তা করেন পানির কি মাজেজা :P
দুলাভাই কি কইবো! আমার কিছু হইলেতো তারেও কলস কলস পানি খাইতে হবে শেরজা =p~

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

মামুinসামু বলেছেন: "Magic mirror on the wall, who's the fairest one of all?"
পৃথিবীর সকলেই magical, অন্য কিছু আর হওয়ার দরকার নাই। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৮

জুন বলেছেন: স্নো হোয়াইট এন্ড সেভেন ডোয়ার্ফ পড়ে পড়ে বুড়ি হোলাম আর এখন এই বয়সে তার প্রয়োগ করছি মামু সামু B-)
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ রইলো।

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আনন্দবাজারের বিরুদ্ধে মোকদ্দমা করবো। আমাদেরকে বঞ্চিত করে ত্বকের জেল্লা বাড়ানোর কৌশল সব আপনাদের দিয়ে দিচ্ছে।আর আমাদের ত্বক পুড়ে বাদামী বর্ণের হয়ে যাচ্ছে। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

জুন বলেছেন: পদাতিক আনন্দবাজারের তো কোন দোষ নেই। তারা যা সংবাদ শুনে তাই ছাপায় ;)
জিজ্ঞেস করেছে আপনাদের ত্বকের এত জেল্লার রহস্য কি জানতে পারলে আমাদের পাঠকদের গিয়ান লাভ হবে। উনারা জবাব দেন কিচ্ছু না শুধু পানি খাই আর পানি খাই :`>

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: জুন,




"রম্য" লেখা দেখিয়া "শর্ম" (শরম) ছাড়িয়া এখানে ঢুকিয়া পড়িলাম।
আপনি " আনন্দবাজার" পত্রিকাকে কেন "বেআনন্দ" বানাইয়া ছাড়িলেন? বুঝিতে না পারিলে লেখায় বা তথ্যে ভুল ? নাচিতে না জানিলে উঠান বাঁকা ?
আনন্দবাজার আনন্দের সহিত পানির কথা বলিয়াছে, কোন পানি? সে পানি যে "গো-মূত্র" তাহা বুঝিতে পারেন নাই। আনন্দবাজার" এই পানির কথাই বলিয়াছে।! #:-S সাধে কি আর "লিলিপুটিয়ান মগজ" কথাটি ব্লগে আসিয়াছে? ;)

বালতি ভরিয়া "গো-মূত্র" খা্‌ইতে থাকুন (ঢকঢক করিয়া পান করা হইতে বিরত থাকিবেন)। ফ্রিজে রাখিয়া রহিয়া সহিয়া চাবাইয়া চাবাইয়া খাইবেন। সাথে কাঠাল পাতা ভিজাইয়া খাইতে পারেন। ত্বকে কোরবানীর ছাগলের মতো জেল্লা আসিবেই! :D
এখন আপনি জিগাইতে পারেন, কেমন গরু! :P আমি এইখানে কবিদের মতো কাদিয়া ফেলিলাম। একজন গরু বিশেষজ্ঞের কাছে যাইতে পারেন। কেমন করিয়া, কিসে চাপিয়া সেখানে যাইবেন তাহা বলিতে পারিবোনা - "ফ্রশ্নফাঁস" জেনারেশন বলিয়া কথা......... :((

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

জুন বলেছেন: রম্য দেখিয়া শর্ম ছড়িয়া পোস্টে প্রবেশ করার জন্য এক্রাশ ধৈনাপাতা আহমেদ জী এস :) আরেহ আনন্দবাজার বলে নাই, বলেছে বলিউডের রম্ভা মেনকারা। তাদের মুখ নিসৃত বানীই আনন্দবাজার ছেপেছে। আর গো মুত্র না, গো মুত্র না, একেবারে বিশুদ্ধ পানি বা জল। এমনকি নীতা আম্বানির মত ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের খনিজ পানিও না, স্রেফ পানি আর পানি B-)
আমি তাহাদের পথ ধরিয়াই স্রেফ পানি খাইতেছিলাম গোমুত্র বা পুরিষ না X(( আর এগুলো ছাড়াও আপনি এখানে ছাগল গরু নিয়ে এসে পুরো পোস্টটাকেই অপবিত্র করে দিলেন #:-S এখন আবার পবিত্র করার জন্য ঘটিতে গোবর জল নিয়ে পোস্টে ছিটাতে হবে দেখছি। যত্তসব কাজ বাড়ানোর ধান্দা :-P
আবার আসতে হলো বলে আবার আইসেন দারওয়াজা আভি খোলা হ্যায় ;)

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপা এত কিছূ করার লাগে ত্বকের চকচকের ভাব আনতে তো সরিষার তেল ডলতে পারেন । একদম চকচকে হয় যাবে তক ! আর আনন্দবাজারকে ফলো করবেন না তাতে নিরানন্দ হবার সম্ভাবনা সমূহ !!

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২০

জুন বলেছেন: নিনি আমি তো সবচেয়ে সহজ পন্থায় স্রেফ ফিল্টারের পানি খেয়ে খেয়ে কোরিয়ানদের মত জেল্লাদার ত্বকের মালকিন হতে চেয়েছিলাম সারা আলি খান আর জানহবী কাপুরদের মত। মাঝখানে কিয়ারা আডবানী এসে সব মাটি করে দিল :-/

১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

অপু তানভীর বলেছেন: কিয়ারা কন্যাডা বেশ ভালু । তবে দুঃখের ব্যাপার হইলো কদিন আগে কন্যা বিবাহ করিয়া ফেলিয়াছে । বড় কষ্ট পাইয়াছি !

তক্বের জেল্লার জন্য পানির কোন বিকল্প নাই । আমি নিয়মিত কয়েক লিটার পানি খাই । :D

১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২২

জুন বলেছেন: হু সব্বাই বিয়ে করে ফেলছে শুধু অপু তানভীর ছাড়া ;) এটা নিয়ে ব্লগে একটা বিরাট আন্দোলন গড়ে তোলা উচিত ;)
আমিও তাদের কথা শুনে ৫/৬ লিটার পানি খাওয়া শুরু করেছিলাম। শেষ পর্যন্ত হা হতোস্মি :(

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫১

শায়মা বলেছেন: বাহ বাহ পোস্টে তো আমাকে স্বর্গের অপ্সরা বানাই দিয়েছো আপুনি!!!!!!!!!!!!! :) :) :)


তবে পোস্ট পড়ে চিন্তায় পড়লাম। হায় হায় আমি তো পানি এতই কম খাই যে এক ওয়াটার বোটলের পানি আধাটাও শেষ করি না সারাদিনে। স্কুলে আয়া বুয়ারা বকা দেয় বলে কাল থেকে আর আপনাকে পানিই দেবো না পানি খান না কেনো??? :(

এখন কি হবে??? :((


তবে হ্যাঁ আমি পানির বদলে এক ফ্লাক্স লেমন টি, এক ফ্লাক্স স্যুপ, এক ফ্লাক্স অরেঞ্জ জ্যুস আর সালাদ ক্রিম, সালাদ ড্রেসিং এসব দিয়ে এক টিফিনবাটি সালাদ নিয়ে স্কুলে যাই রোজ সকালে। :)

পানি না খাই এসব খেলেও তো চলবে তাইনা বলো???????????

আর সালাদে সালাদ ড্রেসিং সালাদ ক্রিম এসব না দিতে বলবা না কিন্তু!!!!!!!!!! :(
কি হবে জীবনে বিস্বাদ মিস্বাদ খেয়ে........
যতদিন বাঁচি খেয়ে দেয়ে বাঁচি......

ইদানিং কি যোগ হয়েছে জানো?? ওয়াফেল আপের ওয়াফেল ক্রিসপী ইয়াম্মী ইয়াম্মী নিউটেলা ওয়াফেল মুচমুচে মুচমুচে :) :) :)

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

জুন বলেছেন: অপ্সরা নাম নিছো এখন তার নাম বললে তো কান টানলে মাথা আসার মত আপনে আসবেনই :`>
তুমি যা খাও তার মধ্যে একটা জিনিস আমার ধারণা বলিউডের ডিভারা তো খায়ই না এমনকি আমার মত হেজিপেজি মানুষও খায় না। তা হলো গ্রীন টি :-& এর যত গুন থাকুক, যত সুন্দরী বানাক আমি মরে গেলেও এই বিস্বাদ জিনিস খেতে পারবো না :(
তবে স্যুপ (থাই) বা অরেঞ্জ জ্যুস ১০০ বার খেতে রাজি। কিন্ত ওই সালাদ ড্রেসিং ক্যানো! ওই জিনিস তো একটুও উপকারী না :(
ওয়াফেল খাই আর প্রতিবারই বলি এই শেষ, আর খাবো না, কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করতে পারি না, পারি না :P

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নিনি আমি তো সবচেয়ে সহজ পন্থায় স্রেফ ফিল্টারের পানি খেয়ে খেয়ে কোরিয়ানদের মত জেল্লাদার ত্বকের মালকিন হতে চেয়েছিলাম সারা আলি খান আর জানহবী কাপুরদের মত। মাঝখানে কিয়ারা আডবানী এসে সব মাটি করে দিল :-/

আপা ঐ যে কী এক প্রোডাক্ট আছে না মিল্ক হোয়াইট বিউটি না কী যেন । ঐসব প্রোডাক্ট ব্যবহার করতে পারেন । একজনকে করতে দেখেছি পরে ওনার শ্বেত রোগ হয়েছিল । আচ্ছা আপা এভাবে সারা শরীরে শ্বেত রোগ হলেও তো কোরিয়ানদের মত টকটকে ফর্সা হওয়া যাবে তাই না :P

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

জুন বলেছেন: না না না ঐসব প্রোডাক্টে কত রকম ক্যামিকেল থাকে নিনি। ওইগুলো মাখলে মুখের অবস্থা আরও কাহিল। তাইতো আমি ওদের মত সোজা সাপটা পানিকেই বেছে নিয়েছি। বিনা পয়সা আবার গুনে ভরপুর X((
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৪

মনিরা সুলতানা বলেছেন: আপু আমাদের জয়া আহসান মনে হয় সত্যি টিপস টা দিতে পারবে B-)

২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

জুন বলেছেন: শুধু জয়া ক্যানো! মিথিলা পারবে না মনিরা :-* আমার মনে হয় এখন না পারলেও কয়েকদিন পরেই পারবে ;)

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫১

শায়মা বলেছেন: ওয়াফেল খাই আর প্রতিবারই বলি এই শেষ, আর খাবো না, কিন্তু প্রতিজ্ঞা রক্ষা করতে পারি না, পারি না :P


আরে আমিও তো পৃথিবীর সবচেয়ে মজার জিনিস এখন ওয়াফেল নিউটেলা। :)

কদিন আগে পর্যন্ত ছিলো গ্লেজড ডোনাটস......


মুভেনপিকের সকল আইসক্রিমই অমৃত!

আমার যে এত মিষ্টি প্রীতি এতে নাকি ত্বকের বারোটা বাজে!!!!!!!!! থোড়াই কেয়ার ত্বক আর মক আমি এসব খাবোই খাবো!!!!!!!!!!!! :)

আর গ্রীণ টি বিস্বাদ হলেও অখাদ্য নহে। খাওয়া যায় আর খেতে খেতে অভ্যাস হয়ে যায় আপুনি!!!!!!!!!!!! ইহা নাকি পৃথিবীর সবচাইতে উত্তম পানীয়! হায়রে ভায়রে কই যাই রে।

আর সুশির সি উইড কেমন লাগে আপুনিমনি!!!!!!!! :)

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

জুন বলেছেন: যা যা (অ)খাদ্যের নাম লিখেছো তা আমি আগে প্রচুর খেতাম, এখন ধরো গিয়ে আমি স্বাস্থ্য সচেতন, তাই ধুমধাম যাতা খেতে পারি না বুঝেছো আপু #:-S তারপর ও আইসক্রিমের লোভ আমি ছাড়তেই পারি না :P
খেতে খেতে পর্যন্ত তো যেতে পারি না শায়মা, একবার খেয়েই তো ফেলে দিয়েছি চিনের বেইজিং থেকে আনা ঊলাং টি, দার্জিলিং এর মকাইবাড়ি টি।ল শ্রী লংকার বিখ্যাত গ্রিন টি। ফেলে দেয়ার কারণ কৌটাগুলো অসাধারণ সুন্দর :`>
আমি সুশি পছন্দই করি না। আমার ছেলে কত চেষ্টা করেছে এই জিনিস খাওয়াতে তবে হটপট টা আমার দারুণ পছন্দ। হেলদি আর সাথে দারুণ টেস্টি :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ তোমাকে। সাথে থেকো বরাবরের মতোই :)

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: আপু , যেহেতু ওপারের পত্রিকা তাই হয়ত নায়িকারা জল বলতে গঙ্গাজল খাওয়ার কথা বুঝিয়েছে =p~ আপনি বুড়িগঙ্গার পানি খেয়ে দেখতে পারেন :`>

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

জুন বলেছেন: আরেহ ঢাবিয়ান আনন্দবাজার এ সব বলিউডের নাইকাদের কথা লিখে। ওরা মনে হয় যমুনার পানি খায়। আর আমরা তো আমাদের বুড়িগঙ্গাকে মেরেই ফেলেছি। অনেক খারাপ লাগে তাকে দেখলে।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে :)

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: রম্য রচনা খুব ভালো হয়েছে। আপনার প্রতিভার আরেকটা দিক সম্পর্কে জানলাম।

আসলে উর্বশীরা ওনাদের ত্বকের এই সৌন্দর্যের রহস্য প্রকাশ করতে চান না। তাই পানির উপর দিয়ে চালিয়ে দিয়েছেন। এই ব্যাপারে বরং আমাদের ব্লগের অপ্সরা ম্যাডাম ভালো বলতে পাড়তেন। আনন্দ বাজারের আগে ওনার সাথে কথা বলা উচিত ছিল। :) আশা করি অচিরেই আমাদের শায়মা আপু (অপ্সরা) এই ব্যাপারে একটা ফিচার লিখবেন। থালা বাটি, পাটা-পুতা, হাড়ি পাতিল, শরবত আর পায়েসের পোস্ট বাদ দিয়ে ত্বকের সৌন্দর্যের উপর পোস্ট দিলে ব্লগের সবাই উপকৃত হবে। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

জুন বলেছেন: আমি মনে অনেক কষ্ট পেলাম সাড়ে চুয়াত্তর :( এই ব্লগের পাতায় পাতায় আমার কত রম্য লেখা আছে। তবে একটা বিষয় তা হলো আমার লেখার শিরোনামে আমি কখনো রম্য শব্দটি যুক্ত করি নি এটাই আমার একমাত্র দোষ :-/
আমরাও অপেক্ষায় আছি শায়মা ওরফে অপ্সরা কখন থালা বাটি ঘটি, পাটা পুতা আর নান্না বান্না ছেড়ে উর্বশীদের রূপ রহস্য নিয়ে কিছু জানায় আমাদের B-)
মজার একটি মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। সাথে শুভকামনা রইলো।

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

ফ্রেটবোর্ড বলেছেন: আপনার সমস্যা সমাধান করতে প্রথম আলোর এই নিউজটিই যথেষ্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

জুন বলেছেন: আমি এই সমস্যা সমাধানের হাজারো পন্থা জানি যা প্রয়োগ করার প্রয়োজন বোধ করি না। কিন্ত বলিউডের উর্বশীদের ভাষ্যমতে সামান্য সাধারণ পানিতে মোটা থেকে রোগা, লম্বা ঘন চুল, বোচা নাক থেকে বাশির মত নাক, ক্ষুদে চোখ থেকে আয়তলোচনা আর তার সাথে জ্বেল্লাদার ত্বক পাওয়া যায় শুনে পানি খেতে গিয়েছিলাম ফ্রেটবোর্ড /:)

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~ =p~ =p~

দারুন রম্য :)

+++

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:১৩

জুন বলেছেন: দুইটা শব্দ আর কয়েকটা ইমু :-*
এই কি আপনার মন্তব্যের নমুনা ভৃগু :-/
=p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.